125 সিসি বাইকের সমান ক্ষমতার ইলেকট্রিক স্কুটার এল বাজারে, সবার থেকে আলাদা দেখতে, স্পিড ও রেঞ্জ দুটোই একশো পার

বৈদ্যুতিক যানবাহন ভবিষ্যৎ। একথা অস্বীকার করার জো নেই। দেশ-বিদেশের ইলেকট্রিক ভেহিকেলের (EV) বাজার সেজে উঠছে নতুনত্ব ফিউচারিস্টিক মডেল দ্বারা। তেমনই এবার স্প্যানিশ ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড সাইলেন্স আরবান মোবিলিটি (Silence Urban Mobility) তাদের S01 ই-মোটো স্কুটারের নয়া সংস্করণ সামনে নিয়ে এল। নতুন মডেলটির (2022) নামকরণ করা হয়েছে Silence S01+। সংস্থার দাবি নতুন ভার্সনের উন্নীতকরণের ফলে কার্যকারিতার দিক থেকে এটি একটি ১২৫ সিসি মোটরসাইকেলের সমতুল্য।

বাজারে Silence S01+ দুটি মোটর ভার্সনে এসেছে – ৫.৬ কিলোওয়াট ও ৭.৫ কিলোওয়াট। মডেল দুটির রেঞ্জ ১৩৭ কিমি। ০-৪৮ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে এর সময় লাগবে মাত্র ৩.৯ সেকেন্ড। স্পোর্ট এবং পুশ-টু-পাস মোডে হাজির হয়েছে। স্পোর্ট মোডে সর্বোচ্চ গতিবেগ উঠবে ঘন্টায় ১০০ কিমি। তবে ওভারটেক করার সময় অথবা গতি আরও বাড়াতে চাইলে পুশ-টু-পাস মোডে দিলে ১১০ কিমি/ঘন্টা টপ স্পিড মিলবে।

Silence S01+ -এর ফিচারের তালিকায় রয়েছে অল এলইডি লাইটিং, জেনারেটটিভ ব্রেকিং, অ্যাডজাস্টেবল সাসপেনশন এবং একটি ইউএসবি চার্জিং পোর্ট। আবার ব্লুটুথের মাধ্যমে অ্যান্ড্রয়েড ও অ্যাপেলের ফোন ই-স্কুটারের সাথে কানেক্ট করা যাবে। উপরন্তু রয়েছে গুগল ম্যাপের সুবিধা। মজার বিষয় হল আকারে ছোট্ট স্কুটারটির সর্বোচ্চ ওজন বহনের ক্ষমতা ২০০ কেজি। ব্যাটারি প্যাক ছাড়া এর ওজন (কার্ব) ১১১ কেজি।

ফিউচারিস্টিক লুকের মধ্যে একটি কনট্রাস্ট টেক্সচার সিট সহ এসেছে Silence S01+। রেড এবং অ্যানথ্রাসাইট গ্রে পেইন্টে বেছে নেওয়া যাবে। আন্তর্জাতিক বাজারে এটির দাম ৬,৭৯৫ পাউন্ড বা প্রায় ৬.৫৩ লক্ষ টাকা। ভারতে দামের বিচারের মূল্য যে লাগাম ছাড়া তা আর বলার অপেক্ষা রাখে না।  S01+ -ভারতে লঞ্চ হওয়ার কোনো সম্ভাবনাই নেই বললেই চলে।