TVS Raider 125: টিভিএসের জবরদস্ত বাইক এবার লঞ্চ হল লাতিন আমেরিকায়, স্কুটারের ধাঁচে সিটের নীচে স্টোরেজ রয়েছে

ভারতের সীমানা পেরিয়ে সুদূর লাতিন আমেরিকার বাজারে পাড়ি জমালো TVS Raider। ১২৫ সিসি-র এই কমিউটার বাইকে প্রিমিয়াম ফিচার সহ স্পোর্টি লুক রয়েছে। নতুন প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি বাইকটি ইতিমধ্যেই ভারত এবং নেপালের বাজারে জনপ্রিয় হয়েছে৷ ডিজাইনে চোখ টানতে ফুয়েল ট্যাঙ্কের দু’পাশে ভিন্ন রঙের দুটি স্রাউড ও ইঞ্জিন গার্ড দেওয়া হয়েছে এতে। আসুন লাতিন আমেরিকাতে লঞ্চ হওয়া TVS Raider-এর সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

ল্যাটিন আমেরিকা বাজারে টিভিএস রাইডার (TVS Raider) চারটি রঙের বিকল্পে হাজির হয়েছে – স্ট্রাইকিং রেড, ব্লেজিং ব্লু, উইকড ব্ল্যাক এবং ফিয়েরি ইয়েলো। এতে দেওয়া হয়েছে ডিআরএল এলইডি হেডলাইট, স্প্লিট সিট, পিলিয়ন গ্র্যাব রেল, ইউএসবি চার্জার পোর্ট। এটি আবার দুটি ড্রাইভিং মোড সহ হাজির হয়েছে – ইকো এবং পাওয়ার। সবচাইতে আকর্ষণীয় বিষয় হল, স্কুটারের অনুকরণে বাইকটির পিছনের সিটের নিচে একটি ছোট্ট স্টোরেজ সেকশন রয়েছে, যার মধ্যে প্রয়োজনীয় নথিপত্র রাখা যাবে৷

টিভিএস রাইডার ১২৫-এর ১২৪.৮ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, থ্রি ভালভ ইঞ্জিনটি থেকে ৭,৫০০ আরপিএম গতিতে ১১.২ বিএইচপি শক্তি এবং ৬,০০০ আরপিএম গতিতে ১১.২ এনএম টর্ক পাওয়া যাবে। ৫-স্পিড গিয়ার রাখা হয়েছে এতে। সামনে টেলিস্কোপিক ফোর্ক এবং পেছনে মোনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। অন্যদিকে বাইকটির সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেকের দেখা মিলবে। আবার স্ট্যান্ডার্ড ফিচারের মধ্যে আছে কম্বি ব্রেকিং সিস্টেম।

টিভিএস রাইডার আন্তর্জাতিক বাজারে লঞ্চের প্রসঙ্গে সংস্থার সভাপতি (আন্তর্জাতিক ব্যবসা) আর দিলীপ (R Dilip) মন্তব্য করেছেন, “লাতিন আমেরিকা টিভিএসের কাছে একটি গুরুত্বপূর্ণ বাজার। এখানে আমাদের প্রোডাক্টগুলি বরাবর প্রশংসা পেয়ে এসেছে। নতুন প্রজন্মের মন জিততে কলম্বিয়া, গুয়েতেমালা, হন্ডুরাস ও নিকারাগুয়ার বাজারে ১২৫ সিসির রাইডার বাইক লঞ্চ করতে পেরে আমরা ভীষণ খুশি।”