ফোনে ভালো নেটওয়ার্ক সিগন্যাল নেই? Wi-Fi Calling ফিচার অন করে আরামসে করুন ভয়েস কল

মুঠোফোন এবং আধুনিক প্রযুক্তি যতই আমাদের রোজকার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়াক না কেন, খারাপ নেটওয়ার্ক যে বহু মানুষেরই দৈনন্দিন জীবনের এক বড়োসড়ো বিরক্তির কারণ – সেকথা আর নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। ভালো নেটওয়ার্ক সিগন্যাল পাওয়া না গেলে ইন্টারনেট স্পিড তো ঠিকঠাক পাওয়া যায়-ই না, তাছাড়াও এর ফলে দুর্বল কল কোয়ালিটি বা মাঝে মাঝে কল ড্রপের মতো সমস্যা দেখা দেয়। বাড়ি বা অফিসে ঠিকঠাক নেটওয়ার্ক পাওয়া না গেলে ভয়েস কল করতে হলে ইউজারদের রীতিমতো মাথার ঘাম পায়ে ছোটার উপক্রম হয়। তবে এই মুশকিলের হাত থেকে রেহাই পেতে চাইলে আপনারা ‘Wi-Fi Calling’ (ওয়াই-ফাই কলিং) ফিচার ব্যবহার করে দেখতে পারেন; এতে ভয়েস কলের গুণমান এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। একথা পড়ে নিশ্চয়ই এখন অনেকের মনেই প্রশ্ন আসছে যে, এটি আবার কি জিনিস বা কীভাবে কাজ করে এই ফিচার ? তাহলে চলুন, আর দেরি না করে Wi-Fi Calling ফিচারটির সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

Wi-Fi Calling কী?

যারা জানেন না তাদের বলে রাখি, ওয়াই-ফাই কলিং কিন্তু নতুন করে উদ্ভূত হওয়া বা সাম্প্রতিক কোনো ফিচার নয়। দেশের অনেক টেলিকম অপারেটর বহুদিন আগে থেকেই ইউজারদেরকে এই সুবিধা প্রদান করে। আর, এখনকার বেশিরভাগ স্মার্টফোনেই ওয়াই-ফাই কলিং সাপোর্ট করে।এই প্রযুক্তির মাধ্যমে কম নেটওয়ার্ক কভারেজেও ব্যবহারকারীরা অত্যন্ত আরামসে ভয়েস কল করতে পারবেন।

ফিচারটির নাম যেহেতু ওয়াই-ফাই কলিং, তাই নাম শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ফিচার মারফত কল করতে হলে ব্যবহারকারীদেরকে ওয়াই-ফাইয়ের সাহায্য নিতে হবে। সুতরাং, মোবাইল নেটওয়ার্ক দুর্বল হলেও বাড়িতে বা অফিসে ওয়াই-ফাই কানেকশন থাকলে এই ভিওওয়াই-ফাই (VoWi-Fi) বা ভয়েস ওভার ওয়াই-ফাই কলিং অপশনটি স্মার্টফোন ইউজাররা অতি অনায়াসে ব্যবহার করে দেখতে পারেন।

কীভাবে Wi-Fi কলিং অন করবেন?

ফোনে ওয়াই-ফাই কলিং অন করার আগে আপনাকে চেক করে দেখতে হবে যে, আপনার হ্যান্ডসেটটি এই ফিচারটি সাপোর্ট করে কি না। এর জন্য আপনাকে প্রথমে সেটিংসে যেতে হবে। এরপর ওয়াই-ফাই কলিং অপশনটি সার্চ করতে হবে। আর আপনার হ্যান্ডসেটে যদি এই ফিচারটি উপলব্ধ থাকে, তাহলে সেটিকে অন করে দিলেই কেল্লাফতে! উল্লেখ্য যে, এই ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় ধরণের ফোনের জন্যই উপলব্ধ। 

তবে একটা কথা মনে রাখবেন যে, মোবাইল নেটওয়ার্ক দুর্বল হলেও বিনা বাধায় ভয়েস কল করার জন্যই মূলত Wi-Fi Calling ফিচারটি ব্যবহৃত হয়ে থাকে। তাই এক্ষেত্রে আপনার ফোনের ওয়াই-ফাই কানেকশনটিকে অবশ্যই জোরদার হতে হবে, নইলে কিন্তু ভয়েস কল চলাকালীন মাঝপথে ব্যাঘাত ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে। আরামসে ভয়েস কল করতে চাইলে ওয়াই-ফাই কানেকশন স্লো হওয়া কিন্তু মোটেই বাঞ্ছনীয় নয়!