Twitter: টুইটারে ব্লু টিক চাইলে ভারতীয়দের আমেরিকার থেকেও বেশি খরচ হবে

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Twitter কেনার পর ইলন মাস্ক ঘোষণা করেছিলেন যে ব্লু টিক ভেরিফিকেশনের (Blue Tick Verification) জন্য, ইউজারদের এখন থেকে প্রতি মাসে অর্থ প্রদান করতে হবে এবং তাদের টুইটার ব্লু সাবস্ক্রাইব করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই পরিষেবার জন্য দিতে হবে ৮ ডলার। ভারতেও এই পরিষেবা চালু করা হয়েছে। তবে সমস্যা হল, ভারতে টুইটার ব্লু টিক-এর জন্য ব্যবহারকারীদের প্রতি মাসে ৮ ডলারের বেশি খরচ করতে হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রে টুইটার ব্লু সাবস্ক্রিপশন চালু হওয়ার একদিন পরে, ভারতে এই সম্পর্কিত একটি প্রম্পট কিছু ব্যবহারকারী দেখতে পেয়েছে। রিপোর্ট অনুযায়ী, আইওএস অ্যাপ স্টোরে টুইটার ব্লু সম্পর্কিত প্রম্পটটি ভারতীয় ব্যবহারকারীরা দেখতে পাচ্ছে। এই ব্যবহারকারীদের প্রতি মাসে টুইটার ব্লু সাবস্ক্রিপশনের জন্য ৭১৯ টাকা খরচ করতে হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ, ভেরিফিকেশন টিক-এর জন্য ভারতীয় ইউজারদের প্রতি মাসে ৭১৯ টাকা দিতে হবে এবং তা না করলে তাঁদের অ্যাকাউন্টের পাশে ভেরিফিকেশন টিক তুলে দেওয়া হবে।

Twitter Blue Tick এর জন্য ভারতে ৮ ডলারের বেশি খরচ হবে

ইলন মাস্ক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, টুইটার ব্লু সাবস্ক্রিপশন নিতে চাইলে প্রতি মাসে ৮ ডলার খরচ করতে হবে। তবে বিশ্ব বাজারে যেখানে ব্যবহারকারীদের ৮ ডলার দিতে হবে, সেখানে ভারতে এর জন্য নির্ধারিত মূল্য ৮ ডলারের বেশি। করণ ৮ ডলার কে ভারতীয় টাকায় পরিবর্তন করলে প্রায় ৬৪৫ টাকা হয়। কিন্তু ভারতে টুইটার ব্লু সাবস্ক্রিপশনের দাম রাখা হয়েছে ৭১৯ টাকা, যা ৮.৯১ ডলারের সমান। অর্থাৎ ভারতীয় ইউজারদের ব্লু টিক-এর জন্য ০.৯১ ডলার বা প্রায় ৭৩ টাকা বেশি দিতে হবে।

যদিও এর আগে ইলন মাস্ক বলেছিলেন যে ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশে টুইটার ব্লু সাবস্ক্রিপশন চার্জ কম রাখা হবে। কিন্তু বাস্তবে তার উল্টোটাই দেখা যাচ্ছে। যদিও সংস্থার তরফে এখনও ভারতে তাদের পরিষেবার দাম জানানো হয়নি। কেবল কিছু ইউজারের ভিত্তিতে ৭১৯ টাকা চার্জ করা হবে বলে ধরে নেওয়া হচ্ছে।