TVS Norton: ডুকাটিও কাছে ঘেঁষবে না! 185 হর্সপাওয়ারের বাইক এনে ঝড় তুলল টিভিএস

ভারত মোবিলিটি এক্সপো 2024-এর মঞ্চে একের পর এক চমক দেখতে পাচ্ছি আমরা। এবারে আরও একটি বড় ধামাকা হাজির করল টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)। সংস্থাটি তাদের অধীনস্থ নর্টন ব্র্যান্ডের প্রথম মডেল হিসাবে এদেশে Norton V4CR Café Racer উন্মোচন করেছে। এটি অত্যন্ত প্রিমিয়াম মোটরসাইকেল এবং নাম শুনেই নিশ্চয় বুঝতে পেরেছেন যে, আসলে সেটি একটি ক্যাফে রেসার বাইক।

TVS উন্মোচন করল Norton V4CR Café Racer বাইক

ব্রিটেনের নর্টন ব্র্যান্ড কিনে নেওয়ার পর এই প্রথম ভারতের বাজারে ক্যাফে রেসার বাইকটি হাজির করল টিভিএস। ভারতে প্রিমিয়াম ব্র্যান্ডটি প্রদর্শনের মধ্যে তাদেহ বড় কোন উদ্দেশ্য সাধন হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। তবে V4CR Café Racer এদেশে উন্মোচিত হলেও লঞ্চের কোনও সম্ভাবনা নেই বললেই চলে। এর কারণ ভারতে ক্যাফে রেসার বাইকের চাহিদা তেমন একটা নেই।

V4CR Café Racer-এ ব্যবহার করা হয়েছে বিশাল ১২০০ সিসির ভি-ফোর ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ১৮৫ বিএইচপি ক্ষমতা এবং ১২৫ এনএম টর্ক উৎপন্ন হয়। একাধিক উচ্চ-ক্ষমতার সরঞ্জাম রয়েছে এতে। যেমন Ohlins সাসপেনশন এবং বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্ট। বাইকটির ডিজাইনের বেশিরভাগ ভারতীয়দের কাছে পছন্দ না হলেও, রোড প্রেজেন্স সে দারুণ তা নিঃসন্দেহে বলা যায়।

নর্টন ব্র্যান্ড নিয়ে টিভিএস–এর ব্যাপক কিছু পরিকল্পনা রয়েছে বলেই মনে করা হচ্ছে। জল্পনা শোনা যাচ্ছে যে, ভারতীয় সংস্থাটি উক্ত ব্র্যান্ডের আওতায় বেশ কিছু মডেলের উপর কাজ করছে, যেগুলি আন্তর্জাতিক বাজারের পাশাপাশি ভারতেও বিক্রি করা হবে। এমনকি হোসুরের কারখানায় টিভিএস নর্টনের মোটরসাইকেল তৈরি করবে বলেও কানাঘুষো শোনা যাচ্ছে।