প্রবল সমালোচনার মুখে Vi, নেটওয়ার্ক ক্যাপাসিটি বাড়াতে চুক্তি চীনা কোম্পানিদের সাথে?

বাজারে হারানো জনপ্রিয়তা ফিরে পেতে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে দেশের প্রাইভেট টেলিকম অপারেটর Vodafone-Idea (Vi)। কিন্তু তাতেও, বহু গ্রাহকের সংস্থার নেটওয়ার্ক পরিষেবা নিয়ে…

বাজারে হারানো জনপ্রিয়তা ফিরে পেতে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে দেশের প্রাইভেট টেলিকম অপারেটর Vodafone-Idea (Vi)। কিন্তু তাতেও, বহু গ্রাহকের সংস্থার নেটওয়ার্ক পরিষেবা নিয়ে অভাব-অভিযোগের শেষ নেই! সেক্ষেত্রে সাম্প্রতিক সময়ে, ভারতের ছয়টি টেলিকম সার্কেলে নেটওয়ার্ক ক্যাপাসিটি বাড়াতে চীনা গিয়ার মেকারদের সাথে Vi আলোচনা চালাচ্ছে বলে জানা গিয়েছে। সংবাদমাধ্যম পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, Vi, ইতিমধ্যেই চীনা গিয়ার মেকারদের সাথে করা ‘পুরস্কৃত চুক্তি’-র ভিত্তিতে এগিয়ে চলেছে। এছাড়া এই টেলকোর, নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ এই মুহূর্তে ‘উন্নত পর্যায়ে’ রয়েছে বলেও জানানো হয়েছে ওই রিপোর্টে।

এর আগে Vi, জনপ্রিয় চাইনিজ গিয়ার মেকার Huawei এবং ZTE-র সাথে কাজ করছিল। কিন্তু গত জুনে দেশের সীমান্তে সংঘটিত ভারত ও চীনের উত্তেজনার কারণে, কেন্দ্র সরকার Huawei বা ZTE-র মত জনপ্রিয় চীনা টেলিকম ইকুপমেন্ট সাপ্লায়ারদের বদলে ভারতীয় টেলিকম সংস্থাগুলিকে স্থানীয় টেলিকম গিয়ারের সাথে কাজ করার জন্য চাপ দিচ্ছে। এই পরিস্থিতিতে সংস্থার, চীনা গিয়ার মেকারদের সাথে চুক্তির এই খবর নতুন করে জল্পনা সৃষ্টি করছে।

যদিও ভিআই (Vi)-এর চিফ টেকনোলজি অফিসার জগবীর সিং জানিয়েছেন যে সংস্থাটি চাইনিজ গিয়ার প্রস্তুতকারীদের কোনো নতুন চুক্তির প্রক্রিয়াকরণ করছেনা। বরঞ্চ এর আগে যে সমস্ত চুক্তিগুলি হয়েছে সেগুলি কার্যকরী করতে উদ্যোগী হয়েছে ভিআই। ওই চুক্তিগুলির পরিপ্রেক্ষিতে, নেটওয়ার্কের চাহিদা বাড়ছে এমন ছয়টি সার্কেলে পরিষেবা উন্নত করার কথা ভাবছে সংস্থাটি। যদিও অতীতে জগবীর বলেছিলেন যে টেলকোটি, নির্দিষ্ট কিছু নেটওয়ার্ক সার্কেলের জন্য হুয়াওয়ে (Huawei) এবং জেডটিই (ZTE)-র থেকে প্রয়োজনীয় সরঞ্জাম বেছে নেবে।

এদিকে এই মাসের শেষের দিকে, ভারত সরকার নতুন টেলিকম লাইসেন্স নর্মস (নিয়ম) নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। এই সংশোধিত টেলিকম লাইসেন্সের নিয়মের মাধ্যমে চীন এবং অন্যান্য নন-ফ্রেন্ডলি দেশের টেলিকম গিয়ার কোম্পানিকে এদেশে ইনস্টলেশনের কাজে বিধিনিষেধের গেরোয় ফেলতে পারে মোদী সরকার। সেক্ষেত্রে, বৈদেশিক গিয়ার মেকার হিসেবে টেলিকম অপারেটরদের জন্য এরিকসন এবং নোকিয়ার মতো বিকল্প থাকবে। তবে, এই নতুন নিয়মের জন্য টেলিকম অপারেটরদের বিদ্যমান নেটওয়ার্ক অবকাঠামোয় পরিবর্তন আনার প্রয়োজন পড়বে না এবং তারা পরিবেশিত অঞ্চলে চীনা সংস্থার সাথে কাজ চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছে টেলিকম-টক। তদুপরি সরকার, বিশ্বস্ত সংস্থা এবং পণ্যের একটি তালিকা সরবরাহ করবে বলে জানা গিয়েছে যা আগামী বছরগুলিতে ভারতীয় টেলকো তাদের কাজে ব্যবহার করতে পারবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন