ব্রিটেনের Norton মোটরসাইকেলে প্রায় 984 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করল TVS

২০২০ সালে টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)-র দৌলতে পুনরুজ্জীবন ঘটেছিল আইকনিক ব্রিটিশ মোটরসাইকেল ব্র্যান্ড নর্টন (Norton)-এর। সে বছর এপ্রিলে টিভিএস তার একটি বিদেশী শাখার মাধ্যমে নর্টনকে নগদ ১৬ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে (তৎকালীন প্রায় ১৫৩ কোটি টাকা) অধিগ্রহণের ঘোষনা করেছিল। এবার সেই সংস্থায় নতুন করে বিনিয়োগের ঘোষণা করল টিভিএস।

দু’দিনের সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বিনিয়োগের প্রতিশ্রুতি আদায় করতে ভারতে আসার মুহূর্তে টিভিএসের তরফে লগ্নির কথা জানানো হয়েছে। নর্টনে ১০০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড ঢালবে তারা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯৮৪ কোটি টাকা। ইতিমধ্যেই টিভিএসের সাহায্যে সম্প্রতি বিট্রেনের সোলার পার্কে একটি গ্লোবাল ডিজাইন এবং রিসার্চ ও ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধন করেছে নর্টন।

ওই ফেসিলিটি তৈরিতে সময় লেগেছে প্রায় দেড় বছর। টিভিএস কিনে নেওয়ার পর পরই নির্মাণকার্য শুরু হয়েছিল। এটি ২০০-৫০০ জনের প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে। আর সাপ্লাই চেনের মাধ্যমে আরও ৫০০ থেকে ৮০০ জন পরোক্ষভাবে রোজগার পাবে। লগ্নি প্রসঙ্গে টিভিএসের জয়েন্ট এমডি সুদর্শন ভেনু বলেন, “আগামী ক’বছরে ধাপে ধাপে এই বিনিয়োগের ফলে বিশ্ববাজারে দুর্দান্ত সব পণ্য আনতে সক্ষম হবে নর্টন।”

প্রসঙ্গত, দু’বছর আগে অধিগ্রহণের সময় টিভিএস বলেছিল, নর্টন তাদের সাপ্লাই চেন ব্যবহার করে নতুন নতুন দেশে প্রবেশ করতে পারে। উল্লেখ্য, ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত হওয়া নর্টন বর্তমানে বিশ্বের অন্যতম পুরনো এবং জনপ্রিয় মোটরসাইকেল প্রস্তুতকারীদের মধ্যে অন্যতম।