নতুন Royal Enfield Scram থেকে আপডেটেড KTM RC 390, ফেব্রুয়ারিতে এই পাঁচটি বাইক ভারতে লঞ্চ হতে পারে

Tork-এর প্রথম ইলেকট্রিক বাইকের লঞ্চ বলুন কিংবা তিন তিনটি মোটরসাইকেল নিয়ে Yezdi-র দেশের বাজারে প্রত্যাবর্তন, ২০২২-এর জানুয়ারি দু’চাকা গাড়ির জগতে কিছু স্মরণীয় মুহূর্ত উপহার দিয়ে গিয়েছে৷ এদিকে চলতি মাসও লঞ্চের মাপকাঠিতে হতাশ করবে না৷ অ্যাডভেঞ্চার, স্পোর্টস, স্ক্র্যাম্বলার সেগমেন্টে ফেব্রুয়ারিতে একাধিক নতুন বাইক ভারতের বাজারে পা রাখার কথা৷ আজকের প্রতিবেদনে তেমনই পাঁচটি মডেল নিয়ে আলোচনা রইল৷ উল্লেখ্য, প্রস্তুতকারী সংস্থার থেকে নিশ্চিতবার্তা না মিললেও নিম্নোক্ত মোটরসাইকেলগুলি চলতি মাসে লঞ্চ হওয়ার প্রবল সম্ভাবনা৷

Royal Enfield Scram 411

গত বছর দেশের সড়কে Royal Enfield Scram এর টেস্টিং চলাকালীন তোলা একাধিক ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে এসেছে৷ মোটরসাইকেলটি ফেব্রুয়ারিতে লঞ্চ হবে বলেই খবর৷ এটি Royal Enfield Himalayan-এর সাশ্রয়ী ভার্সন হিসেবে আসতে চলেছে৷

2022 KTM RC 390

সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে 2022 KTM RC 390-এর টিজার ভিডিও প্রকাশ করে ভারতে লঞ্চের ব্যাপারে নিশ্চিতবার্তা দিয়েছে কেটিএম। যদিও দিনক্ষণ জানানো হয়নি৷ আপডেটেড ভার্সনটি কারিগরি ও ডিজাইনের দিক থেকে গুরুত্বপূর্ণ আপগ্ৰেডের সাথে আসবে৷ উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে নতুন 2022 KTM RC 390 প্রথম সামনে এসেছিল, গ্লোবাল মার্কেটের জন্য৷

2022 KTM 390 Adventure

অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য 2022 KTM 390 Adventure বাইকটি ডিসেম্বরে উন্মোচিত হয়েছিল৷ 2022 RC 390 ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইকের সাথে ফেব্রুয়ারিতে এই অ্যাডভেঞ্চার বাইক এ দেশে পা রাখতে পারে৷

Ducati Scrambler 1100 Tribute Pro

জানুয়ারি থেকে Scrambler 1100-র বুকিং নেওয়া শুরু করেছে Ducati। সে ক্ষেত্রে এটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতের বাজারে লঞ্চ হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। চমৎকার রেট্রো কালার স্কিম, স্পোক হুইল এবং ব্লক প্যাটার্নের টায়ারের দেখা মিলবে এতে। অন্যদিকে এতে স্ট্যান্ডার্ড Scrambler 1100 মডেলটির মতো একইরকম মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স ফিচার পাওয়া যাবে৷

2022 Kawasaki versys 650

গত বছরের নভেম্বরে ইতালির মিলানে অনুষ্ঠিত EICMA 2021 ইভেন্টে আপডেটেড Kawasaki versys 650 প্রদর্শন করা হয়েছিল৷ এটি চলতি মাসে ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে পারে৷ নতুন ফিচারের সংযোজনে অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকটি আগের তুলনায় আরও ধারালো হয়েছে৷ এর ফলে ৬৫০ সিসি এডিভি সেগমেন্টে 2022 Kawasaki versys 650 প্রতিদ্বন্দ্বীদের বেগ দেবে বলেই ধারণা৷