UMIDIGI বাজারে আনল দুটি নতুন 5G স্মার্টফোন, ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার সাথে রয়েছে ৮ জিবি র‌্যাম

স্মার্টফোন বাজারে চীনা কোম্পানির রমরমা এমনিতে অনেকটাই বেশি। ভারতসহ বিশ্বের বড় বড় বাজারগুলিতে দাপটের সাথে ব্যবসা করছে Xiaomi, Realme, Infinix বা Vivo-র মত ব্র্যান্ডগুলি। সেক্ষেত্রে এবার এই সমস্ত কোম্পানির সাথে পাল্লা দিতে BISON GT2 (বিসন জিটি২) সিরিজের অধীনে দু-দুটি ফোন লঞ্চ করল UMIDIGI (ইউএমআইডিআইজিআই) ব্র্যান্ড। এই ‘অপরিচিত’ চীনা সংস্থাটি BISON GT2 5G (বিসন জিটি২ ৫জি) এবং এবং BISON GT2 Pro 5G (বিসন জিটি২ প্রো ৫জি) নামের দুটি মডেল চালু করেছে, ফেব্রুয়ারির শেষে এগুলির বিক্রি শুরু হবে। আসুন এই BISON GT2 5G এবং GT2 Pro 5G ফোনের স্পেসিফিকেশন এবং দাম জেনে নিই।

BISON GT2 5G স্মার্টফোন সিরিজের স্পেসিফিকেশন

ইউএমআইডিআইজিআই বিসন জিটি২ সিরিজের দুটি স্মার্টফোনেই ৬.৫ ইঞ্চি ফুলএইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং অ্যাসপেক্ট রেশিও হল ২০:৯৷ সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনদুটিতে ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা রিয়ার সেটআপ বর্তমান, যার মধ্যে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার বিদ্যমান।

হার্ডওয়্যার ফ্রন্টে বিসন জিটি২ ফোনের দুটি মডেলেই মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ ৫জি প্রসেসর দেখা যাবে। এর সাথে আছে ৮ জিবি র‌্যাম, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ (স্ট্যান্ডার্ড বিসন জিটি২ ৫জি মডেলে ১২৮ জিবি স্টোরেজ) এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৬,১৫০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ।

BISON GT2 5G স্মার্টফোন সিরিজের দাম, উপলব্ধতা

দামের কথা বললে, বিসন জিটি২ ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি মডেলের মূল্য পড়বে ২৯৯.৯৯ ডলার (প্রায় ২২,৫০০ টাকা)। অন্যদিকে প্রো মডেলটি ৩৩৯.৯৯ ডলার (প্রায় ২৫,৫১৪ টাকা)-র বিনিময়ে কেনা যাবে। আগামী ২১শে ফেব্রুয়ারি, ফোনগুলি বিশ্বব্যাপী বিক্রির জন্য উপলব্ধ হবে।