Trouve Motors: ভারতে এই প্রথম হাইপার-ম্যাক্সি ইলেকট্রিক স্কুটার লঞ্চ হবে, এক চার্জে ছুটবে 230 কিমি, থাকবে গুগলের বহু ফিচার

ইলেকট্রিক সুপারবাইকের পর এবার হাইপার-ম্যাক্সি ইলেকট্রিক স্কুটারের টিজার শেয়ার করল আইআইটি দিল্লিতে প্রতিষ্ঠিত হওয়া স্টার্টআপ ট্রোভে মোটরস (Trouve Motors)। যার নামকরণ হয়েছে H2। সংস্থার দাবি,…

ইলেকট্রিক সুপারবাইকের পর এবার হাইপার-ম্যাক্সি ইলেকট্রিক স্কুটারের টিজার শেয়ার করল আইআইটি দিল্লিতে প্রতিষ্ঠিত হওয়া স্টার্টআপ ট্রোভে মোটরস (Trouve Motors)। যার নামকরণ হয়েছে H2। সংস্থার দাবি, ওই ফিউচারিস্টিক ইলেকট্রিক ম্যাক্সি স্কুটারের সম্পূর্ণ ডিজাইন বেঙ্গালুরুতে তাদের রিসার্চ ও ডেভেলপমেন্ট ফেসিলিটিতে সম্পন্ন হয়েছে। ভারতে এই ধরনের বিদ্যুৎচালিত স্কুটার নাকি প্রথম।

Trouve H2-এর অগ্রিম বুকিং আগামী অগাস্ট থেকে শুরু হবে‌। আবার এখনই আগ্রহীরা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রি-বুকিংয়ের আর্লি অ্যাক্সেস পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। ভাগ্য ভাল থাকলে কাস্টমাইজড মার্চেন্ডাইজ উপহার হিসেবে পেতে পারেন। যদিও লঞ্চ হতে ২০২৩-এর প্রথমার্ধ পর্যন্ত সময় লাগবে। আপকামিং হাইপার ইলেকট্রিক ম্যাক্সি-স্কুটারটির সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে ট্রোভে মোটরস। যা প্রত্যাশা বহুগুণ বাড়িয়ে তুলেছে।

Trouve H2 ব্যাটারি, মোটর রেঞ্জ

ট্রোভে এইচ২ লিকুইড কুল্ড মোটরের সাথে আসবে বলে জানানো হয়েছে। যা ওভারহিটিং ছাড়াই ৪.৮ কিলোওয়াট পাওয়ার উৎপন্ন করতে পারবে। আর পিক পাওয়ার ৭.৯ কিলোওয়াট। স্কুটারটি ৪.৩ সেকেন্ডে ০-৬০ কিমি/ঘন্টা গতি তুলতে সক্ষম হবে। সর্বোচ্চ গতিবেগ উল্লেখ করা হয়নি। তবে রেঞ্জ ১৩০-২৩০ কিমি থাকবে বলে দাবি করা হয়েছে। অনুমান, এটি বিভিন্ন ব্যাটারি ভ্যারিয়েন্টে আসবে৷ যদিও বিস্তারিত তথ্য জানানো হয়নি।

Trouve H2 হার্ডওয়্যার, ফিচার

ট্রোভে এইচ২ আপসাউড ডাউন ফোর্ক, রিয়ার মনোশক অ্যাবজর্ভার, ২-পিস্টল ক্যালিপার্স-সহ ডিস্ক ব্রেকের সাথে আসবে‌ অন্যান্য বৈদ্যুতিক গাড়ির মতো এতে সিঙ্গেল স্পিড ট্রান্সমিশন থাকবে। এছাড়া এই বৈদ্যুতিক ম্যাক্সি স্কুটারে ফুল-এলইডি লাইটিং, ৪জি কানেক্টিভিটি এবং গুগল সমর্থিত নানা অত্যাধুনিক কানেক্টিভিটি ফিচার থাকবে বলে খবর পাওয়া গিয়েছে।

এই মুহূর্তে ৩ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্যে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন সংস্থার প্রতিষ্ঠাতারা। উল্লেখ্য, গত মাসে সংস্থাটি তাদের প্রথম ইলেকট্রিক হাইপার-স্পোর্টস বাইকের একঝলক দেখিয়েছে। সংস্থার দাবি, এটি বিশ্বের সুরক্ষিত দু’চাকা গাড়ির মধ্যে অন্যতম হবে। ঘন্টা প্রতি সর্বোচ্চ গতি উঠবে ২০০ কিলোমিটার। শূণ্য থেকে একশো কিমি গতি তুলতে সময় নেবে মাত্র ৩ সেকেন্ড।

বাইকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবেল্ড সিস্টেম, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, টিএফটি টাচস্ক্রিন ডিসপ্লে, কানেক্টেড টেকনোলজি, জিপিএস নেভিগেশন, রিয়েল টাইম ভেহিকেল ডায়াগনস্টিক-সহ আরও অনেক কিছুর দেখা মিলবে। প্রসঙ্গত, বাজারে এখনও কোনও পণ্য আনতে না পারলেও একাধিক নতুন মডেলের ব্যাটারিচালিত দু’চাকা গাড়ির উপরে কাজ করছে তারা।