বড় চমক রেডমির! একটি নয়, Redmi K40 সিরিজে থাকবে দুটি স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের ফোন
মিড রেঞ্জে আসা K সিরিজ Redmi স্মার্টফোন প্রেমীদের কাছে যথেষ্ট জনপ্রিয়। তবে এবছর ফ্যানদের জন্য নতুন চমক অপেক্ষা করছে।...মিড রেঞ্জে আসা K সিরিজ Redmi স্মার্টফোন প্রেমীদের কাছে যথেষ্ট জনপ্রিয়। তবে এবছর ফ্যানদের জন্য নতুন চমক অপেক্ষা করছে। কারণ ফেব্রুয়ারি তে লঞ্চ হতে চলে Redmi K40 সিরিজের একটি নয়, বরং দুটি ফোনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। এই দুই ফোনের নাম হতে পারে Redmi K40 Pro এবং Redmi K40 Zoom Edition। আবার স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে আমরা মিডিয়াটেকের ডাইমেনসিটি ১২০০ বা ২০০০ প্রসেসর দেখতে পারি।
রেডমি প্রোডাক্ট ডিরেক্টর, Wang Teng Thomas চীনের মাইক্রোব্লগিং সাইট উইবো তে একটি পোস্ট করে জানিয়েছেন, তারা রেডমি কে৪০ সিরিজের দুটি ফোনে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করার কথা ভাবছে। যদিও তিনি কোন দুটি ফোনে এই প্রসেসর ব্যবহার করা হবে তা জানান নি। তবে একটু পিছন ঘুরলেই আমরা দেখবো গতবছরে লঞ্চ হওয়া Redmi K30 Pro এবং Redmi K30 Pro Zoom edition -এ স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ছিল। সেক্ষেত্রে এবছরও কোম্পানি একই পরিকল্পনা গ্রহণ করতে পারে।
কিছুদিন আগে শাওমির জেনারেল ম্যানেজার Redmi K40 সিরিজের টিজার পোস্ট করেছিলেন। তিনি জানিয়েছিলেন, এই সিরিজে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর থাকবে। আবার এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের OLED ডিসপ্লে দেওয়া হবে। এছাড়াও এই সিরিজের ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৪,০০০ এমএএইচ এর বেশি হবে। সেক্ষত্রে আমরা অনুমান করেছিলাম যে ফোনগুলি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে।
Redmi K40 সিরিজের লঞ্চ ডেট ও দাম
শাওমি জেনারেল নিশ্চিত করেছেন রেডমি কে৪০ সিরিজ আগামী ফেব্রুয়ারিতেই চীনের বাজারে চলে আসবে। যদিও তিনি নির্দিষ্ট করে কোনো লঞ্চ ডেট জানান নি। আবার এই সিরিজের স্ট্যান্ডার্ড মডেলের দাম ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৪,০০০ টাকা) হবে বলেও তিনি স্পষ্ট করেছেন।