Vi বন্ধ করল ৪৯ টাকার প্ল্যান, সিম চালু রাখতে ৭৯ টাকা রিচার্জ করতে হবে

Airtel -এর দেখানো পথে হেঁটে ৪৯ টাকার এন্ট্রি-লেভেল প্রিপেইড প্ল্যান আপগ্রেড করলো Vodafone Idea (Vi)। ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানিটি, তাদের অধিকাংশ সার্কেলে ৪৯ টাকার প্ল্যানটি বন্ধ করে দিয়েছে, এবং এর পরিবর্তে ব্যয়বহুল একটি রিচার্জ প্ল্যান চালু করেছে। এখন থেকে Vodafone Idea গ্রাহকদের নম্বর সচল রাখার জন্য ৭৯ টাকা রিচার্জ করতে হবে। নতুন এই প্রিপেইড প্ল্যানে পূর্ববর্তী রিচার্জ প্যাকের তুলনায় দ্বিগুন ভ্যালিডিটি ও টকটাইম মিলবে বলে কোম্পানি জানিয়েছে। ইউজার প্রতি গড় আয় বাড়াতেই Vodafone Idea-র এই সিদ্ধান্ত‌।

Vi ৪৯ টাকা প্রিপেইড প্ল্যান বনাম Vi ৭৯ টাকার প্রিপেইড প্ল্যান

বন্ধ হয়ে যাওয়া ৪৯ টাকার প্ল্যানে মোট ৩৮ টাকার টকটাইম এবং ১০০ এমবি ডেটা অফার করা হতো। এই প্ল্যানের ভ্যালিডিটি ছিল ১৪ দিন। তবে ভোডাফোন আইডিয়ার নতুন ৭৯ টাকার এন্ট্রি-লেভেল প্ল্যানটি ২৮ দিনের বৈধতার সাথে এসেছে। এতে মোট ৬৪ টাকার টকটাইম এবং ২০০ এমবি ডেটা পাওয়া যাবে। সেদিক থেকে দেখতে গেলি ভোডাফোন আইডিয়ার ৭৯ টাকার প্ল্যানটি লাভজনক।

এখনও কিছু রাজ্যে Vodafone Idea (Vi) -এর ৪৯ টাকার রিচার্জ প্ল্যান সক্রিয় আছে

ভোডাফোন আইডিয়া ওরফে ভিআই সংস্থা তাদের ‘মিনিমাম’ রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে বড়োসড়ো পরিবর্তন এনে ৪৯ টাকার প্রিপেইড প্ল্যানের পরিষেবা বন্ধ করে দিলেও, এটি এখনো বেশ কিছু সার্কেলে অ্যাক্টিভ আছে। সেক্ষেত্রে, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ সহ আরো কয়েকটি রাজ্যের ভিআই গ্রাহকেরা এখনো ৪৯ টাকার প্ল্যানের লাভ ওঠাতে পারছেন।

যদিও রিপোর্টে অনুযায়ী, যে সব সার্কেলে এখনো ৪৯ টাকার প্ল্যানটি বৈধ আছে, সেখানে শীঘ্রই এই রিচার্জ প্যাক বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ সমস্ত সার্কেলের গ্রাহকদের জন্য সর্বনিম্ন অল ইন ওয়ান প্ল্যানের মূল্য রাখা হবে ৭৯ টাকা।

ARPU উন্নত করতে Vodafone Idea (Vi)-র এই পদক্ষেপ

ভোডাফোন আইডিয়া যে তাদের ‘অ্যাভারেজ রেভেনিউ পার ইউজার’ বা ARPU -কে উন্নত করতে মরিয়া হয়ে উঠেছে, সেই কথা কারোর কাছেই আর গোপন নেই। আর এই উদ্দেশ্যেই ভিআই হালফিলে তাদের রিচার্জ প্ল্যানগুলির ক্ষেত্রে পরিবর্তন নিয়ে এসেছে, বলে অনেকের অনুমান।

প্ল্যানের দাম বাড়াতে পারে Vodafone Idea (Vi)

বিশ্লেষকরা অনুমান করছেন যে, ভিআই আগামী চার থেকে ছয় মাসের মধ্যে শুল্ক (Tariff) আরও বাড়িয়ে দিতে পারে। যাতে, প্রতি গ্রাহক পিছু সংস্থার গড় আয় বা রেভেনিউ (ARPU) বৃদ্ধি পায়।

আউটগোয়িং এসএমএস পরিষেবা বন্ধ করেছে Vodafone Idea (Vi)

সম্প্রতি ভোডাফোন আইডিয়া তাদের ১০০ টাকার কমের সমস্ত প্ল্যানের ক্ষেত্রে আউটগোয়িং এসএমএস পরিষেবা বন্ধ করে দিয়েছে। এখন থেকে সর্বনিম্ন ১২৮ টাকা রিচার্জ করলে গ্রাহকরা এসএমএস-এর সুবিধা পাবে

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন