U&i আনল নয়া ব্লুটুথ নেকব্যান্ড ইয়ারফোন Prime Shuffle 3, কিনবেন নাকি

দেশীয় অ্যাক্সেসরিজ ব্র্যান্ড U&i তাদের ইয়ারফোনের পোর্টফোলিওকে আরো সম্প্রসারিত করতে সম্প্রতি U&i Prime Shuffle 3 নামে একটি নতুন ব্লুটুথ নেকব্যান্ড ইয়ারফোন লঞ্চ করলো। বাজেট রেঞ্জের এই হেডফোনটি ইজি পাওয়ার কন্ট্রোল, সুপার ফাস্ট চার্জিং এবং আরো বেশ কয়েকটি উন্নততর ফিচারের সাথে এসেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক U&i Prime Shuffle 3 এর দাম, ও ফিচার।

U&i Prime Shuffle 3 দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে নয়া প্রাইম সাফল ৩-এর দাম ধার্য হয়েছে ২,৬৯৯ টাকা। স্পেশাল অফারে ক্রেতারা এখন ৪৯৯ টাকা ছাড়ে এটি কিনতে পারবেন। এই নেকব্যান্ড ইয়ারফোনের সাথে পাওয়া যাবে ১২ মাসের ওয়্যারেন্টি। আর আগ্রহীদের জানিয়ে রাখি, এটিকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও যেকোনো শীর্ষস্থানীয় ই-কমার্স ওয়েবসাইটগুলি থেকে কিনে নেওয়া যাবে।

U&i Prime Shuffle 3-এর ফিচার

নয়া নেকব্যান্ড ইয়ারফোনের ফিচারের বিষয়ে বলতে গেলে, এর ট্রান্সমিশন রেঞ্জ ১০ মিটার এবং এতে ব্লুটুথ (ভার্সন ৫.০) সাপোর্ট করে। একইসাথে ব্যবহারকারীরা দুটি ডিভাইসের সাথে ইয়ারফোনটি কানেক্ট করতে পারবেন। এতে ম্যাগনেটিক ইয়ারবাড উপলব্ধ।

এরপর আসা যাক এর ব্যাটারি লাইফের প্রসঙ্গে। এতে রয়েছে ১৫০ এমএইচ ব্যাটারি। সংস্থার দাবি, এটি ১৫ ঘণ্টা পর্যন্ত প্লেটাইম এবং ২০ ঘন্টা পর্যন্ত টকিং টাইম অফার করবে। এছাড়া এই ইয়ারফোন কে যদি অব্যবহৃত অবস্থায় রেখে দেওয়া হয় তাহলে এটি ৪০০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে।

নয়া U&i Prime Shuffle 3 নেকব্যান্ড ইয়ারফোন মাইক্রো ইউএসবি টাইপ এ চার্জারের মাধ্যমে চার্জ দিতে ৩০ মিনিট সময় লাগবে। সংস্থাটি আরো জানিয়েছে, মাত্র ১০ মিনিট চার্জেই এটি ব্যবহারকারীকে ৫ ঘন্টা পর্যন্ত প্লেটাইম সরবরাহ করবে।

এখানে বলে রাখি, এর আগে সংস্থাটি Canvas এবং Perfect নেকব্যান্ড সিরিজের আরও দুটি ব্লুটুথ নেকব্যান্ড ইয়ারফোন লঞ্চ করেছিল, যেগুলির দাম যথাক্রমে ২,৪৯৯ টাকা এবং ২,৬৯৯ টাকা। এই নেকব্যান্ড দুটির সাথেও ক্রেতারা পান ১২ মাসের ওয়্যারেন্টি।