Number Location: অচেনা নম্বর থেকে কল আসছে? লোকেশন ও নাম জেনে নিন এভাবে

বর্তমান ডিজিটাল যুগে মার্কেটে একাধিক চমকপ্রদ অ্যাপ উপলব্ধ রয়েছে, যেগুলির দৌলতে ফোনের এলসিডিতে ভেসে ওঠা যে-কোনো অচেনা ফোন নম্বরের তত্ত্বতালাশ এক নিমেষেই খুঁজে বের করা সম্ভব

আপনাকে কি কেউ অজানা নম্বর থেকে বার বার ফোন করে বিরক্ত করছে? কিংবা কোনো অচেনা কণ্ঠস্বরের দিনরাত জ্বালাতনে আপনার ঘুম উধাও হয়েছে? অথবা মাঝেমধ্যেই কি কেউ হাড়হিম গলায় নানা ভয়ঙ্কর হুমকিতে আপনাকে ব্যতিব্যস্ত করে তুলেছে? সেক্ষেত্রে বলি, চিন্তার কোনো কারণ নেই। বর্তমান ডিজিটাল যুগে মার্কেটে একাধিক চমকপ্রদ অ্যাপ উপলব্ধ রয়েছে, যেগুলির দৌলতে ফোনের এলসিডিতে ভেসে ওঠা যে-কোনো অচেনা ফোন নম্বরের তত্ত্বতালাশ এক নিমেষেই খুঁজে বের করা সম্ভব। চলতি সময়ে আপনার ফোনে যদি এই ধরনের কোনো অ্যাপ মজুত থাকে, তাহলে কোনো অচেনা নম্বর থেকে আপনার ডিভাইসে ফোন আসলে তৎক্ষণাৎ অ্যাপটি গোয়েন্দার ভূমিকায় অবতীর্ণ হয়ে অপর প্রান্তে কে রয়েছে, তা আপনাকে চটজলদি জানিয়ে দেবে। চলুন, এরকম চারটি অত্যন্ত কার্যকরী অ্যাপ সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

Truecaller:

চলতি সময়ে এই অ্যাপটির নাম শোনেননি, এমন মানুষের দেখা মেলা প্রায় দুষ্কর বললেই চলে। ভুয়ো কলের হাত থেকে রেহাই পেতে বর্তমানে অনেকেই এই অ্যাপ ব্যবহার করেন। এটির সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে কোনো নম্বরের মালিকের সম্পর্কে জানতে পারা যায়। ফলে কোনো অজানা নম্বর থেকে ফোন এলে কলটি কে করছেন, তা অতি অনায়াসে জেনে ফেলতে সক্ষম হন ইউজাররা। এছাড়াও, ব্যবহারকারীদের সুবিধার্থে উক্ত অ্যাপটিতে আরও একাধিক কার্যকর ফিচার মজুত রয়েছে।

Phone Tracker By Number:

এই অ্যাপ্লিকেশনটি একটি নির্ভুল জিপিএস ট্র্যাকার। ফলে বিশেষত কিশোর-কিশোরী কিংবা তার চাইতেও কম বয়সীদেরকে ট্র্যাক করতে অভিভাবকরা এই অ্যাপটি অতি অনায়াসে ব্যবহার করতে পারেন। এটির সাহায্যে কোনো ব্যক্তির ফোন নম্বর ট্র্যাক করে তার অবস্থান খুব সহজেই জেনে ফেলা যায়।

Mobile Number Location App:

এই অ্যাপের মাধ্যমে যে-কোনো ফোন নম্বরের লোকেশন খুব সহজেই জেনে ফেলা সম্ভব। সেইসাথে নির্ভুল কলার আইডি সম্পর্কিত তথ্য জানতেও এই অ্যাপটি ইউজারদেরকে বেশ ভালোরকমভাবে সহায়তা করে। এছাড়া, কাস্টমাইজেবল স্ক্রিন ফোন কল এবং মোবাইল নম্বর লোকেশনের মতো কার্যকর ফিচারও এতে মজুত রয়েছে।

Find my Phone – Family Locator:

এটি একটি ফ্যামিলি লোকেটার ট্র্যাকার, যা ব্যবহারকারীদেরকে জিপিএসের মাধ্যমে কোনো ফোনকে ট্র্যাক করতে সহায়তা করে। তবে উল্লেখ্য যে, এই অ্যাপের মাধ্যমে জিপিএস লোকেশন তখনই শেয়ার করা হবে, যখন পরিবারের সবাই একমত হবেন।