Upcoming Smartphones: মার্চ মাসে লঞ্চ হচ্ছে iPhone SE 3 সহ এই ১৮টি ফোন, কেনার জন্য তৈরি তো?

Upcoming Smartphone March 2022: ২০২২ সালের প্রথম সপ্তাহ থেকেই ধারাবাহিক ভাবে স্মার্টফোন আনার কাজে ব্যস্ত ছিল প্রায় প্রত্যেকটি টেক সংস্থাই। এখন বছরের প্রথম ত্রৈমাসিকের শেষে এসেও সেই ধারা বজায় রেখেছে সংস্থাগুলি। চলতি মাস অর্থাৎ মার্চ জুড়ে একগুচ্ছ নতুন স্মার্টফোনকে লঞ্চ করা হবে ভারত তথা বিশ্ববাজারে। লঞ্চের এই কার্যক্রমের নেপথ্যে থাকবে – Apple, Redmi, Xiaomi, OnePlus, Motorola, Micromax, Samsung Galaxy এবং Vivo সহ আরো বেশ কয়েকটি প্রখ্যাত টেক ব্র্যান্ড। সেক্ষেত্রে, আজ এই প্রতিবেদনে আমরা মার্চ মাসে আগত আপকামিং স্মার্টফোন বা স্মার্টফোন সিরিজ সম্পর্কে শুধুমাত্র আলোচনা করবো। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক উল্লেখিত ব্র্যান্ডের কোন কোন স্মার্টফোনগুলি এই মাসে লঞ্চ হবে।

২০২২ সালের মার্চ মাসে আসন্ন স্মার্টফোনের তালিকা (List of Upcoming Smartphone March 2022)

Apple iPhone SE 3 5G :
লঞ্চ তারিখ – ৮ মার্চ, ২০২২
সম্ভাব্য দাম – ৩০০ ডলার (প্রায় ২২,৭০০ টাকা)

৮ই মার্চ একটি ইভেন্ট আয়োজনের মাধ্যমে অ্যাপল তাদের সর্বাধিক সস্তা আইফোন মডেল – iPhone SE 3 লঞ্চ করতে পারে বলে জানা যাচ্ছে। আপকামিং ফোনটি iPhone SE 2022 5G বা iPhone SE 3 5G নামে আত্মপ্রকাশ করতে পারে। পাশাপাশি, iPhone SE Plus নামে আরেকটি মডেলও আসবে বলে শোনা গেছে। যাইহোক, ফিচারের কথা বললে, আইফোন এসই ৩ ৫জি -তে সংস্থার নিজস্ব এ১৫ বায়োনিক (A15 Bionic) চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি ৪.৭ ইঞ্চির রেটিনা এইচডি ডিসপ্লে এবং টাচআইডি হোম বাটন সহ আসতে পারে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে আইওএস ১৫ -এর সমর্থন পাওয়া যাবে।

Redmi Note 11 Pro Series :
লঞ্চ তারিখ – ৯ মার্চ, ২০২২

রেডমি নোট ১১ প্রো সিরিজের অধীনে দুটি স্মার্টফোন ভারতে লঞ্চ হবে। আসন্ন ফোনগুলি হল – Redmi Note 11 Pro 4G এবং Note 11 Pro + 5G। যার মধ্যে, ৪জি কানেকশনের সাথে আসা ফোনের দাম ১৬,৯৯৯ টাকা এবং ৫জি কানেক্টিভিটির ফোনটির দাম ২১,৯৯৯ টাকা রাখা হতে পারে। ফিচারের কথা বললে, রেডমি নোট ১১ প্রো ৪জি ফোনে, কোয়াড রিয়ার ক্যামেরা (১০৮+৮+২+২ মেগাপিক্সেল) সেটআপ এবং মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর দেখা যেতে পারে। অন্যদিকে, রেডমি নোট ১১ প্রো + ৫জি -তে থাকবে একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে। ছবি তোলার জন্য এতে, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেন্সর সমেত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আর ফোনটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত হবে। পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যার সাথে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Xiaomi 12 Series :
লঞ্চ তারিখ – ১৫ মার্চ, ২০২২ (ইউরোপ)

Xiaomi 12 সিরিজের অধীনে – Xiaomi 12, Xiaomi 12X এবং Xiaomi 12 Pro গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। সিরিজ অন্তর্গত ফোনগুলিকে OLED ডিসপ্লে প্যানেল এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ নিয়ে আসা হবে। এছাড়া, সিরিজের স্ট্যান্ডার্ড মডেল শাওমি ১২ এবং টপ-এন্ড মডেল ১২ প্রো -তে, কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করা হবে। এছাড়া, ১২০ ওয়াট ওয়্যারড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং টেকনোলজির সাপোর্টও পাওয়া যাবে এই সিরিজে।

OnePlus 10 Pro :
লঞ্চ তারিখ – মার্চ ১৬, ২০২২ (ভারত)

শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস ১০ প্রো ফোনে নতুন ডিজাইন দেখা যাবে। এতে, একটি ৬.৭ ইঞ্চির 2K LTPO 2.0 AMOLED ডিসপ্লে থাকবে, যা ১ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত ভ্যারিয়েবল রিফ্রেশ রেট সমর্থন করবে। এছাড়া, আপকামিং এই ফোনে – ট্রিপল রিয়ার ক্যামেরা (৪৮+৫০+৮ মেগাপিক্সেল) সেটআপ, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর পাওয়া যাবে। ফোনটিতে LPDDR5 র‌্যাম এবং UFS 3.1 স্টোরেজ সহ দেওয়া হবে। যদিও র‌্যাম ও স্টোরেজের পরিমাণ এখনো অজানা। যাইহোক, পাওয়ার ব্যাকআপের জন্য এটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আসবে, যা ৮০ ওয়াট ওয়্যারড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থন করবে।

Motorola Moto G22 :

মোটো জি২২ স্মার্টফোনে দেওয়া হবে একটি ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) OLED পাঞ্চ-হোল ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। আসন্ন এই ডিভাইসে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেন্সর সমেত কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসরের সাথে আসবে এবং অপারেটিং সিস্টেম হিসাবে এতে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১২। এছাড়া, ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে মোটোরোলার এই হ্যান্ডসেটে।

Huawei Nova 9 SE :

হুয়াওয়ে ব্র্যান্ডের আপকামিং স্মার্টফোন, নোভা ৯ এসই চলতি মাসেই বিশ্ব বাজারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এটিকে বিদ্যমান Honor 50 SE ফোনের রি-ব্র্যান্ডেড ভার্সন বলা হচ্ছে। ফিচার হিসাবে, ফোনটিতে সুপার-থিন বেজেল ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ৬.৭৮ ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে দেখা যাবে। এটি মিড-রেঞ্জ মিডিয়াটেক চিপসেট এবং ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে আসতে পারে।

Nothing Smartphone :

লন্ডন ভিত্তিক টেক ব্র্যান্ড নাথিং, তাদের সর্বপ্রথম স্মার্টফোনকে মার্চ মাসেই লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। আর যেহেতু কোয়ালকমের সাথে অংশীদারিত্বে ফোনটিকে ডেভলপ করা হচ্ছে, সেহেতু এতে স্ন্যাপড্রাগন চিপসেট পাওয়া যাবে। এছাড়া, আসন্ন ডিভাইসটির কিছু কনসেপ্ট ইমেজ সম্প্রতি প্রকাশ্যে এসেছিল, যার থেকে জানা যাচ্ছে এতে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। একইসাথে, স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy A, M এবং F সিরিজ স্মার্টফোন

দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক সংস্থা স্যামসাং, চলতি মাসে বেশ কয়েকটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই তালিকায় সামিল আছে – Galaxy A13 4G, Galaxy A33 4G, Galaxy M23 5G, Galaxy M33 5G এবং Galaxy F23। যার মধ্যে, গ্যালাক্সি এ১৩ ৪জি, IPS LCD ডিসপ্লে এবং এক্সিনস ৮৫০ প্রসেসর সহ আসবে। আবার, গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনে দেখা যাবে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে প্যানেল এবং এটি এক্সিনস ১২০০ প্রসেসরে কাজ করবে। গ্যালাক্সি এম২৩ ৫জি, AMOLED ডিসপ্লে প্যানেল এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ আসবে বলে আশা করা হচ্ছে। এতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সমর্থন সহ নতুন হ্য়নিক্স (Hynix) সেন্সর দেওয়া হতে পারে। এছাড়া, ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর ব্যবহার করা হতে পারে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ ওএসে চলবে।

Vivo T1 Pro 5G :

ভিভো, ভারতীয় গ্রাহকদের জন্য T1 5G ফোনের পর এবার ভিভো টি১ প্রো ৫জি লঞ্চ করতে চলেছে। এটি একটি অনলাইন এক্সক্লুসিভ স্মার্টফোন হবে। আর ফিচার হিসাবে ফোনে আপগ্রেডেড চিপসেটে, আরও উন্নত ডিসপ্লে প্যানেল এবং ফাস্ট চার্জিং টেকনোলজি অফার করা যেতে পারে।

Micromax In 2, Micromax In 2C
সম্ভাব্য দাম – ১০,০০০ টাকা

পরিশেষে, দেশীয় টেক সংস্থা মাইক্রোম্যাক্স এই মাসে দুটি নয়া স্মার্টফোনের উপর থেকে পর্দা সরাবে – Micromax In 2 এবং Micromax In 2C৷ যার মধ্যে, মাইক্রোম্যাক্স ইন ২ ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে থাকবে। এটি, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার সহ আসবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে পারে। অন্যদিকে, মাইক্রোম্যাক্স ইন ২সি ফোনে ইউনিসক টি৬১০ প্রসেসর ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে।