TVS Ronin: চোখ জুড়ানো বাইক লঞ্চ করল টিভিএস, দুর্ধর্ষ ফিচার, সঙ্গে দারুণ পারফরম্যান্স, এত কিছু সব দেড় লাখের কমে

আজ জাঁকজমকপূর্ণ ভাবে ভারতের বাজারে পা রাখলো স্ক্র্যাম্বলার স্টাইলের বাইক TVS Ronin। নিও-রেট্রো ডিজাইনের এরকম বাইক সংস্থার ইতিহাসে প্রথম। মোট তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে এটি – বেস, বেস+ ও মিড। বাইকটির দাম শুরু হচ্ছে ১.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। স্ক্র্যাম্বলারের সাথে এতে ক্যাফে রেসার ডিজাইনও প্রত্যক্ষ করা গিয়েছে। বলার অপেক্ষা রাখে না, TVS Ronin লঞ্চের মাধ্যমে টিভিএসের বিচরণ ক্ষেত্রে যুক্ত হল একটি নয়া সেগমেন্ট। এতদিন পর্যন্ত পারফরম্যান্সের দুনিয়ায় সংস্থার Apache রেঞ্জের বাইকগুলি বাজার কাঁপিয়ে এসেছে। তবে এবার Romin-এর হাত ধরে নতুন সেগমেন্টে পা রাখল তারা। TVS Ronin-এর ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

TVS Ronin ফিচার্স

টিভিএস রনিন সিঙ্গেল, ডুয়েল ও ট্রিপল টোন থিমে মোট ছটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে। ডুয়েল চ্যানেল এবিএস সহ এসেছে এটি। আছে রেন ও আরবান রাইডিং মোডে । Ronin-এর নতুন মডেলে এলইডি ডিআরএল সহ একটি এলইডি হেডল্যাম্প, হাইব্রিড প্রযুক্তি যুক্ত রিয়ার ব্রেক লাইট, চওড়া সামনের চাকা সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য চোখে পড়েছে। এছাড়া রয়েছে ১৭ ইঞ্চি মাল্টি স্পোক অ্যালয় হুইল, ডুয়েল পারপাস টায়ার, SHOWA ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং পেছনে সিঙ্গেল গ্যাস চার্জড মোনোশক।

অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে ইন্টেলিজেন্ট ইলেকট্রনিক আর্কিটেকচার যুক্ত গোলাকৃতি ডিজিটাল মনোপড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। টার্ন-বাই-টার্ন নেভিগেশন সহ টিভিএস SmartXonnect কানেক্টিভিটির দ্বারা বাইকটি স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা যাবে। ইন্সট্রুমেন্ট কনসোল থেকে কল রিসিভ করা যাবে আবার রাইড মোড পাল্টানো যাবে। এছাড়া সেখানে লো ফুয়েল অ্যালার্ট, ফোন ব্যাটারি অ্যালার্ট, টার্ন সিগনাল, সাইড স্ট্যান্ড ওয়ার্নিং সহ বিভিন্ন তথ্য ভেসে উঠবে। ভয়েস অ্যাসিস্ট্যান্ট সুবিধা সহ এতে উপস্থিত সেগমেন্টের প্রথম ইন্টিগ্রেটেড স্টার্টার এবং ইউএসবি স্মার্ট চার্জার।

TVS Ronin ইঞ্জিন, প্রতিদ্বন্দ্বী ও দাম

লঞ্চের আগের রিপোর্টের দাবির মতই একটি ২২৫.৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সহ এসেছে। যা থেকে সর্বোচ্চ ৭,৭৫০ আরপিএম গতিতে ২০ বিএইচপি শক্তি এবং ৩,৭৫০ আরপিএম গতিতে ১৯.৯৩ এনএম টর্ক উৎপন্ন হবে। সংস্থার দাবি বাইকটি ঘন্টায় সর্বোচ্চ ১২০ কিমি গতি তুলতে সক্ষম। বাইটিতে দেওয়া হয়েছে একটি অ্যাসিস্ট ও স্লিপ ক্লাচ, বৃহত্তর অয়েল কুলার, O3C প্রযুক্তি। বাজারে Yezdi Scrambler, Royal Enfield Hunter 350, Yamaha FZ-X ও Honda CB350 RS -এর সাথে জোরদার প্রতিযোগিতা চলবে TVS Ronin-এর। বেস, বেস+ ও মিড ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১,৪৯,০০০ টাকা, ১,৫৬,৫০০ টাকা ও ১,৬৮,৭৫০ টাকা (এক্স-শোরুম)।