আইফোনের পর এবার প্রথমবার ভারতে চিপ তৈরি করবে Tata Group, এই রাজ্যে বিনিয়োগ করছে 40 হাজার কোটি টাকা

খুব শীঘ্রই আসামে কারখানা তৈরী জন্য কেন্দ্রের তরফ থেকে চূড়ান্ত অনুমোদন পেতে পারে Tata Group

টাটা গ্রুপ (Tata Group) হালফিলে এদেশে অবস্থিত উইস্ট্রনের (Wistron) কারখানা অধিগ্রহণ করেছে। পাশাপাশি সংস্থাটি আসামে একটি নতুন চিপ তৈরির কারখানা স্থাপনের পরিকল্পনা করছে। এর জন্য Tata Group ইতিমধ্যেই প্রায় ৪০,০০০ কোটি টাকার একটি প্রস্তাবও জমা দিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে৷ মোদী সরকারের তরফ থেকে একবার অনুমোদন পেলেই বাদবাকি প্রক্রিয়াকরণ সম্পন্ন করা হবে। প্রসঙ্গত কয়েকদিন আগেই, টাটা গ্ৰুপ তামিলনাড়ুতে একটি আইফোন কারখানা তৈরি করতে অগ্রসর হচ্ছে এমন খবর সামনে এসেছিল। আবার আজ আসামে চিপ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরির কথা সামনে এলো। ফলে মনে হচ্ছে Tata Group আইফোন তৈরির ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনার সাথে এগোচ্ছে।

এদিকে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) একটি অনুষ্ঠান চলাকালীন টাটা গ্ৰুপের এই প্রস্তাবের কথা প্রকাশ্যে আনেন। এই বিষয়ে তার মন্তব্য – “আমাদের রাজ্যের জন্য একটা খুব ভালো খবর আছে। টাটা ইলেকট্রনিক্স লিমিটেড জাগিরোডে একটি ইলেকট্রনিক সেন্টার স্থাপনের জন্য আবেদন জমা দিয়েছে।” তিনি আরও বলেছেন যে – এই উদ্দেশ্যে রতন টাটা পরিচালিত এই সংস্থা “প্রায় ৪০,০০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব জমা দিয়েছে ভারত সরকারের কাছে।”

খুব শীঘ্রই আসামে কারখানা তৈরী জন্য কেন্দ্রের তরফ থেকে চূড়ান্ত অনুমোদন পেতে পারে Tata Group

হিমন্ত বিশ্ব শর্মার বিবৃতি অনুসারে, টাটা গ্রুপ সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং প্যাকেজিং প্ল্যান্ট নিয়ে রাজ্য সরকারের সঙ্গে প্রাথমিক আলোচনা পর্ব ইতিমধ্যে সম্পন্ন করেছে। ধারবাহিকভাবে চলা বৈঠকের আলোচনায় সন্তুষ্ট হওয়ার পরই তারা চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রের কাছে আবেদন জমা দিয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, টাটা গ্রুপ সম্প্রতি তাদের চিপ প্ল্যান্টে কাজ করার জন্য ১,০০০ জনকে প্রশিক্ষণ দেওয়ার আর্জি জানিয়ে রাজ্য সরকারের সাথে যোগাযোগ করেছে। ফলে সবকিছু ঠিকঠাক থাকলে, আসাম রাজ্যে একটি বড় বিনিয়োগ হতে পারে, যা শিল্পায়নের জন্য একটি ইতিবাচক পরিবেশ তৈরি করবে বলে আশা রাখছেন হিমন্ত মহাশয়।

কেন্দ্রীয় সরকার আগামী এক বা দুই মাসের মধ্যে টাটা গ্ৰুপকে কারখানা নির্মাণের জন্য চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলেও মনে করছেন আসামের মুখ্যমন্ত্রী।

আইফোন উৎপাদন নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ব্যস্ত Tata Group

বর্তমানে আইফোন নির্মাণের জন্য চীনের উপর নির্ভরতা কমাতে বিশেষ উদ্যত অ্যাপল। ফলে বিকল্প ম্যানুফ্যাকচারিং ল্যান্ড হিসাবে টেক জায়ান্টটি ভারতকে বেছে নিয়েছে। এদেশে ইতিমধ্যে ফক্সকন একাধিক প্রোডাকশন হাব নির্মাণ করেছে। সাথে উইস্ট্রনও এতদিন আইফোন তৈরীর কাজে অ্যাপলকে সাহায্য করতো। কিন্তু সম্প্ৰতি টাটা গ্ৰুপ উইস্ট্রনের কারখানা অধিগ্রহণ করে। এমনকি জানা যাচ্ছে, সংস্থাটি দক্ষিণ তামিলনাড়ুর হোসুর শহরে আরেকটি নয়া কারখানা নির্মাণ করতে চাইছে। এই প্ল্যান্টে প্রায় ২০ টি অ্যাসেম্বলি লাইন থাকবে এবং দুই বছরের মধ্যে ৫০,০০০জন কর্মী নিয়োগ করা হবে বলে দাবি করা হচ্ছে। সংস্থাটি এই সাইট আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে চালু করার লক্ষ্য নিয়েছে। আবার আসামের চিপ ম্যানুফাকচারিং প্ল্যান্ট নির্মাণের অনুমোদন পেয়ে গেলে, টাটা গ্ৰুপ এদেশের মাটিতে একটা আদর্শ সেমি-কন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তুলতে পারবে, যার চেষ্টায় কেন্দ্রীয় সরকারও আছে। অতএব একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে, রতন টাটা ভারতের বৃহত্তম আইফোন অ্যাসেম্বলি প্ল্যান্টগুলির মধ্যে একটি হওয়ার উদ্দেশ্যেই যাবতীয় সিদ্ধান্ত নিচ্ছে।