নতুন TVS iQube বৈদ্যুতিক স্কুটারের দাম এ রাজ্যে কত, একচার্জে চলবে কতটা, কতক্ষণ লাগবে চার্জ হতে, সমস্ত তথ্য রইল

ভারতীয় সংস্থা হিসেবে টিভিএস (TVS) এর সুনাম প্রশ্নাতীত। আর দু’চাকার বৈদ্যুতিক গাড়ির বাজারে তাদের iQube ই-স্কুটারের চাহিদাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সময়ের সাথে বেড়েছে প্রতিযোগীর সংখ্যা। সে কথা মাথায় রেখে সম্প্রতি iQube-এর নতুন সংস্করণ লঞ্চ করেছে টিভিএস৷ তিনটি ভ্যারিয়েন্টে এসেছে এটি। সব মিলিয়ে দশ রকমের কালার অপশন। নতুন মডেলগুলো প্রযুক্তির দিক থেকে আরো বেশি উন্নত। আবার বড় ব্যাটারির কারণে একচার্জে দৌড়বে আরও বেশি পথ। নতুন ব্যাটারিচালিত স্কুটারটির হাইলাইটগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

2022 TVS iQube দাম

তিনটি অবতারে এসেছে নতুন ২০২২ টিভিএস আইকিউব – আইকিউব (বেস ভার্সন), আইকিউব এস, এবং আইকিউব এসটি। ফেম-টু ভর্তুকি ধরে কলকাতায় আইকিউবের বেস ভার্সনের দাম ১,২৫,৮৯৬ টাকা। আর আইকিউব এস মডেলের মূল্য ১,৩২,৯৩৬ টাকা৷ উল্লেখ্য, এগুলি অন-রোড প্রাইস‌। আইকিউব এসটির মূল্য এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি। তবে এটি ৯৯৯ টাকায় বুক করা যাচ্ছে।

2022 TVS iQube কালার অপশন

আইকিউব এতদিন শুধুমাত্র সাদা রঙে পাওয়া যেত‌। গ্রাহকদের আকৃষ্ট করার লক্ষ্যে নতুন মডেলে দশটি রঙের বিকল্প রাখা হয়েছে। তার মধ্যে স্টারলিং ব্লু, কোরাল স্যান্ড, কপার ব্রোঞ্জ ম্যাট, টাইটানিয়াম গ্রে ম্যাট, লুসিড ইয়েলো, মার্কারি গ্রে, মিন্ট ব্লু, শাইনিং রেড বিশেষ ভাবে নজর কাড়বে‌।

2022 TVS iQube চার্জিং অপশন

৯৫ ওয়াট (বেস), ৬৫০ ওয়াট (এস) ও ১.৫ কিলোওয়াট (এসটি) চার্জারের সাথে এসেছে নতুন টিভিএস আইকিউব‌‌‌। ফাস্ট চার্জারের সাহায্যে এসটি ভ্যারিয়েন্টের ব্যাটারি ৫ ঘণ্টায় ৮০% চার্জ হয়ে যাবে। আর সম্পূর্ণ চার্জ হতে প্রায় ৮ ঘন্টা লেগে যাবে‌। টিভিএস জানিয়েছে, শহরের বাইরে বা মধ্যে নিত্যদিন চালালে সপ্তাহে দু’বার চার্জ দিলেই হবে। দিন প্রতি খরচ হবে তিন টাকা‌।

2022 TVS iQube রেঞ্জ ও টপ স্পিড

সবার শেষে এবারে রেঞ্জের কোথায় আসা যাক। টিভিএসের দাবি অনুযায়ী, আইকিউব ও আইকিউব এস এক চার্জে প্রায় ১০০ কিমি অতিক্রম করতে সক্ষম। অন্য দিকে, আইকিউব এসটির ক্ষেত্রে এই রেঞ্জ ১৪০ কিমি। এর সর্বোচ্চ গতিবেগ ৮২ কিমি/ঘণ্টা হলেও বাকি দুই মডেলের ক্ষেত্রে তা ৭৮কিমি/ঘণ্টা। শক্তিশালী মোটরের কারণে ০-৪০ কিমি/ঘণ্টা গতি তুলতে সময় লাগবে মাত্র ৪.২ সেকেন্ড।