চোখ ধাঁধানো স্টাইলের ইলেকট্রিক বাইক, আসছে Ultraviolatte Automotive F77

বেঙ্গালুরু বেসড হাই পারফরম্যান্স ইলেকট্রিক টু-হুইলার স্টার্ট-আপ Ultraviolatte Automotive আগামী বছরেই সংস্থার প্রথম বৈদ্যুতিন স্পোর্টস বাইক Ultraviolatte Automotive F77 লঞ্চ করবে। প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে বাইকটি সংস্থার রিসার্চ এবং ডেভলপমেন্ট প্রোজেক্টের অংশ ছিল। এরপর বাইকটির প্রি-প্রোডাকশান প্রটোটাইপ গত বছরের নভেম্বরে প্রদর্শন করা হয়। বাইকটি এবছরই বাণিজ্যিকভাবে লঞ্চ হওয়ার কথা ছিল, তবে কোভিড-১৯ কারনে সেটি পিছিয়ে যায়। বাইকটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া হবে F77 Airstrike, F77 Shadow এবং F77 Laser৷ বাইকগুলির অন-রোড দাম থাকবে ৩.০০-৩.২৫ লক্ষ টাকার মধ্যে। বাইকটি এখন প্রি-বুকিংও করা যাচ্ছে।

Ultraviolatte Automotive F77 স্পেসিফিকেশন:

এফ৭৭ বাইকটি ২৫ কিলোওয়াটের (৩৩.৫ হর্সপাওয়ার) পিএমএসএম (পারমানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটর) দ্বারা পরিচালিত। মোটরটির ৩৩.৫ হর্স পাওয়ার এবং ৯০ ন্যানোমিটারের টর্ক আউটপুট রয়েছে। বাইকটির সর্বোচ্চ গতিবেগ ১৪৭ কিমি এবং এটি মাত্র ৭.৫ সেকেন্ডেই ০-১০০ কিমি/ঘন্টা গতি এক্সেরেলেট করতে পারে। বাইকটিতে রিমুভেবল লিথিয়াম-আয়ন ব্যাটারির তিনটি ইউনিট দেওয়া হয়েছে। যার ক্যাপাসিটি ৪.২ কিলোওয়াট/ঘন্টা। ব্যাটারি স্টান্ডার্ড চার্জ হতে ৫ ঘন্টা এবং অপরদিকে ফাস্ট চার্জিং হতে সময় নেয় ১.৫ ঘন্টা। এসি এবং ডিসি উভয়ই চার্জিংয়ের জন্য এতে সিসিএস টাইপ -২ চার্জিং পোর্ট রাখা রয়েছে। Ultraviolatte Automotive দাবী করেছে, F77 সিঙ্গেল চার্জে ১৩০-১৫০ কিমি দূরত্ব অতিক্রম করতে পারবে।

বাইকটি ওটিএ আপগ্রেড, রিমোট ডায়াগনস্টিকস, রাইড টেলিম্যাটিক্স ও রাইড অ্যানালিটিক্স, রিজেনারেটিভ ব্রেকিং, বাইক ট্র্যাকিং এবং তিন ধরনের রাইড মোড, যেমন-ইকো মোড, নর্মাল মোড এবং ইনসেন মোড সিলেক্ট করার সুবিধার সাথে আসবে।

এছাড়া বাইকটির প্রধান ফিচারের মধ্যে আছে, ডুয়াল চ্যানেল এবিএস, ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মনোশোক, ফোর জি এলটিই কানেক্টিভিটি, জিওফেন্সিং। এছাড়া বাইকটির রক্ষণাবেক্ষণ এবং ডায়াগনস্টিকস বিশ্লেষণ করতে সক্ষম একাধিক অনবোর্ড সেন্সর আছে।

সম্প্রতি TVS Motors, Ultraviolatte Automotive এ ৩০ কোটি টাকা বিনিয়োগ করেছে। যার পরে Ultraviolatte Automotive কোম্পানিতে টিভিএস এর অংশীদারিত্বের পরিমান ২৫.৭৬ শতাংশ থেকে বেড়ে ২৯.৪৮ শতাংশ হয়েছে৷

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Recent Posts

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

1 hour ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

1 hour ago

Airtel: বন্যায় বিপর্যস্ত গ্রাহকদের জন্য বিনামূল্যে কল ও ডেটা পরিষেবার ঘোষণা এয়ারটেলের

Airtel উত্তর-পূর্ব ভারতের প্রিপেড গ্রাহকদের জন্য বিনামূল্যে কল ও ডেটা পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে।…

2 hours ago

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

2 hours ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

2 hours ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

3 hours ago