TVS Jupiter ZX SmartXonnect: 110 সিসি স্কুটারে এই প্রথম! ভয়েস কমান্ড সহ তুখোর সব ফিচার দিয়ে নতুন জুপিটার লঞ্চ হল

TVS Jupiter (110cc) ভারতের অন্যতম বেস্ট সেলিং স্কুটার। জুপিটারের সাফল্যে অনুপ্রানিত হয়ে গত বছর এর ১২৫ সিসি সংস্করণ লঞ্চ করেছে টিভিএস। তবে বহুল-জনপ্রিয় অরিজিনাল জুপিটারকে…

TVS Jupiter (110cc) ভারতের অন্যতম বেস্ট সেলিং স্কুটার। জুপিটারের সাফল্যে অনুপ্রানিত হয়ে গত বছর এর ১২৫ সিসি সংস্করণ লঞ্চ করেছে টিভিএস। তবে বহুল-জনপ্রিয় অরিজিনাল জুপিটারকে সংস্থা একেবারেই ভুলে যায়নি। TVS তাদের Jupiter ZX ভ্যারিয়েন্ট আজ ভারতের বাজারে SmartXonnect ভার্সনে লঞ্চ করল। TVS Jupiter ZX SmartXonnect-এর মূল হাইলাইটগুলি হল ভয়েস কমান্ড ফিচার এবং স্মার্টফোন কানেক্টিভিটি, অর্থাৎ ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে স্কুটার কানেক্ট করা যাবে।

নতুন TVS Jupiter ZX-এর দাম রাখা হয়েছে ৮০,৭৯৩ টাকা (এক্স-শোরুম)৷ স্কুটারটি ম্যাট ব্ল্যাক এবং কপার ব্রাউন রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। TVS Jupiter ZX-এ এমন কিছু ফিচার রয়েছে, যা এর আগে ১১০ সিসি স্কুটারে কখনও দেখা যায়নি৷ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ভয়েস কমান্ড (ব্লুটুথ হেডফোন/হেলমেটের মাধ্যমে), নেভিগেশন অ্যাসিস্ট, এসএমএস/কল এলার্ট। বস্তুত, টিভিএস জুপিটার ১১০ সিসি সেগমেন্টের একমাত্র স্কুটার, যা উক্ত ফিচারগুলি পেয়েছে।

জুপিটারের অন্যান্য ভ্যারিয়েন্টের সাথে পৃথক করার জন্য নতুন TVS Jupiter ZX সিলভার ওক রঙের অভ্যন্তরীণ প্যানেল এবং ফ্রেশ ডিজাইনের ডুয়েল টোন সিট পেয়েছে। পেছনের যাত্রী যাতে আরাম করে বসতে পারে, পার জন্য একটি ব্যাকরেস্টও দেওয়া হয়েছে। যান্ত্রিক দিক থেকে অবশ্য এই স্কুটারে বিশেষ কোনও পরিবর্তন করা হয়নি‌।

TVS Jupiter ZX আগের মতোই দৌড়বে ১১০ সিসি ইঞ্জিনে, যা ৫.৮ কিলোওয়াট পাওয়ার এবং ৮.৮ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটি ইন্টেলিগো টেকনোলজি, আইটাচস্টার্ট, এবং একটি ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর সিস্টেমের সঙ্গে এসেছে। স্কুটারটির অন্যান্য ফিচারগুলির মধ্যে ২ লিটার গ্লভবক্স, মোবাইল চার্জার, এলইডি হেডল্যাম্প, ২১ লিটারের বুট স্টোরেজ, এবং ফ্রন্ট ডিস্ক ব্রেক উল্লেখযোগ্য‌।