UPI One World: ইউপিআই ব্যবহারকারীদের জন্য এল নতুন পরিষেবা, আপনি ফায়দা তুলতে পারবেন?

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া সম্প্রতি “ইউপিআই ওয়ান ওয়ার্ল্ড” ওয়ালেট নামের একটি পরিষেবা লঞ্চ করেছে, যা আন্তর্জাতিক ভ্রমণকারীদের ভারত সফরের সময় নির্বিঘ্ন ডিজিটাল পেমেন্ট অভিজ্ঞতা…

Upi-One-World-Wallet-Service-Started-In-India-For-International-Users-Can-Make-Payment-Online

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া সম্প্রতি “ইউপিআই ওয়ান ওয়ার্ল্ড” ওয়ালেট নামের একটি পরিষেবা লঞ্চ করেছে, যা আন্তর্জাতিক ভ্রমণকারীদের ভারত সফরের সময় নির্বিঘ্ন ডিজিটাল পেমেন্ট অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। তাই এই নতুন পরিষেবাটি বিদেশি নাগরিকদের জন্য বেশ উপকারী প্রমাণিত হতে পারে। জি২০ দেশগুলি থেকে আগত বিদেশি পর্যটক এবং অনাবাসী ভারতীয়দের জন্য লেনদেন আরো সহজ করাই এই পরিষেবার মূল লক্ষ্য।

ইউপিআই ওয়ান ওয়ার্ল্ড ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই)-এর সাথে সংযুক্ত একটি প্রিপেড পেমেন্ট ইন্সট্রুমেন্ট (পিপিআই) অফার করবে, যা পর্যটকদের ইউপিআই নির্ভর বিজনেস এরিয়ায় সহজেই নগদহীন অর্থ প্রদানে সক্ষম করে তুলবে। অর্থাৎ এর ফলে, নগদ অর্থ বহন করার এবং একাধিক বৈদেশিক মুদ্রার লেনদেনের প্রয়োজনীয়তা কমে আসবে। আর পর্যটকরা ভারতীয় স্থাপত্য এবং সংস্কৃতির দিকে আরো বেশি মনোনিবেশ করতে পারবেন।

কোথায় এই সুবিধা পাওয়া যাবে?

ইউপিআই ওয়ান ওয়ার্ল্ড ওয়ালেটটি বিমানবন্দর, হোটেল, মানি এক্সচেঞ্জ লোকেশন সহ একাধিক স্থানে ব্যবহার করা সম্ভব। তবে মনে রাখতে হবে, বিদেশি ব্যবহারকারীদের ক্ষেত্রে এই সুবিধা ব্যবহারের জন্য একটি বৈধ ভিসা এবং পাসপোর্ট-এর সাহায্যে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। উল্লেখ্য, দিল্লিতে ২১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি মিটিংয়ে আগত বিদেশি প্রতিনিধিদের জন্য এই পরিষেবা উপলব্ধ হবে।

কিভাবে পেমেন্ট করতে হবে?

পেমেন্ট করার জন্য এখানে একাধিক পেমেন্ট পদ্ধতিও দেওয়া আছে, সেগুলি সুবিধা মতো ব্যবহার করতে হবে। তবে মনে রাখবেন, এই সুবিধা শুধুমাত্র বিদেশী ভ্রমণকারীদের জন্যই উপলব্ধ হবে।