Upcoming Smartphones in December: ডিসেম্বরে বাজারে আসছে এই পাঁচটি ফিচারে ঠাসা স্মার্টফোন

বছর শেষ হতে চললেও, শেষ হচ্ছে না নিত্যনতুন স্মার্টফোন লঞ্চ হওয়ার কার্যক্রম। বিগত তিনটি কোয়ার্টার জুড়ে অগুনিত স্মার্টফোন ধারাবাহিক ভাবে বাজারে এসেছে। ব্যতিক্রম নয় চতুর্থ কোয়ার্টারও। এই ত্রৈমাসিকেও একাধিক স্মার্টফোনের উপর থেকে পর্দা সরানো হয়েছে। এছাড়া ডিসেম্বর মাসেও বেশ কয়েকটি 4G ও 5G কানেক্টিভিটির ফিচারে ঠাসা স্মার্টফোন, ভারত তথা বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। যার মধ্যে, Xiaomi 12, OnePlus 9RT, Moto G200, Moto G51 5G এবং Micromax In Note 1 Pro অন্তর্ভুক্ত। উল্লেখিত ৫টি আপকামিং স্মার্টফোন সম্পর্কে আসুন জেনে নেওয়া যাক।

২০২১ সালের ডিসেম্বরে আসন্ন স্মার্টফোনের তালিকা (List of upcoming smartphones in December 2021)

Xiaomi 12: ভারত সহ বিশ্ব-বাজারে শাওমি ব্র্যান্ডের স্মার্টফোনের চাহিদা উত্তরোত্তর বাড়তেই থাকছে। আর তাই ফ্যানদের অত্যাধুনিক ফিচারের স্বাদ দিতে সংস্থাটি আগামী ২৮ ডিসেম্বর শাওমি ১২ নামের আরেকটি নয়া হ্যান্ডসেট লঞ্চ করতে পারে। স্মার্টফোনটি, প্রথমে চীনে লঞ্চ হবে এবং ২০২২ সালে বিশ্বব্যাপী উপলব্ধ হবে। জল্পনা থাকলেও, সম্প্রতি ফাঁস হওয়া রিপোর্ট অনুসারে, এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেনার ১ প্রসেসর সহ আসবে না। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর দেওয়া হবে। এছাড়া, ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টও পাওয়া যাবে শাওমি ১২ স্মার্টফোনে। এই ফোনের সাথে শাওমি ১২এক্স-ও বাজারে আসতে পারে।

OnePlus 9RT: ওয়ানপ্লাস তাদের এই লেটেস্ট স্মার্টফোনটি সম্প্রতি ঘরেলু বাজারে লঞ্চ করেছিল। সেক্ষেত্রে, অনুমান করা হচ্ছে ভারতে এটি আগামী মাসেই আত্মপ্রকাশ করতে পারে। ফিচার ও স্পেসিফিকেশনের কথা বললে, ওয়ানপ্লাস ৯আরটি স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে প্যানেল, ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট পাওয়া যাবে।

Moto G200: মোটোরোলার এই স্মার্টফোনটি বিগত বেশ কিছুদিন যাবৎ টেকপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে আছে। সম্প্রতি গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে এই মডেলটি। আগামী মাসে মোটো জি২০০ ভারতীয় বাজারে পা রাখতে পারে বলে খবর। মোটোরোলার এই স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসর দ্বারা চালবে। এছাড়া, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি রয়েছে।

Moto G51 5G: Lenovo মালিকাধীন মোটোরোলা সংস্থার আরেকটি ডিভাইসের নাম হল মোটো জি৫১ ৫জি, যা ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হতে পারে। এটি G-সিরিজের প্রথম ৫জি কানেক্টিভিটির স্মার্টফোন রূপে গ্লোবাল মার্কেটে ইতিমধ্যেই আত্মপ্রকাশ করেছে এবং এখন ভারতে আসছে। এদেশে ফোনটির দাম ২০,০০০ টাকার নিচে থাকার দাবি করা হয়েছে। এই স্মার্টফোনে আছে স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস প্রসেসর, ৬.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

Micromax In Note 1 Pro: মাইক্রোম্যাক্স ইন নোট ১ প্রো স্মার্টফোনটি আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরে লঞ্চের মুখ দেখবে। ফাঁস হওয়া খবর অনুসারে, ইন-নোট সিরিজের এই ফোন মিডিয়াটেক হেলিও জি৯০ প্রসেসর সহ আসবে। এতে ৪ জিবি র‌্যাম দেওয়া হবে। আর অপারেটিং সিস্টেম হিসাবে উক্ত স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১০ এর সাপোর্ট পাওয়া যাবে।