ইনস্টাগ্রামে বন্ধুত্বের জাল বিছিয়ে মহিলার ৩২ লক্ষ টাকা আত্মসাৎ বিদেশী বন্ধুর

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো নাম ব্যবহার করে খোলা ফেক অ্যাকাউন্টকে কাজে লাগিয়ে লোক ঠকানোর ঘটনা আমাদের কাছে নতুন কিছু নয়। সোশ্যাল মিডিয়ার আগমনের পর থেকেই মুহুর্মুহু আমরা খবরে এই ধরনের ঘটনার কথা শুনতে পাই, যা আজও অব্যাহত রয়েছে। সম্প্রতি একইভাবে প্রতারণার শিকার হলেন উত্তরপ্রদেশের এক মহিলা। পুলিশের তরফে জানানো হয়েছে যে, উত্তরপ্রদেশের এক মহিলাকে প্রতারিত করে তার কাছ থেকে ৩২ লক্ষেরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন এক ব্যক্তি, যার সাথে ওই মহিলা Instagram-এ বন্ধুত্ব করেছিলেন এবং যিনি নিজেকে যুক্তরাজ্যের (UK) বাসিন্দা বলে পরিচয় দিয়েছিলেন।

রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশের রায়বরেলি জেলায় বসবাসকারী ওই মহিলার অভিযোগের ভিত্তিতে সম্প্রতি এই কেলেঙ্কারির কথা প্রকাশ্যে আসে। গত সেপ্টেম্বরে ইনস্টাগ্রামে ওই মহিলার সঙ্গে ব্যক্তিটির যোগাযোগ হয় এবং তিনি নিজেকে যুক্তরাজ্যের বাসিন্দা “হ্যারি” বলে পরিচয় দেন। তারপর দুজনের মধ্যে ফোন নম্বর আদানপ্রদান এবং সোশ্যাল মিডিয়ায় নিয়মিত কথাবার্তা শুরু হয়।

সম্প্রতি উত্তরপ্রদেশের ওই মহিলা অন্য এক অপরিচিত মহিলার কাছ থেকে Whatsapp-এর মাধ্যমে একটি ফোন পান। তিনি তাকে জানান যে, যুক্তরাজ্যে থেকে দিল্লিতে তার জন্য একটি উপহারের বাক্স এবং কিছু UK কারেন্সি এসেছে, যার মূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা। তবে এই উপহারটি সংগ্রহ করার জন্য তাকে অনলাইনে বেশ কয়েকটি কিস্তিতে একটি প্রসেসিং ফি দিতে হবে।

একথা জানার পর ওই মহিলাও সহজ-সরল মনে বন্ধুত্বের বিশ্বাসে উপহার লাভের আশায় অনলাইনে একাধিক কিস্তিতে প্রায় ৩২ লক্ষ টাকা জমা দেন। কিন্তু টাকা দেওয়ার পরও অন্য দিক থেকে কোনোরকম প্রতিক্রিয়া না আসায় তিনি সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখতে সোজা দিল্লিতে পৌঁছান এবং সেখানে গিয়ে জানতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। তারপর রায়বরেলিতে ফিরে এসে তিনি থানায় গিয়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ দায়ের করেন।

ঘটনা প্রসঙ্গে রায়বরেলির পুলিশ সুপার শ্লোক কুমার (Shlok Kumar) জানিয়েছেন যে, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং সাইবার সেল এই মামলার তদন্ত করছে। পাশাপাশি অপরাধীদের খুঁজে বের করার এবং অনলাইনে প্রতারিত অর্থ ভিক্টিমের কাছ থেকে ফিরিয়ে আনার চেষ্টাও চলছে। এর সাথে সাথে তিনি আপামর জনগণকে লাভজনক অনলাইন অফার এবং স্কিমের ফাঁদে পড়ার হাত থেকে সতর্ক থাকার আর্জি জানিয়েছেন, পাশাপাশি নিরাপদ ও সুরক্ষিত থাকতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কারোর সম্পর্কে পুরোপুরিভাবে না জেনে তার সাথে বন্ধুত্ব না করার পরামর্শও দিয়েছেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন