নতুন দু’চাকার বৈদ্যুতিক গাড়ি আনছে TVS, পাশাপাশি TVS iQube ই-স্কুটারে আসছে আপগ্রেড

আগামী দিনে ভারতে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা বাড়বে বৈ কমবে না। তাই এখন থেকেই ব্যাটারিচালিত গাড়ির বাজার ধরার লক্ষ্যে ছক কষছে নানা সংস্থা। আই-কিউব (iQube) ইলেকট্রিক…

আগামী দিনে ভারতে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা বাড়বে বৈ কমবে না। তাই এখন থেকেই ব্যাটারিচালিত গাড়ির বাজার ধরার লক্ষ্যে ছক কষছে নানা সংস্থা। আই-কিউব (iQube) ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে ইতিমধ্যেই সে কাজে কিছুটা এগিয়ে গিয়েছে ভারতের তৃতীয় বৃহত্তম টু-হুইলার সংস্থা টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)। তা ছাড়া আগামী দু’বছরে এ দেশে একগুচ্ছ দু’চাকা ও তিন চাকার বিদ্যুতচালিত গাড়ি লঞ্চ করার পরিকল্পনা করছে সংস্থাটি।

টিভিএসের আসন্ন ইলেকট্রিক ভেহিকেলগুলির পাওয়ার আউটপুট পাঁচ থেকে ২৫ কিলোওয়াটের মধ্যে থাকবে। কারণ, ভারতে দ্রুত অগ্রসর হওয়া বৈদ্যুতিক যানবাহনের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চায় তারা।

উল্লেখ্য, বৈদ্যুতিক গাড়ির খাতে ১ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে টিভিএস৷ তবে প্রথাগত আইসি (ইন্টালনাল কম্বাশন) ইঞ্জিন চালিত গাড়ির ব্যবসায় লগ্নি জারি রাখবে তারা। কারণ, এখানে বৃদ্ধির সুযোগ দেখছে সংস্থাটি।

টিভিএস নতুন বৈদ্যুতিক যানবাহন তৈরির লক্ষ্যে পাঁচশোর বেশি ইঞ্জিনিয়ারদের নিয়ে একটি দল গঠন করেছে। আগামী দু’বছরে পর্যায়ক্রমে যাত্রীবাহি ও কমার্শিয়াল সেগমেন্টে টিভিএসের সেই কমপ্লিট রেঞ্জের ইলেকট্রিক টু-হুইলার ও থ্রি-হুইলারের আত্মপ্রকাশ ঘটবে।

এ ছাড়া আর কয়েকমাসের মধ্যেই টিভিএস তাদের আইকিউব ইলেকট্রিক স্কুটারে আপগ্রেডের ঘোষণা করবে। এটি বর্তমানে ভারতের চারটি শহরে পাওয়া যাবে। টিভিএসের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুদর্শন ভেনু জানান, “আমাদের পরিকল্পনা চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই আইকিউব মডেলটি দেশজুড়ে উপলব্ধ করা। তিনি আরও বলেন, সেপ্টেম্বরের মধ্যেই আইকিউবের প্রাপ্যতা আরও ২০টি শহরে বিস্তৃত করার পরিকল্পনা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন