বাজারে এল আরও শক্তিশালী TVS Apache RTR 160 4V, জেনে নিন দাম

TVS Apache RTR 160 4V মোটরসাইকেলের আরও শক্তিশালী ভার্সন আজ লঞ্চ করলো। নেকেড মোটরসাইকেলটি এখন তার পূর্ববর্তী মডেলের তুলনায় ১.৭ বেশী হর্সপাওয়ার উৎপন্ন করবে। অর্থাৎ…

TVS Apache RTR 160 4V মোটরসাইকেলের আরও শক্তিশালী ভার্সন আজ লঞ্চ করলো। নেকেড মোটরসাইকেলটি এখন তার পূর্ববর্তী মডেলের তুলনায় ১.৭ বেশী হর্সপাওয়ার উৎপন্ন করবে। অর্থাৎ টিভিএস ২০২১ অ্যাপাচি আরটিয়ার ১৬০ ৪ভি মোটরবাইকের সর্বোচ্চ পাওয়ার আউটপুট হবে ১৭.৪ বিএইচপি। আবার টিভিএস নতুন মডেলটির ওজন ২ কেজি কমিয়েছে। এছাড়া, ফিচার বা হার্ডওয়্যারের নিরিখে মোটরসাইকেলটি সম্পূর্ণরূপে অপরিবর্তিত।

TVS 2021 Apache RTR 160 4V দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। সামনে ডিস্ক ব্রেক ও পেছনে ড্রাম ব্রেক মডেলের দাম ১.০৭ লক্ষ টাকা (এক্স-শোরুম দিল্লি)। কেউ যদি সামনে ও পেছনে দু’দিকেই ডিস্ক ব্রেক পেতে চান তাহলে আর ৩ হাজার টাকা বেশী খরচ করে ১.১০ লক্ষ টাকায় মোটরবাইকটি কিনতে পারবেন। দুটি ভ্যারিয়েন্টই রেসিং রেড, নাইট ব্লু, ও মেটালিক ব্লু কালার অপশনে উপলব্ধ।

TVS 2021 Apache RTR 160 4V-তে পরিবর্তন শুধুমাত্র মেকানিক্যাল আপগ্রেডেই সীমাবদ্ধ রাখা হয়েছে। এর ১৫৯.৭ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, অয়েল-কুল্ড মোটর পূর্বের ন্যায় সর্বাধিক ১৪.৭৩ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। বাইকটিতে ৫ স্পিড গিয়ারবক্স পাওয়া যাবে।

পুরানো মডেলটির মতোই TVS 2021 Apache RTR 160 4V মোটরবাইকের সামনে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে মনোশক সাসপেনশন থাকছে। প্রিমিয়াম মডেলের দু’দিকেই ডিস্ক ব্রেক পাওয়া যাবে আবার বেস ভার্সনের পেছনে থাকবে ড্রাম ব্রেক। দুটি ভ্যারিয়েন্টে স্টার্ন্ডার্ড হিসেবে টিভিএস সিঙ্গেল-চ্যানেল এবিএস অফার করছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন