দেখলে মুগ্ধ হবেন, হলিউডের বিখ্যাত স্টুডিওর সঙ্গে জুটি বেঁধে ভারতে স্পেশ্যাল ফোন লঞ্চ করল Oppo

গত জুলাই মাসে Oppo Reno 8 সিরিজ ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে। কোম্পানিটি গত কয়েক সপ্তাহ ধরে ওয়ার্নার ব্রাদার্স স্টুডিয়োর আমেরিকান ফ্যান্টাসি ড্রামা টেলিভিশন সিরিজ “হাউস অফ ড্রাগন” সহযোগিতায় Reno 8 Pro-এর একটি সীমিত সংস্করণের ভ্যারিয়েন্ট টিজ করছে। আর এখন, ব্র্যান্ডটি দেশে Oppo Reno 8 Pro House of Dragon Limited Edition ভ্যারিয়েন্টটি লঞ্চ করেছে। এই বিশেষ সংস্করণের হ্যান্ডসেটটির সাথে একটি থিমযুক্ত ব্যাক কভার, একটি ড্রাগন-আকৃতির সিম ইজেক্টর টুল, একটি ড্রাগন প্রতীকের ফোন হোল্ডার এবং একটি ড্রাগন এগ সহ কয়েকটি সংগ্রহযোগ্য সামগ্রী পাওয়া যাবে।

স্পেসিফিকেশনের ক্ষেত্রে, Oppo Reno 8 Pro House of Dragon Limited Edition-টি ঠিক রেগুলার ভ্যারিয়েন্টের মতোই। অর্থাৎ, ডিভাইসটি MediaTek Dimensity 8100 Max প্রসেসর, একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে অফার করে। আসুন তাহলে Oppo Reno 8 Pro-এর লিমিটেড এডিশনটির দাম, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

ভারতে ওপ্পো রেনো ৮ প্রো হাউস অফ ড্রাগন লিমিটেড এডিশন-এর মূল্য এবং লভ্যতা – Oppo Reno 8 Pro House of the Dragon Price in India and Availability

ওপ্পো রেনো ৮ প্রো হাউস অফ ড্রাগন লিমিটেড এডিশন-এর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৪৫,৯৯৯ টাকা। স্মার্টফোনটি শুধুমাত্র ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমে ১৩ ডিসেম্বর থেকে কেনার জন্য উপলব্ধ হবে। তবে, যে সমস্ত আগ্রহী ক্রেতারা ওপেন সেল পর্যন্ত অপেক্ষা করতে পারছেন না, তারা আগামীকাল অর্থাৎ ৮ ডিসেম্বর ফ্লিপকার্টের মাধ্যমে ওপ্পো রেনো ৮ প্রো হাউস অফ ড্রাগন লিমিটেড এডিশন-এর প্রি-বুকিং করতে পারেন।

কি বিশেষত্ব রয়েছে Oppo Reno 8 Pro House of the Dragon Limited Edition-এ?

নতুন ওপ্পো রেনো ৮ প্রো হাউস অফ ড্রাগন লিমিটেড এডিশনের সাথে বেশ কিছু অ্যাক্সেসরি ও গুডি অফার করেছে। এর মধ্যে রয়েছে একটি লেদার কভার যার ওপরে সোনালী রঙে ট্যারগ্যারিয়েন হাউজ (Targaryen House)-এর লোগোটি অঙ্কিত রয়েছে। এই ফোনটি একটি সোনালী রঙের ড্রাগনের আকারের সিম ইজেক্টর পিনের সাথে এসেছে। লিমিটেড এডিশন হ্যান্ডসেট ক্রেতারা সংগ্রহযোগ্য উপাদান হিসেবে একটি ড্রাগন এগও পাবেন। এছাড়া, সীমিত সংস্করণের রেনো 8 প্রো-এর রিটেইল বক্সে একটি টারগারিয়েন সিগিল কী চেইন এবং একটি ড্রাগন প্রতীক ফোন হোল্ডার অন্তর্ভুক্ত থাকবে।

ওপ্পো রেনো ৮ প্রো হাউস অফ ড্রাগন লিমিটেড এডিশন-এর স্পেসিফিকেশন এবং ফিচার – Oppo Reno 8 Pro House of the Dragon Limited Edition Specifications and Features

ওপ্পো রেনো ৮ প্রো-এ ফুল-এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৯৫০ নিট পিক ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাস ৫ সুরক্ষা সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ম্যাক্স অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যার সাথে গ্রাফিক্সের জন্য মালি জি৬১০ জিপিইউ-টি যুক্ত রয়েছে। এই ফোনে ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ (ColorOS 12.1) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, রেনো ৮ প্রো হাউস অফ ড্রাগন লিমিটেড এডিশন-এ ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে৷ আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭০৯ সেন্সর বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Reno 8 Pro-এর বিশেষ সংস্করণটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ইউনিটের সাথে এসেছে, যা ৮০ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করে এবং এর ওজন প্রায় ১৮৩ গ্রাম।