Honor মধ্যবিত্তের বাজেটে 50MP ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি দিয়ে সুন্দর স্মার্টফোন আনল

অনর এই বছর MediaTek Helio G25 প্রসেসর সহ আন্তর্জাতিক বাজারে Honor X5 নামে একটি বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। সম্প্রতি শোনা যাচ্ছিল যে, ব্র্যান্ডটি এই সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড মডেলের উচ্চতর সংস্করণ হিসাবে Honor X5 Plus মডেলটির ওপর কাজ করছে। ইতিমধ্যেই, ফোনটি টিডিআরএ (TDRA)-র অনুমোদন লাভ করেছে। আর এখন Honor X5 Plus সংস্থার গ্লোবাল ওয়েবসাইটে তালিকাভুক্ত করেছে। মূল্য প্রকাশ না হলেও অফিশিয়াল সাইটের লিস্টিং থেকে ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। চলুন Honor X5 Plus কী কী অফার করতে চলেছে জেনে নেওয়া যাক।

Honor X5 Plus-এর স্পেসিফিকেশন

লুক এবং স্পেসিফিকেশন দিয়ে বিচার করলে, অনর এক্স৫ প্লাস-কে একটি বাজেট স্মার্টফোন বলেই মনে হয়, যার দাম ১০০ ডলার (প্রায় ৮,৩২৫ টাকা)-এরও কম হতে পারে। হ্যান্ডসেটটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ সহ একটি ফ্ল্যাট ব্যাক প্যানেল রয়েছে এবং এর ধারগুলিও সমতল। সামনের দিকে পুরু বেজেল এবং ওয়াটারড্রপ নচ যুক্ত ডিসপ্লে দেখা যাবে। অনর এক্স৫ প্লাস-এর স্ক্রিনের আকার ৬.৫৬ ইঞ্চি এবং এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডি+ রেজোলিউশন এবং ২০.১৫:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করে।

অনর জানিয়েছে যে, এক্স৫ প্লাসের ডিসপ্লে ডাইনামিক ডিমিং প্রযুক্তি সাপোর্ট করে। এটি চোখের স্ট্রেস কমাবে বলেও অনুমান করা যায়। পারফরম্যান্সের জন্য, হ্যান্ডসেটটিতে মিডিয়াটেক হেলিও জি৩৬ অক্টা-কোর চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজের সঙ্গে উপলব্ধ হবে।

ফটোগ্রাফির জন্য, Honor X5 Plus-এর-এর ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ডেপ্থ সেন্সর (রেজোলিউশন অপ্রকাশিত) অন্তর্ভুক্ত রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে এফ/২.২ অ্যাপারচার সহ একটি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, X5 Plus-এ বড় ৫,২০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি রয়েছে, তবে এটি মাত্র ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

এছাড়া, Honor X5 Plus অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিক ওএস ৭.১ (MagicOS 7.1) কাস্টম স্কিনে রান করে। এটি মিডনাইট ব্ল্যাক এবং সায়ান লেক কালার অপশনে পাওয়া যাবে বলে জানা গেছে। অনর খুব শীঘ্রই ডিভাইসটির মূল্য এবং উপলব্ধতা সম্পর্কিত তথ্যগুলি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে বলে আশা করা যায়।