Xiaomi 11T Pro থেকে Moto Tab G70, চলতি সপ্তাহে ভারতে আসছে এই তিনটি স্মার্টফোন ও ট্যাবলেট

দেশ-বিদেশের নামিদামি টেক সংস্থাগুলি গ্রাহক-বেসকে আকর্ষিত করতে প্রতিনিয়তই নিত্যনতুন গ্যাজেট লঞ্চ করে যাচ্ছে। ২০২২ সালের প্রথম সপ্তাহেই আমরা বেশ কয়েকটি উল্লেখযোগ্য ডিভাইসকে ভারতের বাজারে পা রাখতে দেখেছি। এই তালিকায় – Vivo V23 সিরিজ, Oneplus 10 Pro, Samsung Galaxy S21 FE 5G এর মতো স্মার্টফোন সহ নানাবিধ ক্যাটাগরির ডিভাইস সামিল ছিল। তবে, লঞ্চের কার্যক্রম এখানেই স্থগিত হয়ে যাচ্ছে না। পুরো জানুয়ারি মাস জুড়েই ভারতে একাধিক প্রোডাক্ট নিয়ে আসার ঘোষণা করেছে Xiaomi, Tecno ও Motorola সংস্থা। আজ আমরা এই প্রতিবেদনে সেই সকল স্মার্টফোন ও ট্যাবলেটের প্রসঙ্গে আলোচনা করবো যেগুলি চলতি সপ্তাহে আত্মপ্রকাশ করবে।

চলতি সপ্তাহে আসন্ন স্মার্টফোন ও ট্যাবলেটের তালিকা

Xiaomi 11T Pro : শাওমি ১১টি প্রো স্মার্টফোনে দেখা যাবে একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফাস্ট পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে ফোনে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ কাস্টম স্কিন পাওয়া যাবে। স্টোরেজ ক্যাপাসিটি সম্পর্কে নিশ্চিত ভাবে জানা না গেলেও, LPDDR5 র‌্যাম এবং UFS 3.1 রম বর্তমান থাকবে ডিভাইসে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। এগুলি হল, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ৫ মেগাপিক্সেল সেন্সর। একই সঙ্গে, ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষণীয়। সাউন্ড সিস্টেম হিসাবে এতে ডলবি অ্যাটমস সমর্থিত হারমন কার্ডন টিউনড স্পিকার দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৫,০০০ এমএআই ক্যাপাসিটির ব্যাটারি থাকবে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

লঞ্চ তারিখ : আগামীকাল অর্থাৎ ১৯ জানুয়ারি ঠিক দুপুর ১২টা নাগাদ একটি ভার্চুয়াল লঞ্চ ইভেন্ট Xiaomi 11T Pro স্মার্টফোনকে ভারতে লঞ্চ করা হবে। এছাড়া, শাওমির তরফ থেকে জানানো হয়েছে যে, লঞ্চের দিনই দুপুর ২টো থেকে এই স্মার্টফোনকে অনলাইনে অর্ডার করা যাবে। প্রসঙ্গত, ‘হাইপারফোন’ নামে পরিচিত এই হ্যান্ডসেটকে গত বছর সেপ্টেম্বর মাসে গ্লোবাল মার্কেটে আনুষ্ঠানিকভাবে নিয়ে আসা হয়েছিল।

Tecno Pova Neo : মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর সহ আসা টেকনো পোভা নিও স্মার্টফোনে থাকছে একটি ৬.৮ ইঞ্চির LCD ডিসপ্লে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক হাইওএস ৭.৬ কাস্টম ওএস দ্বারা চালিত হবে। স্টোরেজের কথা বললে, আপকামিং এই ফোনে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। ক্যামেরা সেটআপের কথা বললে, এই ডিভাইসের ক্যামেরা মডিউলে তিনটি সেন্সর দেখা যাবে। যার, প্রাইমারি সেন্সর ১৩ মেগাপিক্সেলের। একই ভাবে, ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি সেন্সর থাকছে। পাওয়া ব্যাকআপের জন্য টেকনো ব্র্যান্ডের এই স্মার্টফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থিত ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

লঞ্চ তারিখ : ২০২১ সালের ডিসেম্বরেই নাইজেরিয়াতে লঞ্চ হয়েছিল Tecno Pova Neo। এবার, ২০ জানুয়ারি এই স্মার্টফোনটিকে ভারতে নিয়ে আসার ঘোষণা করেছে সংস্থাটি। লঞ্চের পরমুহূর্তেই ফোনটির সেল শুরু হবে।

Moto Tab G70 :মোটোরোলা আজ ভারতে লঞ্চ করতে চলছে মোটো ট্যাব জি৭০ নামের একটি নয়া ট্যাবলেট। এতে, একটি ১১ ইঞ্চির 2K রেজোলিউশনের ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে। ট্যাবটি মিডিয়াটেক হেলিও জি৯০টি প্রসেসর সহ এসেছে। স্টোরেজ হিসাবে এতে, ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি মেমরি পাওয়া যাবে। ক্যামেরা সেটআপের কথা বললে, ফোনের রিয়ার প্যানেলে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সামনে ৮ মেগাপিক্সেল সেলফি সেন্সর দেওয়া হয়েছে। উৎকর্ষমানের অডিও সরবরাহের জন্য এতে, ডলবি অ্যাটমস সমর্থিত সাউন্ড সিস্টেম বর্তমান। অন্যান্য ফিচারের কথা বললে, গুগল এন্টারটেইনমেন্ট স্পেস এবং গুগল কিডস স্পেস ফিচার বর্তমান উক্ত ট্যাবে। আর, ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে, এই ট্যাবে ৭,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে, যা ২০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। পরিশেষে, মোটো ট্যাব জি৭০ ট্যাবলেট IP52 সার্টিফাইড, ফলে এটি ধুলো এবং জল প্রতিরোধী।

লঞ্চ তারিখ : Motorola আজ অর্থাৎ ১৮ জানুয়ারি ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে চলেছে Moto Tab G70। লঞ্চের দিন থেকেই ডিভাইসটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে বলে জানিয়েছে সংস্থাটি। প্রসঙ্গত, উক্ত ট্যাবকে কয়েক দিন আগেই Lenovo Tab P11 Plus নামে ব্রাজিলে লঞ্চ করা হয়েছিল, যা আজ পরিবর্তিত নামে ভারতে পা রাখতে চলেছে।