Trouve Motors: ভারতে এই প্রথম হাইপার-ম্যাক্সি ইলেকট্রিক স্কুটার লঞ্চ হবে, এক চার্জে ছুটবে 230 কিমি, থাকবে গুগলের বহু ফিচার

ইলেকট্রিক সুপারবাইকের পর এবার হাইপার-ম্যাক্সি ইলেকট্রিক স্কুটারের টিজার শেয়ার করল আইআইটি দিল্লিতে প্রতিষ্ঠিত হওয়া স্টার্টআপ ট্রোভে মোটরস (Trouve Motors)। যার নামকরণ হয়েছে H2। সংস্থার দাবি, ওই ফিউচারিস্টিক ইলেকট্রিক ম্যাক্সি স্কুটারের সম্পূর্ণ ডিজাইন বেঙ্গালুরুতে তাদের রিসার্চ ও ডেভেলপমেন্ট ফেসিলিটিতে সম্পন্ন হয়েছে। ভারতে এই ধরনের বিদ্যুৎচালিত স্কুটার নাকি প্রথম।

Trouve H2-এর অগ্রিম বুকিং আগামী অগাস্ট থেকে শুরু হবে‌। আবার এখনই আগ্রহীরা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রি-বুকিংয়ের আর্লি অ্যাক্সেস পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। ভাগ্য ভাল থাকলে কাস্টমাইজড মার্চেন্ডাইজ উপহার হিসেবে পেতে পারেন। যদিও লঞ্চ হতে ২০২৩-এর প্রথমার্ধ পর্যন্ত সময় লাগবে। আপকামিং হাইপার ইলেকট্রিক ম্যাক্সি-স্কুটারটির সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে ট্রোভে মোটরস। যা প্রত্যাশা বহুগুণ বাড়িয়ে তুলেছে।

Trouve H2 ব্যাটারি, মোটর রেঞ্জ

ট্রোভে এইচ২ লিকুইড কুল্ড মোটরের সাথে আসবে বলে জানানো হয়েছে। যা ওভারহিটিং ছাড়াই ৪.৮ কিলোওয়াট পাওয়ার উৎপন্ন করতে পারবে। আর পিক পাওয়ার ৭.৯ কিলোওয়াট। স্কুটারটি ৪.৩ সেকেন্ডে ০-৬০ কিমি/ঘন্টা গতি তুলতে সক্ষম হবে। সর্বোচ্চ গতিবেগ উল্লেখ করা হয়নি। তবে রেঞ্জ ১৩০-২৩০ কিমি থাকবে বলে দাবি করা হয়েছে। অনুমান, এটি বিভিন্ন ব্যাটারি ভ্যারিয়েন্টে আসবে৷ যদিও বিস্তারিত তথ্য জানানো হয়নি।

Trouve H2 হার্ডওয়্যার, ফিচার

ট্রোভে এইচ২ আপসাউড ডাউন ফোর্ক, রিয়ার মনোশক অ্যাবজর্ভার, ২-পিস্টল ক্যালিপার্স-সহ ডিস্ক ব্রেকের সাথে আসবে‌ অন্যান্য বৈদ্যুতিক গাড়ির মতো এতে সিঙ্গেল স্পিড ট্রান্সমিশন থাকবে। এছাড়া এই বৈদ্যুতিক ম্যাক্সি স্কুটারে ফুল-এলইডি লাইটিং, ৪জি কানেক্টিভিটি এবং গুগল সমর্থিত নানা অত্যাধুনিক কানেক্টিভিটি ফিচার থাকবে বলে খবর পাওয়া গিয়েছে।

এই মুহূর্তে ৩ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্যে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন সংস্থার প্রতিষ্ঠাতারা। উল্লেখ্য, গত মাসে সংস্থাটি তাদের প্রথম ইলেকট্রিক হাইপার-স্পোর্টস বাইকের একঝলক দেখিয়েছে। সংস্থার দাবি, এটি বিশ্বের সুরক্ষিত দু’চাকা গাড়ির মধ্যে অন্যতম হবে। ঘন্টা প্রতি সর্বোচ্চ গতি উঠবে ২০০ কিলোমিটার। শূণ্য থেকে একশো কিমি গতি তুলতে সময় নেবে মাত্র ৩ সেকেন্ড।

বাইকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবেল্ড সিস্টেম, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, টিএফটি টাচস্ক্রিন ডিসপ্লে, কানেক্টেড টেকনোলজি, জিপিএস নেভিগেশন, রিয়েল টাইম ভেহিকেল ডায়াগনস্টিক-সহ আরও অনেক কিছুর দেখা মিলবে। প্রসঙ্গত, বাজারে এখনও কোনও পণ্য আনতে না পারলেও একাধিক নতুন মডেলের ব্যাটারিচালিত দু’চাকা গাড়ির উপরে কাজ করছে তারা।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

9 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

9 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

10 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

12 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

12 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

13 hours ago