Truke Buds Pro ইয়ারফোন সস্তায় বাজারে এল, ফুল চার্জে চলবে ২ দিন

এবার ইয়ারফোনের বাজার মাতাতে ভারতে পা রাখল জার্মান সংস্থা Truke-এর নতুন Truke Buds Pro ইয়ারবাড। এটি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচারের সাথে এসেছে। তাছাড়া এতে রয়েছে…

এবার ইয়ারফোনের বাজার মাতাতে ভারতে পা রাখল জার্মান সংস্থা Truke-এর নতুন Truke Buds Pro ইয়ারবাড। এটি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচারের সাথে এসেছে। তাছাড়া এতে রয়েছে বিশেষ গেমিং মোড। সংস্থার মতে, একবার চার্জে ইয়ারফোনটি ৪৮ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Truke Buds Pro ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Truke Buds Pro ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে ট্রুক বাডস প্রো ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,৬৯৯ টাকা। আজ অর্থাৎ ২৫ আগস্ট থেকে শুরু হবে এর বিক্রি। এর সাথে ক্রেতারা পাবেন এক বছরের ওয়্যারেন্টি।

Truke Buds Pro ইয়ারফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

নবাগত ট্রুক বাডস প্রো ইয়ারফোনের ফিচার প্রসঙ্গে বলতে গেলে, এতে রয়েছে হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন, যা ৩০ ডেসিবেল পর্যন্ত নয়েজ এড়াতে করতে সক্ষম। তার সঙ্গে রয়েছে কোয়াড মাইক ইএনসি ফিচার, যা ৯০% ব্যাকগ্রাউন্ডের আওয়াজ দমিয়ে ক্লিয়ার কল এক্সপেরিয়েন্স দেবে। তাছাড়া ইয়ারফোনটিতে ব্যবহৃত হয়েছে ১২.৪ রিয়েল টাইটানিয়াম স্পিকার ড্রাইভার। ফলে ব্যবহারকারী সিনেমাটিক মিউজিক এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন।

শুধু তাই নয়, ইয়ারফোনটিতে থাকছে ৫০ এমএস লো ল্যাটেন্সি সহ নির্দিষ্ট গেমিং মোড। সেই সঙ্গে দ্রুত কানেক্টিভিটির জন্য হেয়ারেবলটিতে দেওয়া হয়েছে ব্লুটুথ ৫.২।

এবার আসা যাক Truke Buds Pro ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। একবার চার্জে এর ব্যাটারি ১০ ঘন্টা পর্যন্ত প্লে টাইম অফার করবে। উপরন্তু চার্জিং কেস সমেত এর ব্যাটারি ৪৮ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকবে। আবার ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ১০মিনিট চার্জে এটি দু’ঘণ্টা পর্যন্ত প্লে টাইম অফার করতে সক্ষম।