Triumph Tiger Sport 660: ট্রায়াম্ফের নতুন অ্যাডভেঞ্চার স্পোর্টস বাইক ভারতে লঞ্চ হবে খুব তাড়াতাড়ি

Triumph Tiger Sport 660 আর কয়েক সপ্তাহের মধ্যে ভারতে লঞ্চ হতে পারে। Triumph Trident 660 নেকেড স্ট্রিটফাইটার বাইকের এই অ্যাডভেঞ্চার স্পোর্টস সংস্করণটি গত বছরের অক্টোবরে ব্রিটেনে আত্মপ্রকাশ করেছিল। আর এখন Tiger Sport 660 ভারতে ট্রায়াম্ফের ওয়েবসাইটে অর্ন্তভুক্ত করা হয়েছে‌ যদিও সংস্থাটির তরফে এ দেশে আত্মপ্রকাশের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।

Tiger Sport 660-এর ইঞ্জিনটি আসলে Trident 660 থেকে নেওয়া‌ ফলে এটি মিডলওয়েট অ্যাডভেঞ্চার ট্যুরার সেগমেন্টে অন্যতম শক্তিশালী ইঞ্জিনযুক্ত মোটরসাইকেল‌। এর ৬৬০ সিসি-র ইনলাইন থ্রি-সিলিন্ডার, লিকুইড-কুল্ড ইঞ্জিন ৮০ বিএইচপি ও ৬৪ এনএম টর্ক উৎপন্ন করে। এতে স্লিপার ক্ল্যাচ-সহ সিক্স-স্পিড গিয়ারবক্স রয়েছে।

Triumph Tiger Sport 660-এ অ্যাডভেঞ্চার ট্যুরার স্টাইলিং ও শার্প ডিজাইন আছে‌। বাইকটি সেমি-ফেয়ারিং ডিজাইন, লম্বা উইন্ডস্ক্রিন, টুইন-পড এলইডি হেডলাইট, মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক, স্লিক বডিওয়ার্ক, আন্ডারবেলি এগজস্ট, স্টেপ-আপ সিটের সাথে এসেছে। Triumph Tiger Sport 660 আর্ন্তজাতিক বাজারে লুসার্ন ব্লু/স্যাফিয়ার ব্ল্যাক, কোরোসি রেড/গ্রাফাইট, এবং ব্ল্যাক/গ্রাফাইট কালার অপশনে উপলব্ধ।

ট্রায়াম্ফ টাইগার স্পোর্টস ৬৬০-এর উল্লেখযোগ্য ফিচারগুলির মধ্যে রয়েছে ৪১ মিমি ইউএসডি ফর্ক, স্মার্টফোন কানেক্টিভিটি-সহ টিএফটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল, এবিএস, ও রাইডিং মোডস (রোড ও রেন)। অনুমান, ট্রায়াম্ফ টাইগার স্পোর্টস ৬৬০-এর দাম ভারতের বাজারে ৮.৫ লক্ষ থেকে ৯.৫ লক্ষ টাকার মধ্যে রাখা হবে।