Jio, Airtel-এর চেয়ে ১০ গুণ দ্রুত ইন্টারনেট স্পিড! Nokia কে সাথে নিয়ে 5G ট্রায়ালে নজির গড়ল Vi

এখনো অবধি ভারতে 5G (৫জি) পরিষেবা রোলআউটের দিনক্ষণ নিশ্চিত হয়নি। যদিও দেশের টেলিকম কোম্পানিগুলি জোরকদমে এই বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছে। তাছাড়া কে আগে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক গ্রাহকদের মধ্যে উপলব্ধ করবে, সেই নিয়ে দুই শীর্ষস্থানীয় অপারেটর Reliance Jio (রিলায়েন্স জিও) এবং Bharti Airtel (ভারতী এয়ারটেল)-এর মধ্যে কড়া প্রতিযোগিতা চলছে। ইতিমধ্যে তারা নিজেদের পরীক্ষা-নিরীক্ষায় প্রত্যাশামত সাফল্যও অর্জন করেছে। তবে সবাইকে ছাড়িয়ে ‘পিছিয়ে পড়া সংস্থা’ আখ্যা পাওয়া Vi অর্থাৎ Vodafone Idea (ভোডাফোন আইডিয়া) এবার 5G ট্রায়ালের ক্ষেত্রে ইতিহাস তৈরি করেছে! ক্রমাগত গ্রাহক সংখ্যা হ্রাস বা শেয়ার কমে যাওয়ার মত ঘটনাকে বাঁয়ে জমা রেখে সম্প্রতি সবার থেকে দ্রুততম 5G স্পিড পেয়ে নজির গড়েছে ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানিটি।

১০ গুণ বেশি 5G স্পিড অর্জন করে চমক দিল Vi

প্রসঙ্গত, ভোডাফোন আইডিয়া অন্যান্য সংস্থাগুলির মত ৫জি নেটওয়ার্ক চালু করতে দীর্ঘদিন ধরে কাজ করছে। এর জন্য তারা নোকিয়া (Nokia)-র সাথে হাতও মিলিয়েছে। যদিও এতদিন খবরে এই বিষয়ের জন্য ভোডাফোনের নাম তেমনভাবে না এলেও, হালফিলে টেলকোটি ট্রায়াল চলাকালীন ৯.৮৫ জিবিপিএস হাই স্পিড (এখনো পর্যন্ত সবচেয়ে দ্রুততম) অর্জন করে হইচই ফেলেছে।

এক্ষেত্রে ভোডাফোন আইডিয়া গুজরাটের গান্ধী নগরে ৫জি ট্রায়াল সম্পন্ন করেছে, যেখানে ব্যাক এন্ড ডেটা ট্রান্সমিশনে তারা রেকর্ড স্পিড অর্জন করেছে। আর আশ্চর্যের ব্যাপার এটাই যে, স্পিডের এই পরিসংখ্যানটি জিও বা এয়ারটেলের ট্রায়ালে অর্জিত স্পিডকে ১০ গুণ পেছনে ফেলেছে (এখনো অবধি এই দুই সংস্থা ট্রায়ালে সর্বোচ্চ ১ জিবিপিএস স্পিড পেয়েছে)। তবে জানিয়ে রাখি, এই প্রথমবার নয়, বরঞ্চ গত সেপ্টেম্বরে পুনেতে পরিচালিত ট্রায়ালেও ৩.৭ জিবিপিএস স্পিড পেয়েছে সংস্থাটি।

মে মাসে Vi-এর জন্য স্পেকট্রাম বরাদ্দ হয়েছিল

প্রায় পাঁচ মাস আগে গত মে-তে টেলিকমিউনিকেশন বিভাগ রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়াকে ৫জি ট্রায়াল দেওয়ার অনুমোদন প্রদান করে। ওই সময়ই ভোডাফোনের জন্য হাই-ফ্রিকোয়েন্সির ২৬ গিগাহার্টজ ব্যান্ড বরাদ্দ করা হয়। এর সাথে কোম্পানিটিকে দেওয়া হয় ৩.৫ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির স্পেকট্রাম ব্যান্ডও।