রিচার্জ করলে উঠে আসবে পকেটমানি, হবে বাড়তি রোজগারও; Airtel, Vi-এর এই সার্ভিসগুলির কথা জানেন?

একটা বয়সের পর হাতখরচের জন্য আর বাবা-মায়ের দ্বারস্থ হতে মন চায় না। তখন প্রত্যেকেই ছোটখাটো কিছু কাজ করে অন্ততপক্ষে পকেটমানি জোগাড় করে নেওয়ার চেষ্টা করেন। সেক্ষেত্রে জানেন কি এই কাজের জন্য বর্তমান সময়ে মার্কেটে উপলব্ধ সবচেয়ে সহজ উপায়টি হল রিচার্জ করা। হ্যাঁ, এখন দেশের প্রত্যেকটি বেসরকারি টেলিকম সংস্থাই গ্রাহকদের মোবাইল নম্বর রিচার্জ করে অতিরিক্ত অর্থ উপার্জনের সুযোগ দিচ্ছে। ফলে পকেটমানি উসুল করার পাশাপাশি রোজগেরে মানুষরাও এখন বাড়তি টাকা আয়ের জন্য এই পন্থা অবলম্বন করছেন। সত্যি কথা বলতে গেলে, ঘরে বসে অতি অনায়াসেই টাকা রোজগারের জন্য এই পদ্ধতিটি এককথায় অনবদ্য।

আমরা প্রায় সকলেই জানি, জিওপজ লাইট (JioPOS Lite) অ্যাপের মাধ্যমে রিলায়েন্স জিও (Reliance Jio) কোম্পানি ব্যবহারকারীদের অর্থ উপার্জনের সুযোগ দেয়। মুকেশ আম্বানির মালিকানাধীন টেলিকম সংস্থার এই বিশেষ সার্ভিসকে কাজে লাগিয়ে কোনো জিও নম্বরে রিচার্জ করলেই ৪.১৬ শতাংশ কমিশন পেয়ে যান ইউজাররা। তবে বাকিরাও কিন্তু পিছিয়ে নেই, জিওর মতো বর্তমানে ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) বা ভিআই (Vi)-এর ‘রিচার্জফরগুড’ (RechargeforGood) এবং এয়ারটেল (Airtel)-এর ‘সুপারহিরো’ (Superhero) সার্ভিস রয়েছে, যা ব্যবহারকারীদের অর্থ উপার্জনের সুযোগ করে দিচ্ছে। এখানে গ্রাহকদের রিচার্জ করার এবং বিনিময়ে ক্যাশব্যাক পাওয়ার সুবিধা রয়েছে। এই প্রতিবেদনে আমরা ভিআই এবং এয়ারটেলের এই সার্ভিস দুটি সম্পর্কেই আপনাদেরকে একটু বিশদে জানাতে চলেছি।

Airtel Superhero সার্ভিস

এয়ারটেলের সুপারহিরো হল এয়ারটেল থ্যাঙ্কস (Airtel Thanks) অ্যাপের একটি বিশেষ ফিচার। এই পরিষেবার আওতায় গ্রাহকরা কোনো এয়ারটেল নম্বর রিচার্জ করলে ৪ শতাংশ ছাড় পান। অর্থাৎ সহজভাবে বললে, ১০০ টাকার রিচার্জ করলে আপনাকে ৯৬ টাকা পেমেন্ট করতে হবে, আর ৪ টাকা বাড়তি রোজগার হিসেবে ঢুকবে আপনার পকেটে। এই পরিষেবাটি ব্যবহার করতে হলে ইউজারদের এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটি ওপেন করে তাতে লগ ইন করতে হবে। এরপর হোমপেজে থাকা এয়ারটেল ‘আর্ন ফ্রম হোম’ (Earn from Home) ব্যানারে প্রেস করতে হবে। তারপরে একটি পপ-আপ আসবে এবং তখন এনরোল (Enroll)-এ ক্লিক করতে হবে। আর সফলভাবে এনরোলমেন্ট পর্ব সম্পন্ন হয়ে গেলেই কেল্লাফতে! এরপর যত খুশি রিচার্জ করে ঘরে বসেই উপার্জন করা চালিয়ে যেতে পারবেন ইউজাররা।

এই পরিষেবাটির অন্যতম একটি সুবিধা হল, সংস্থাটি ব্যবহারকারীদের অ্যাকাউন্টে ছাড়ের পরিমাণটি অ্যাড করে না। বরঞ্চ, এয়ারটেল তাদের মেইন পেজে ডিসকাউন্ট প্ল্যানগুলি শো করে। আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি যে, জিওপজ লাইট অ্যাপের ক্ষেত্রে ইউজারদেরকে আগে নিজস্ব অ্যাকাউন্টে টাকা লোড করে নিতে হয়, এরপর রিচার্জ করার সময় ইউজারদের অ্যাকাউন্ট থেকে সমপরিমাণ টাকাটি কেটে নেয় সংস্থা। তবে এয়ারটেলের এই সার্ভিসের ক্ষেত্রে কিন্তু গ্রাহকদের অ্যাকাউন্টে ব্যালেন্স রাখার কোনো দরকার নেই। ইউজাররা অতি অনায়াসে ক্রেডিট/ডেবিট কার্ড, ইউপিআই, নেট ব্যাংকিং, পেটিএম, অ্যামাজন পে-এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

Vodafone Idea RechargeforGood সার্ভিস

ভোডাফোন আইডিয়াও অনুরূপ একটি সার্ভিস চালু করেছে, যেখানে তারা গ্রাহকদের ৬ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সহ অন্যদের মোবাইল নম্বর রিচার্জ করার সুবিধা প্রদান করছে। এই রিচার্জগুলি মাইভোডাফোন (MyVodafone) অ্যাপ বা মাইআইডিয়া (MyIdea) অ্যাপের মাধ্যমে করা যেতে পারে। কিন্তু রিলায়েন্স জিও এবং এয়ারটেলের মতো গ্রাহকরা এতে সরাসরি আর্থিক সুবিধা (ডাইরেক্ট মনেটারি বেনিফিট) পাবেন না। বদলে ভিআই-এর এই পরিষেবায় গ্রাহকদের ডিসকাউন্ট কুপন প্রদান করা হয়, যেটি তারা পরবর্তী রিচার্জের সময় কাজে লাগাতে পারবেন।