Ultaviolette F77: ভারতের দ্রুততম ইলেকট্রিক বাইক রাস্তায় নামতে তৈরি, লঞ্চ এই মাসে

Ultaviolette Automotive, বেঙ্গালুরুর এই স্টার্টআপ সংস্থাটির সাথে আমরা পরিচিত হয়েছিলাম ২০১৯ সালের নভেম্বরে। F77 নামে একটি ইলেকট্রিক মোটরসাইকেলের কনসেপ্ট মডেল উন্মোচন করে রাতারাতি চর্চার কেন্দ্রে…

Ultaviolette Automotive, বেঙ্গালুরুর এই স্টার্টআপ সংস্থাটির সাথে আমরা পরিচিত হয়েছিলাম ২০১৯ সালের নভেম্বরে। F77 নামে একটি ইলেকট্রিক মোটরসাইকেলের কনসেপ্ট মডেল উন্মোচন করে রাতারাতি চর্চার কেন্দ্রে চলে আসে তারা। কারণ পারফরম্যান্সের উপর গুরুত্ব দিয়ে ভারতে এর আগে কখনও কেউ বৈদ্যুতিক মোটরসাইকেল আনার সাহস দেখায়নি। ভিন্ন পথে হেঁটে সেই কাজটাই করে দেখিয়েছিল সংস্থাটি। ভারতের প্রথম পারফরম্যান্স-কেন্দ্রিক ইলেকট্রিক মোটরসাইকেলের তকমা পায় Ultaviolette F77। প্রটোটাইপ মডেলের টেস্ট রাইড করে সন্তোষপ্রকাশ করেছিল দেশের জনপ্রিয় অটো নিউজ পোর্টালগুলির পর্যালোচকরা। এহেন বহু প্রত্যাশিত ইলেকট্রিক মোটরসাইকেল গ্রাহকদের হাতে কবে উঠবে, তা জানতে উৎসুক ছিলাম আমরাও। অবশেষে আজ সুখবরটা জানানো হল সংস্থার তরফে। Ultaviolette F77-এর প্রোডাকশন মডেলের আত্মপ্রকাশ ঘটবে শীঘ্রই৷ কেবল সময়ের অপেক্ষা মাত্র।

Ultaviolette Automotive-এর নতুন কারখানা

বেঙ্গালুরুর ইলেকট্রনিক্স সিটিতে ৭০ হাজার স্কোয়ার ফিট জমির উপর নতুন কারখানা তৈরি করছে আল্ট্রাভায়োলেট অটোমোটিভ। ২০২২-এর প্রথম ত্রৈমাসিক থেকে এফ৭৭ ইলেকট্রিক মোটরসাইকেলটির উৎপাদন চালু করার ব্যাপারে আশাবাদী তারা। আগামী মার্চের মধ্যে আল্ট্রাভায়োলেট এফ৭৭ দেশের বাজারে পা রাখবে। এই বছরের শেষের দিকে চালু হবে অগ্রিম বুকিং।

প্রথম বছরে প্রায় ১৫ হাজার ইলেকট্রিক মোটরসাইকেল তৈরি হবে এই কারখানায়। চাহিদা অনুযায়ী পরে বছরে ১ লক্ষ ২০ হাজার ইউনিট উৎপাদনের লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা হবে। আগামী পাঁচ বছর ৫০০ জনের কর্মসংস্থান হবে এই কারখানায়। যাঁরা বর্তমানে ইলেকট্রিক মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং ও অ্যাসেম্বলির প্রশিক্ষণ নিচ্ছেন।

Ultaviolette F77-এর ডেলিভারি পিছনোর কারণ

২০২০-এর অক্টোবর থেকেই আল্ট্রাভায়োলেট এফ৭৭-এর ডেলিভারি করার পরিকল্পনা ছিল সংস্থা। কিন্তু করোনাভাইরাসের জন্য কাজ ব্যহত হওয়ার কারণে ডেলিভারি প্ল্যান পিছিয়ে দিতে বাধ্য হয় তারা। তবে সেটা শাপে বর হয়েছে সংস্থার কাছে৷ গোটা দেশ যখন লকডাউনে ঘরবন্দী। তখন নিঃশব্দে আল্ট্রাভায়োলেট এফ৭৭-এর স্পেসিফিকেশন ও ফিচার উন্নত করার কাজে নিয়োজিত থেকেছে কোম্পানির ইঞ্জিনিয়াররা।

২০১৯-এর মডেলের চেয়ে এখন Ultaviolette F77-এ প্রচুর ফারাক

২০১৯ সালে দেখানো আল্ট্রাভায়োলেট এফ৭৭-এর প্রোটোটাইপ মডেলের তুলনায় সামগ্রিকভাবে ভাল পারফরম্যান্স ও রাইডিং ডাইনামিক্স অফার করার জন্য চেসিস, কন্ট্রোল ইউনিট, ইনস্ট্রুমেন্ট প্যানেল, এবং ব্যাটারির উপর কাজ করেছে সংস্থা। মেক-ইন-ইন্ডিয়া স্বপ্নের এক আদর্শ বাস্তবায়নও ঘটবে আল্ট্রাভায়োলেট এফ৭৭-এর হাত ধরে। কারণ বাইকটির ৯০ শতাংশ যন্ত্রাংশ স্থানীয় বাজার থেকে আমদানি করা হয়েছে।

Ultaviolette F77-এর চাহিদা

চেহারায় আভিজাত্যের ছোঁয়া, পরিবেশবান্ধব, পারফরম্যান্সের দিক থেকে পেট্রোল চালিত স্পোর্টস বাইককে টেক্কা দেওয়ার ক্ষমতা, স্টাইলিশ লুক – মার্কেটে হিট হওয়ার মতো সমস্ত বৈশিষ্ট্য রয়েছে আল্ট্রাভায়োলেট এফ৭৭-এর মধ্যে। ভারত ও বিদেশের বাজার থেকে ৪০ হাজারের বেশি মানুষ বাইকটির বুকিংয়ে আগ্রহ দেখিয়েছে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।

Ultaviolette F77-এর স্পেসিফিকেশন ও ফিচার

আল্ট্রাভায়োলেট এফ৭৭ হবে ভারতের প্রথম পারফরম্যান্স-কেন্দ্রিক ইলেকট্রিক মোটরসাইকেল। এর সর্বোচ্চ গতি ১৪০ কিমি প্রতি ঘন্টা। ০-১০০ কিমি/ঘন্টা গতি তুলতে সময় লাগে ৭.৫ সেকেন্ড৷ একবার চার্জ দিলে পাড়ি দিতে পারে ১৫০ কিলোমিটারের উপরে পথ। বেশি মাইলেজের আরেকটি নতুন ভ্যারিয়েন্ট নিয়েও কাজ চলছে। কিন্তু এ ব্যাপারে বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই। স্ট্যান্ডার্ড চার্জারের সাহায্যে আল্ট্রাভায়োলেট এফ৭৭-এর ব্যাটারি ফুল চার্জ করতে ৫ ঘন্টা সময় নেয়। আবার ব্যাটারিটি ফাস্ট চার্জারের মাধ্যমে ৫০ মিনিটের মধ্যে ৮০ শতাংশ ও ৯০ মিনিটের মধ্যে ফুল চার্জ করা যায়।

লাইটনিং, শ্যাডো, এবং লেজার ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে আল্ট্রাভায়োলেট এফ৭৭৷ প্রতিটি মডেলে থাকবে ব্রাশলেস ডিসি মোটর। এর আউটপুট ৩৩.৫ এচপি ও টর্ক ৪৫০ এনএম। তবে প্রোডাকশন রেডি মডেলে পাওয়ার ও টর্কের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। ইকো, স্পোর্ট, ও ইনসেন মোডে চালানো যাবে এই বাইক৷ ওটিএ আপডেট, রিজেনারেটিং ব্রেকিং, বাইক ট্র্যাকিং, রাইড ডায়াগনস্টিং, এবং ব্লুটুথ কানেক্টিভিটি সহ টাচস্ক্রিন ডিসপ্লের সঙ্গে আসবে আল্ট্রাভায়োলেট এফ৭৭।

স্টিল ট্রেলিস ফ্রেমের উপর তৈরি হয়েছে বাইকটি। এর সামনে ইনভার্টেড কার্টিজ টাইপের ফোর্কস ও পিছনে প্রি-লোডেড অ্যাডজাস্টেবল শক অ্যাবজর্ভার রয়েছে। ব্রেকিং ডিউটির জন্য আছে ফোর পিস্টন ক্যালিপার-সহ ৩২০ মিমি ফ্রন্ট ডিক্স ও সিঙ্গেল পিস্টন ক্যালিপার-সহ ২৩০ মিমি ডিস্ক। স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস।

Ultaviolette F77 দাম (প্রত্যাশিত)

আল্ট্রাভায়োলেট এফ৭৭-এর দাম শুরু হতে পারে ৩ লক্ষ টাকা থেকে৷ তবে কেন্দ্র ও রাজ্য সরকারের ভর্তুকি (ফেম-২) ধরলে দাম কিছুটা নেমে আসবে বলে আশা করা যায়.

এন্ট্রি-লেভেল স্পোর্টস মোটরসাইকেল সেগমেন্টে Ultaviolette F77 তার প্রতিপক্ষ হিসেবে TVS Apache RR 310 ও KTM RC 390-কে পাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন