চলতি মাসে বাজারে আসছে Oppo Reno 7, Poco M4 Pro 5G, Lava AGNI 5G স্মার্টফোন! বিশেষত্ব দেখে নিন

সময়ের সাথে ক্রেতাদের চাহিদা পরিবর্তিত হতে থাকায়, স্মার্টফোন ব্র্যান্ডগুলিও নিত্যনতুন ডিভাইস বাজারে আনছে। চলতি মাসে অর্থাৎ, নভেম্বরেও একাধিক স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। Poco, Oppo, Lava -এর মতো নামজাদা সংস্থাগুলি চলতি মাসে বেশ কয়েকটি ফোনের উপর থেকে পর্দা সরাবে বলে জানা গেছে। যার মধ্যে কিছু হ্যান্ডসেট ভারতে লঞ্চ হবে, তো কিছু মডেল চীন সহ আন্তর্জাতিক বাজারে পা রাখবে। এগুলির দাম সম্পর্কে বিশদে জানা না গেলেও, প্রকাশ্যে এসেছে সম্ভাব্য ফিচারের তালিকা। সেই তথ্যগুলির উপর ভিত্তি করেই নভেম্বর মাসে লঞ্চ হতে পারে এমন কয়েকটি আপকামিং স্মার্টফোন সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক।

নভেম্বর মাসে আসন্ন স্মার্টফোনের তালিকা (Upcoming Smartphones in November)

Oppo Reno 7 Series

ওপ্পো সম্ভবত চলতি মাসেই তাদের লেটেস্ট স্মার্টফোন সিরিজ Oppo Reno 7 লঞ্চ করে দেবে। এই সিরিজের অধীনে তিনটি স্মার্টফোন আসতে পারে – Oppo Reno 7, Oppo Reno 7 Pro এবং Oppo Reno 7 Pro+। তবে সম্প্রতি একজন চীনা টিপস্টার দাবি করেছেন যে, Reno 7 লাইনআপে Pro+ নয় বরং Reno 7 SE মডেলের একটি স্মার্টফোন আসবে।

সিরিজের স্ট্যান্ডার্ড মডেল, ওপ্পো রেনো ৭ স্মার্টফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত একটি ৬.৫ ইঞ্চির OLED ডিসপ্লে দেখা যাবে। এতে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর। অন্যদিকে, সিরিজের হাই-এন্ড ভ্যারিয়েন্ট অপ্পো রেনো ৭ প্রো -তে ডাইমেনসিটি ১২০০ প্রসেসর থাকতে পারে। এছাড়া, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চি কার্ভড OLED ডিসপ্লে দেখা যাবে। উভয় মডেলেই ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর থাকতে পারে।

Poco M4 Pro

আগামী ৯ নভেম্বর রাত ৮টা (ভারতীয় সময়) নাগাদ একটি গ্লোবাল লঞ্চ ইভেন্টে আত্মপ্রকাশ ঘটবে Poco M4 Pro 5G স্মার্টফোনের। আপকামিং এই ফোনটি চীনে লঞ্চ হওয়া Redmi Note 11 5G-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে অনুমান করা হচ্ছে।

upcoming-smartphones-in-november-poco-m4-pro
Poco M4 Pro

সেক্ষেত্রে পোকো এম৪ ৫জি ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৬ ইঞ্চির IPS LCD ডিসপ্লে থাকবে। উন্নত পারফরম্যান্স অফার করতে ফোনটি ডাইমেনসিটি ৮১০ প্রসেসরের সাথে আসবে। এটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যেতে পারে। এছাড়া, ফোনের রিয়ার ক্যামেরা মডিউলে ৫০ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেল ডুয়েল সেন্সর থাকতে পারে। এছাড়া, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে ফোনে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Lava AGNI 5G

গতমাসে শোনা গিয়েছিল যে দেশীয় টেক ব্র্যান্ড লাভা, বাজারে একটি নতুন 5G স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৯ নভেম্বর ভারতের বাজারে Lava Agni 5G স্মার্টফোন লঞ্চ হতে পারে। সংস্থার ওয়েবসাইটে ১৯,৯৯৯ টাকা প্রাইস ট্যাগের সাথে ফোনটিকে ভুলবশত তালিকাভুক্ত করা হয়েছিল। জানা গেছে, ফোনটি কেবলমাত্র ব্লু কালার অপশনে মিলবে।

Lava AGNI 5G
Lava AGNI 5G

লাভার অফিসিয়াল ওয়েবসাইটের লিস্টিং অনুযায়ী, আধুনিক ডিজাইনের লাভা অগ্নি ৫জি ফোনে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি পাঞ্চ-হোল ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লের চারপাশে থাকা বেজেল সরু হবে। ফটোগ্রাফির জন্য অগ্নি ৫জি ফোনে, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। আর, ফোনের সামনে সিঙ্গেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এটি, মিডিয়াটেকের মিড-রেঞ্জ ডাইমেনসিটি ৮১০ ৫জি প্রসেসর সহ আসবে। আর, অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে রান করবে। এই ফোনে একাধিক স্টোরেজ ভ্যারিয়েন্ট উপলব্ধ থাকতে পারে। তবে, বেস ভ্যারিয়েন্টে ৪ জিবি র‌্যাম কনফিগারেশন দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হতে পারে।