লকডাউনে জরুরি দরকারে বাইরে যাবেন? আরোগ্য সেতু থেকে মিলবে ই-পাস

কিছুদিন আগে ভারত সরকার করোনা ভাইরাস ট্র্যাকার অ্যাপ হিসাবে আরোগ্য সেতু (Aarogya Setu) লঞ্চ করেছিল। আপাতত ৬ কোটি ডাউনলোড হয়েছে এই অ্যাপ। আরোগ্য সেতু অ্যাপটি…

কিছুদিন আগে ভারত সরকার করোনা ভাইরাস ট্র্যাকার অ্যাপ হিসাবে আরোগ্য সেতু (Aarogya Setu) লঞ্চ করেছিল। আপাতত ৬ কোটি ডাউনলোড হয়েছে এই অ্যাপ। আরোগ্য সেতু অ্যাপটি ব্যবহারকারীর ডিভাইসের লোকেশন এবং ব্লুটুথ ট্র্যাকিংয়ের সহায়তায় জানিয়ে দেয় করোনায় ভুগছে এমন কারও সংস্পর্শে সে এসেছে কিনা।এবার আরও কাজে আসবে আরোগ্য সেতু। কারণ এখানে e-pass এর সুবিধা শীঘ্রই যুক্ত হচ্ছে।

ই-পাস ব্যবহার করে মানুষ প্রয়োজনীয় দরকারে এই লকডাউনের সময়ে বাইরে যেতে পারবে। এতদিন এই পাস হোয়াটসঅ্যাপ ও অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে পাওয়া যাচ্ছিলো। তবে শীঘ্রই সরকার এই অ্যাপের মাধমেও ই-পাস দেওয়া শুরু করবে। কিছুদিন আগে এই সার্ভিসে ক্লিক করলে ‘কামিং সুন’ লেখা ছিল। এখন এখানে ‘No e-pass available’ দেখাচ্ছে। ফলে জলদি এই ফিচার রোল আউট করা হবে বলে মনে করা হচ্ছে।

Aarogya Setu App

কলকাতায় ই-পাসের জন্য কিভাবে আবেদন করবেন :

১ . সর্বপ্রথম আপনাকে https://coronapass.kolkatapolice.org/ ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

২ . এবার এখানে ‘I agree’ বাটনে ক্লিক করতে হবে।

৩ . এরপর নতুন একটি পেজ চলে আসবে, এখানে আপনি নিজের জন্য নাকি কোম্পানির জন্য পাস চাইছেন তা নির্বাচন করতে হবে।

৪ . এরপর নাম, ঠিকানা, মোবাইল নম্বর, যাওয়ার উদ্দ্যেশ্য, গাড়ির নম্বর, কোন রাস্তায় যাবেন ইত্যাদি এন্টার করতে হবে।

৫ . এরপর ক্যাপচা দিয়ে সাবমিট করতে হবে।

সাথে সাথে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি আইডি চলে আসবে। এই আইডি দিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশনের স্ট্যাটাস দেখতে পাবেন।

এরপর এই ওয়েবসাইট থেকে ই-পাস ডাউনলোড করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *