TVS Jupiter 125 নাকি Honda Activa 125, কোন স্কুটারটি আপনার জন্য সেরা হবে জেনে নিন

দেশীয় অটোমোবাইল সংস্থা TVS, Jupiter 125 স্কুটারটি সদ্যই ভারতের বাজারে লঞ্চ করেছে। আশা করা যায় Jupiter 110-এর মতো নতুন এই স্কুটারটিও মানুষের মন জয় করে…

দেশীয় অটোমোবাইল সংস্থা TVS, Jupiter 125 স্কুটারটি সদ্যই ভারতের বাজারে লঞ্চ করেছে। আশা করা যায় Jupiter 110-এর মতো নতুন এই স্কুটারটিও মানুষের মন জয় করে নেবে। ভারতে এই স্কুটারটির সাথে প্রতিদ্বন্দ্বিতা চলবে Honda Activa 125-এর। দুটি স্কুটারের দাম প্রায় একই। এই প্রতিবেদনে আমরা Jupiter 125 ও Honda Activa 125 স্কুটারের ফিচার, ইঞ্জিন ও অন্যান্য স্পেসিফিকেশনের তুলনামূলক আলোচনা করবো।

TVS Jupiter 125 ও Honda Activa 125 এর ফিচার

প্রথমে আসি টিভিএস জুপিটার ১২৫-এর ফিচারের কথায়। এর এলইডি হেড ল্যাম্পের সাথে ডেটাইম রানিং লাইটটি ইন্টিগ্রেটেড রয়েছে। এছাড়াও ডিজিটাল ডিসপ্লে সহ অ্যানালগ স্পিডোমিটার, বিজ্ঞেস্ট-ইন-সেগমেন্ট বুট, কম্বি ব্রেক্স, ৫ লিটার এর ফুয়েল ট্যাঙ্ক এবং আরো অন্যান্য ফিচারের সাথে এসেছে টু-হুইলারটি। অন্যদিকে হোন্ডা অ্যাক্টিভা ১২৫-এ রয়েছে ৫.৩ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। এছাড়া জুপিটার ১২৫-এর অন্যান্য ফিচারগুলি এতেও পাওয়া যাবে।

TVS Jupiter 125 ও Honda Activa 125 এর ইঞ্জিন

টিভিএস জুপিটার ১২৫ স্কুটারটির সিঙ্গেল সিলিন্ডার ইন্টেলি-গো (Intelli-Go) টেকনোলজির ১২৪.৫ সিসি ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ৮.৩ পিএস শক্তি এবং সর্বাধিক ১০.৫ এনএম টর্ক পাওয়া যায়। এছাড়া এর গিয়ার বক্সটি সিভিটি প্রযুক্তির সাথে এসেছে।

অন্যদিকে হোন্ডা অ্যাক্টিভা ১২৫-এর ফোর স্ট্রোক ফ্যান কুল্ড বিএস৬ ১২৫ সিসি-র ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ৮.২৯ পিএস শক্তি এবং সর্বাধিক ১০.৩ এনএম টর্ক পাওয়া যায়। এর গিয়ার বক্সটিও সিভিটি প্রযুক্তির সাথেই এসেছে। এছাড়া অ্যাক্টিভা ১২৫ স্কুটারে রয়েছে i3S প্রযুক্তি।

TVS Jupiter 125 ও Honda Activa 125 এর দাম

নয়া টিভিএস জুপিটার ১২৫ স্কুটারের দাম রাখা হয়েছে ৭৩,৪০০ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। অন্যদিকে হোন্ডা অ্যাক্টিভা ১২৫ এর এক্স-শোরুম মূল্য ৭২,৬৩৭ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন