Uber: জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে ক্যাবের ভাড়া ১২ শতাংশ বাড়ানোর ঘোষণা করল উবের

দেশের প্রায় সকল প্রকার পণ্যের মূল্য বৃদ্ধিতে পেট্রল-ডিজেলের সবসময়ই বড় ভূমিকা থাকে। কারণ জ্বালানির দাম বাড়লে পরিবহণের খরচও বেড়ে যায়। ফলে মহার্ঘ্য হয় খাদ্যপণ্য, প্রয়োজনীয়…

দেশের প্রায় সকল প্রকার পণ্যের মূল্য বৃদ্ধিতে পেট্রল-ডিজেলের সবসময়ই বড় ভূমিকা থাকে। কারণ জ্বালানির দাম বাড়লে পরিবহণের খরচও বেড়ে যায়। ফলে মহার্ঘ্য হয় খাদ্যপণ্য, প্রয়োজনীয় সামগ্রী থেকে যাতায়াতের খরচ। বেড়ে যায় অটো-বাস ভাড়া। ঠিক তেমনই এবার রাজধানী দিল্লিতে অ্যাপ ক্যাব জায়ান্ট উবের (Uber) ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করল। যার প্রধান কারণ হিসেবে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধিকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।

উবের জানিয়েছে, তাদের চালকদের উপর মূল্যবৃদ্ধির বোঝা হালকা করতেই এবার দিল্লি-এনসিআরে সফরের ভাড়া ১২% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে গত সপ্তাহে জ্বালানির দাম ক্রমাগত চড়ার ফলে ভাড়া বাড়ানোর দবিতে চালকরা প্রতিবাদ জানান। যে কারণে মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে উপনীত হয় ক্যাব পরিষেবা প্রদানকারী উবের। এই প্রসঙ্গে সংস্থার ভারত এবং দক্ষিণ এশিয়ার কেন্দ্রীয় কার্যকরী প্রধান নিতিশ ভূষণের প্রতিক্রিয়া, “আমরা চালকদের দাবি-দাওয়ার বিষয়টি উপলব্ধি করেছি যে বর্তমানে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়াই এর একমাত্র কারণ। চালকদের কাঁধ থেকে তেলের মূল্যবৃদ্ধির প্রভাব লাঘব করতে দিল্লি-এনসিআরে ১২% ভাড়া বাড়িয়েছে উবের।”

ভূষণ আগাম জানিয়ে রাখেন, পেট্রল-ডিজেলের দামের উপর নজর রেখে আগামীতে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা। অর্থাৎ জ্বালানির দাম যদি আরও চড়ে তবে ভবিষ্যতে ফের বাড়ানো হতে পারে উবেরের ভাড়া। উল্লেখ্য, এই একই কারণে মুম্বইয়ে উবের যাত্রার খরচ ১৫% বাড়িয়েছে। ফলে মুম্বাইবাসীদের পর এবার দিল্লির নাগরিকদেরও উবেরে চাপতে হলে গুনতে হবে অতিরিক্ত কড়ি।

চালকদের ইউনিয়নের চাপে পড়ে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত

গত সপ্তাহের শুক্রবার উবেরের চালকরা একত্রিত ভাবে দিল্লির যন্তর মন্তরের সামনে অবস্থান বিক্ষোভ করেন। তাঁদের এই প্রতিবাদকে সমর্থন জানায় একাধিক ট্যাক্সি ইউনিয়ন, যেমন দিল্লি ট্যাক্সি, সর্বদয়া ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এক্সপার্ট ড্রাইভার সলিউশন, ওলা (Ola)-র চালক সহ আরও একাধিক সংগঠন।

এদিকে বর্তমানে দিল্লিতে এক লিটার পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৫.৪১ টাকা ও ৯৬.৬৭ টাকা। মুম্বইয়ে আজকে পেট্রল ও ডিজেলের দর যথাক্রমে ১২০.৫১ টাকা ও ১০৪.৭৭ টাকা। কলকাতায় এক লিটার পেট্রল ও ডিজেল কিনতে দিতে হবে ১১৫.১২ টাকা ও ৯৯.৮৩ টাকা। আবার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সিএনজি-র দাম। বর্তমানে দিল্লিতে ১ কেজি সিএনজি কিনতে লাগে ৭০ টাকা।