Categories: Tech News

TVS থেকে Royal Enfield, মার্চে বাজার ঝড় তুলতে আসছে এই নতুন বাইক, স্কুটারগুলি

এদেশের মাটিতে চলতি বছরের বিগত দুই মাসে নতুন টু-হুইলারের লঞ্চ হওয়ার ধারা এই মার্চ মাসেও অক্ষুন্ন থাকতে চলেছে। কারণ এই নতুন মাসেও বেশকিছু পেট্রোল চালিত দুই চাকার পাশাপাশি আসবে বৈদ্যুতিক মডেলও। এই প্রতিবেদনে মার্চে লঞ্চ হতে চলা আপকামিং মোটরসাইকেল ও স্কুটারের তালিকা রইল।

TVS iQube ST

ইলেকট্রিক স্কুটার এর জগতে টিভিএস এর ঝুলিতে রয়েছে কেবলমাত্র এই একটি সিরিজের মডেল। এর এন্ট্রি এবং মাঝামাঝি দামের স্কুটার দুটি অনেক আগে লঞ্চ হলেও টপ মডেল- iQube ST এর আনুষ্ঠানিক শুভ মুক্তি ঘটতে পারে এই মাসেই। গত জানুয়ারিতে দিল্লিতে আয়োজিত চলতি বছরের অটো এক্সপো ইভেন্টে এক ঝলক দর্শন পাওয়া গেছিল এর। স্কুটারটির সম্ভাব্য এক্স শোরুম মূল্য হবে ১.৩৫ লাখ টাকা।

আইকিউবের এই টপ সংস্করণটি বাহ্যিক দিক থেকে অন্য দুটি মডেলের মতো দেখতে হলেও বেশ কিছু অত্যাধুনিক বৈশিষ্ট্য রয়েছে এতে। উচু করা ফ্লাই স্ক্রিন, ৭ ইঞ্চির টাচ স্ক্রিন যুক্ত ইন্সট্রুমেন্ট কনসোল (অন্য দুটিতে ৫ ইঞ্চির টিএফটি ডিসপ্লে) দেখতে পাওয়া যাবে। এর পাশাপাশি অতিরিক্ত সক্ষমতার ব্যাটারি প্যাক এবং সামান্য অধিক শক্তিশালী বৈদ্যুতিক মোটরের দৌলতে এর সর্বোচ্চ গতিবেগ এবং রাইডিং রেঞ্জ খানিকটা উন্নত হবে। পাশাপাশি আন্ডারসিট স্টোরেজের আয়তন ৩২ মিটার যা ছোট দুটি ভ্যারিয়েন্টে ১৭ লিটার।

TVS Apache RTR 310

TVS এবং BMW Motorrad সহাবস্থানে ইতিমধ্যেই TVS এর ফেয়ারিংযুক্ত স্পোর্টস বাইক- Apache RR 310 এবং BMW এর পক্ষ থেকে নেকেড স্ট্রিট ফাইটার- G 310 R ও অ্যাডভেঞ্চার সেগমেন্টে- G 310 GS এর দেখা পেয়েছি আমরা। এমনকি গত বছরেই তাদের সবচেয়ে সস্তা স্পোর্টস বাইক হিসাবে G 310 RR লঞ্চ করেছে BMW। আর এই মাসেই লঞ্চ হতে পারে TVS Apache RTR 310

এর নাম থেকে স্পষ্ট এটি আদতে Apache RR 310 এর নেকেড সংস্করণ হিসেবে লঞ্চ হতে চলেছে এই মাসেই। আগের বাইকটির মতো এই নতুন মডেলটিতে একই ইঞ্জিন ব্যবহৃত হলেও এর বডি প্যানেলগুলি অনেকাংশেই Apache RTR 200 4V এর অনুরূপ হবে। স্মার্টফোন সংযুক্তিকরণ ফিচার যুক্ত টিএফটি কনসোল, পেটাল ডিস্ক ব্রেক, Michelin Road 5 টায়ার সমস্ত কিছুই থাকবে এতে। বাইকটির সম্ভাব্য এক্স শোরুম মূল্য হবে ২.৪৫ লাখ টাকার আশেপাশে যা G 310 R এর তুলনায় খানিকটা কম।

Honda Shine 100

একথা হয়তো অনেকেরই জানা যে Hero Splendor বাইকটির তেল সাশ্রয়ী বিশ্বস্ত ইঞ্জিনটির জন্মদাতা আদতে হোন্ডা স্বয়ং। জাপানের এই বাইক নির্মাতা এবার তাদের নিজেদের ব্র্যান্ডের ছত্রছায়ায় এমনই একটি ১০০ সিসির বাইক আনার ব্যাপারে সমস্ত আঁটঘাট বেঁধে ফেলেছে। বাইকটির টিজার বেশ কিছুদিন আগেই জনসমক্ষে এনেছিল তারা। সেই থেকে অনুমান করা যায় যে এটি তাদের জনপ্রিয় Shine সিরিজের অধীনে হতে চলেছে। আগামী ১৫ই মার্চ আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে চলেছে হোন্ডার এই ১০০ সিসির বাইক যার সম্ভাব্য মূল্য প্রায় ৬২,০০০ টাকা(এক্স শোরুম)।

KTM 390 Adventure (স্পোক হুইল ভেরিয়েন্ট)

অ্যাডভেঞ্চার বাইকের জগতে স্বনামধন্য সংস্থা KTM-র তৈরি 390 Adventure বাইকটি সব দিক থেকে সমর্থ হলেও অভাব ছিল শুধু স্পোক যুক্ত চাকার। ইতিমধ্যেই বিদেশের মাটিতে এই অ্যাডভেঞ্চার বাইকটির স্পোক যুক্ত চাকার সংস্করণের প্রদর্শন করেছে। যদিও এটি অপশনাল এক্সেসরিজ হিসাবেই মিলবে। চলতি মাসেই ভারতীয়দের হাতে আসবে এই বাইকের চাবি। এর সম্ভাব্য এক্স শোরুম মূল্য হবে ৩.৪৫ লাখ টাকা।

Royal Enfield Continental GT 650/ Interceptor 650 (আপডেটেড ভার্সন)

কিছুদিন আগেই রয়্যাল এনফিল্ড তার ৬৫০ সিসির প্লাটফর্মের উপর নির্মিত Continental GT 650 Interceptor 650 বাইক দুটির নতুন বছরের আপডেটেড মডেলেয উপর থেকে পর্দা সরিয়েছে। এতে যুক্ত হয়েছে অ্যালয় হুইল, এলইডি হেডলাইট, কালো রঙের ইঞ্জিন ও এগজস্ট পাইপ এবং নতুন ডিজাইনের সুইচ গিয়ার। ভারতে এই দুটি মডেলের সম্ভাব্য এক্স শোরুম মূল্য হবে যথাক্রমে ৩.৪৫ লাখ টাকা ও ৩.২৫ লাখ টাকা।

Triumph Street Triple R এবং RS (আপডেট)

ট্রায়াম্ফ এর বিশ্বব্যাপী জনপ্রিয় Street Triple সিরিজের বাইক দুটির নতুন আপডেটেড ভার্সন মার্চ মাসেই আসতে চলেছে ১৩৫ কোটির এই দেশে। ডেলিভারি শুরু হবে আগামী এপ্রিল থেকেই। নতুন মডেলে শক্তিশালী ইঞ্জিন, উন্নত হার্ডওয়্যার এবং আলাদা ধরনের স্টাইল স্টেটমেন্ট দেখতে পাওয়া যাবে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

9 hours ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

9 hours ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

11 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

11 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

12 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

12 hours ago