কেন্দ্রীয় বাজেটে লক্ষ্মীলাভ BSNL-এর! রাষ্ট্রায়ত্ত টেলকোর জন্য কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করল সরকার

সোমবার থেকে শুরু হওয়া ২০২২ সালের কেন্দ্রীয় বাজেটে এবার বড় প্রাপ্তির মুখ দেখলো বিএসএনএল (BSNL)! প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই অর্থবর্ষে (২০২২-২০২৩) সরকার বিএসএনএলের জন্য ৪৪,৭২০ কোটি টাকা বরাদ্দ করেছে যা সংস্থাটিকে আরো একবার ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। উল্লেখ্য, বেসরকারি টেলকোগুলি উন্নত 5G নেটওয়ার্ক লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেলেও, BSNL এখনো সেই 3G পরিষেবা সরবরাহেই আটকে রয়েছে। যদিও সম্প্রতি রাষ্ট্রায়ত্ত সংস্থাটি বেশ তোড়জোড় শুরু করেছে যাতে চলতি বছরেই তারা দেশব্যাপী নিজস্ব 4G পরিষেবার সূচনা করতে পারে। তবে দেশব্যাপী 4G রোলআউটের জন্য বিএসএনএলের হাজার হাজার কোটি টাকার প্রয়োজন। সেজন্য দীর্ঘদিন ধরেই সংস্থাটি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন-অনুরোধ পেশ করে চলেছে। সেক্ষেত্রে এই কেন্দ্রীয় বাজেটে তারই সুফল মিলল বলে টেলিকম দুনিয়া মনে করছে।

বাজেটে লক্ষ্মীলাভ – যে সমস্ত খাতে হবে খরচ

কেন্দ্রীয় বাজেট অনুযায়ী, এই অর্থবর্ষে ৪৪,৭২০ কোটি টাকার যে বিপুল অঙ্ক সরকার বিএসএনএলের হাতে তুলে দিতে চলেছে তার মধ্যে থেকে একটা বড় অংশ দেশীয় টেলকোর ৪জি নেটওয়ার্কের উত্তরণের কাজে লাগবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, সারা দেশে ৪জি পরিষেবা সরবরাহের জন্য বিএসএনএল তাদের প্রায় ৯০,০০০ সাইট আপগ্রেড করার পরিকল্পনা নিয়েছে। মোট দুই ধাপে এই আপগ্রেডেশনের কাজ সম্পন্ন হবে। সেক্ষেত্রে ৪জি পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি স্পেক্ট্রাম কেনার ক্ষেত্রেও বিএসএনএল বাজেটে বরাদ্দকৃত অর্থ খরচ করতে পারবে। এছাড়া প্রযুক্তিগত ঘাটতি পূরণের জন্যেও বড় অঙ্কের আর্থিক খরচ দরকার পড়বে বলে মনে করা হচ্ছে।

শুধুমাত্র এটুকুই নয়, বিএসএনএলের সঙ্কটমোচনের জন্য সরকার বাড়তি ৭,৪৪৩.৫৭ কোটি টাকা বরাদ্দ করেছে। ভলান্টারি রিটায়েরমেন্ট স্কীম বা ভিআরএসের (VRS) আওতায় রাষ্ট্রায়ত্ত সংস্থাটি এই টাকা খরচ করতে পারবে। তবে খবর রয়েছে, বিএসএনএল ছাড়াও এমটিএনএল (MTNL) সংস্থার ক্ষেত্রেও আলোচ্য স্কীম লাগু হতে চলেছে।

BSNL-এর সোনায় সোহাগা অবস্থা!

বলে রাখি, এবারের বাজেট থেকে বিএসএনএল একইসাথে আরো ৩,৫৫০ কোটি টাকা পেতে চলেছে। স্পেক্ট্রাম মূল্য পরিশোধের সময় জিএসটি খরচ হিসেবে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত টেলকোর হাতে এই টাকা তুলে দেবে বলে বাজেট-নথিতে উল্লেখ করা হয়েছে। যদিও এসবের পরেও, BSNL, সঙ্কটের সার্বিক অবস্থা থেকে মুক্তি পাবে কিনা তা আগামী সময়েই জানা যাবে।