Triumph Tiger Sport 660 অ্যাডভেঞ্চার বাইক ভারতে লঞ্চ হবে শীঘ্রই, শুরু হল বুকিং

Triumph Tiger 660 গত অক্টোবরে ব্রিটেনে আত্মপ্রকাশ করেছিল। Tiger রেঞ্জের বাইকে এটি যেমন একটি এন্ট্রি লেভেল মডেল, তেমনই সবচেয়ে সাশ্রয়ী মূল্যের Tiger মডেল। গঠনগত দিক থেকে এটি আবার Trident 660 নেকেড স্ট্রিটফাইটার বাইকের অ্যাডভেঞ্চার স্পোর্টস ভার্সন। ভারতের বাজারকে সর্বদাই গুরুত্বপূর্ণ বলে মনে করে ট্রায়াম্ফ। Tiger 660 অ্যাডভেঞ্চার ট্যুরার ভারতে শীঘ্রই লঞ্চ করার ইঙ্গিত দিয়ে সে কথা আরও একবার ঠারেঠারে বুঝিয়ে দিল সংস্থা।

এ দেশে Triumph Tiger 660 এর বুকিং চালু করা হয়েছে। ট্রায়াম্ফপ্রেমীদের অগ্রিম বুকিং করার জন্য খরচ করতে হবে ৫০,০০০ টাকা। ডিজাইনের প্রসঙ্গে আসলে, এই বাইকে পাবেন সেমি-ফেয়ারিং ডিজাইন, লম্বা উইন্ডস্ক্রিন, টুইন-পড এলইডি হেডলাইট, মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক, স্লিক বডিওয়ার্ক, আন্ডারবেলি এগজস্ট, স্টেপড-আপ সিট, প্রভৃতি।

Trident 660-এ ব্যবহৃত ৬৬০ সিসি-র ইনলাইন থ্রি-সিলিন্ডার, লিকুইড-কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে Tiger Sport 660 অ্যাডভেঞ্চার মোটরসাইকেলে। এর আউটপুট ৮০ বিএইচপি ও ৬৪ এনএম। পাশাপাশি থাকছে স্লিপার ক্ল্যাচ-সহ সিক্স-স্পিড গিয়ারবক্স।

Tiger Sport 660-এর হরেক রকমের তথ্য দেখার জন্য রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, যা স্মার্টফোন কানেক্টিভিটি সাপোর্ট করে। এছাড়া বাইকটির স্ট্যান্ডার্ড ইলেকট্রনিক্স ফিচারের মধ্যে সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল, এবিএস, রাইডিং মোডস (রোড ও রেন) উল্লেখযোগ্য।