TVS Ronin বনাম Yamaha FZ 25: টিভিএসের নয়া মডেল নাকি ইয়ামাহার জনপ্রিয় 250cc বাইক, কে এগিয়ে স্পেসিফিকেশনে

প্রযুক্তি সমৃদ্ধ টু-হুইলার তৈরির জন্য বরাবরই প্রশংসিত দেশীয় টু-হুইলার নির্মাতা টিভিএস মোটর (TVS Motor)। সংস্থাটি তাদের গ্রাহকদের Apache রেঞ্জের বাইকগুলি দিয়ে বুঁদ করে রাখে। নিজেদের বিচরণ ক্ষেত্র বাড়াতে সম্প্রতি Ronin-এর হাত ধরে স্ক্র্যাম্বলার গোত্রে যাত্রা শুরু করেছে টিভিএস। তবে সংস্থার দাবি স্ক্র্যাম্বলারের পাশাপাশি TVS Ronin ক্যাফে রেসার গোত্রেরও আওতাধীন। স্পেসিফিকেশনের দিক থেকে বাইকটি Yamaha FZ 25-এর সাথে সরাসরি সংঘাতে জড়িয়েছে। এই প্রতিবেদনে বাইক দুটির স্পেসিফিকেশনগুলির তুলনামুলক আলোচনা রইল।

Yamaha FZ 25 ও TVS Ronin-র স্পেসিফিকেশন

নতুন Yamaha FZ 25-এ উপস্থিত একটি ২৪৯ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ইঞ্জিন। যা থেকে ৮,০০০ আরপিএম গতিতে ২০.৫ বিএইচপি শক্তি এবং ৬,০০০ আরপিএম গতিতে ২০.১ এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৫-স্পিড গিয়ার বক্স। অন্য দিকে, TVS Ronin-এ রয়েছে একটি ২২৫.৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুল্ড ইঞ্জিন।

৫-স্পিড ট্রান্সমিশন যুক্ত ওই ইঞ্জিন থেকে ৭,৭৫০ আরপিএম গতিতে ২০.১ বিএইচপি পাওয়ার এবং ৩,৭৫০ আরপিএম গতিতে ১৯.৯ এনএম টর্ক পাওয়া যাবে। অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ সহ এসেছে বাইকটি। এছাড়া TVS Ronin-এর ওজন (কার্ব) ১৬০ কেজি। যেখানে Yamaha FZ 25-এর ওজন ১৫৩ কেজি। আবার দুটি মডেলেই রয়েছে ১৪ লিটার ফুয়েল ট্যাঙ্ক ও মাটি থেকে সিটের উচ্চতা ৭৯৫ মিমি।

Yamaha FZ 25-তে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং একটি প্রিলোড অ্যাডজাস্টেবল রিয়ার মোনোশক। সামনে ও পেছনে যথাক্রমে ২৮২ মিমি ও ২২০ মিমি ডিস্ক ব্রেক আছে। উপরন্তু এতে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস (অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম)। অপরদিকে, Showa চালিত ৪১ মিমি ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং ৭-স্টেপ অ্যাডজাস্টেবল প্রিলোড রিয়ার মোনোশক সহ এসেছে TVS Ronin। ব্রেকিংয়ের জন্য সামনে ও পেছনে রয়েছে যথাক্রমে ৩০০ মিমি ও ২৪০ মিমি ডিস্ক ব্রেক। টপ স্পেক ভ্যারিয়েন্টে উপস্থিত ডুয়েল চ্যানেল এবিএস এবং রেইন ও আরবান মোড। SS ও DS ভ্যারিয়েন্টে সিঙ্গেল চ্যানেল এবিএস উপলব্ধ।