Vi Agniveer: সামনেই অগ্নিবীর বায়ু’র পরীক্ষা, ঘরে বসেই প্রস্তুতি নেওয়ার সুযোগ দিচ্ছে ভোডাফোন আইডিয়া

এবার সেনাবাহিনীতে নতুন ‘অগ্নিবীর’ পদে বহাল হতে পরীক্ষার প্রস্তুতি নিন ঘরে বসে! এক্ষেত্রে আগ্রহীদের সহায়তা জন্য এগিয়ে এসেছে দেশের ২য় বৃহত্তম টেলিকম গোষ্ঠী ভোডাফোন আইডিয়া লিমিটেড (সংক্ষেপে Vi)।

আজ্ঞে হ্যাঁ, এখন শুধুমাত্র Vi অ্যাপ ব্যবহার করে অগ্নিবীর পদের জন্য আবেদনকারীরা নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। Vi অফিসিয়াল অ্যাপে লগ-ইন করে Vi Jobs & Education বিভাগে গিয়ে অত্যন্ত সহজে এই প্রস্তুতি গ্রহণের কাজ শুরু করা যাবে‌। উল্লেখ্য, অ্যান্ড্রয়েড এবং আইওএস (iOS) – উভয় প্রকার ডিভাইস ব্যবহারকারীরা এই আলোচ্য সুবিধার ফায়দা ওঠাতে পারবেন।

অবগতির জন্য জানিয়ে রাখি যে আগামী ২৪শে জুলাই ভারতীয় বায়ুসেনা অগ্নিবীর পদে নিয়োগের জন্য ‘অগ্নিবীরবায়ু’ পরীক্ষা গ্রহণ করবে। এছাড়া ভারতীয় নৌসেনার থেকেও অগ্নিবীর এসএসআর (Agniveer SSR) পদে প্রায় ২৮০০ জনকে নিয়োগের উদ্দেশ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে। এর জন্য পদপ্রার্থীদের নৌসেনার ওয়েবসাইট www.joinindiannavy.gov.in -এ ভিজিট করে আবেদন জমা দিতে হবে। ১৫-২২শে জুলাইয়ের মধ্যে অাবেদন জমা করা যাবে।

অগ্নিবীর পদে বহাল হতে পরীক্ষার প্রস্তুতি নিন Vi -এর সাথে

একথা অনেকেই জানেন যে মাত্র কিছু মাস আগেই ভিআই মোবাইল অ্যাপের অন্দরেই আলোচ্য টেলকো ইউজারদের জন্য একটি নতুন জব পোর্টাল চালু করে। অ্যাপের সেই Vi Jobs & Education নামক সেকশন বা বিভাগে গিয়ে ভিআই গ্রাহকেরা নিজেদের পছন্দের চাকরি খুঁজে পেতে পারেন। সাথে এই একই বিভাগ থেকে গ্রাহকেরা অগ্নিবীর পরীক্ষার কোর্স উপকরণও সংগ্রহ করতে পারবেন। গ্রাহকদের এহেন সুবিধা প্রদানের উদ্দেশ্যে ভিআই সম্প্রতি ‘Pariksha’ নামক জনপ্রিয় শিক্ষামূলক প্ল্যাটফর্মের সঙ্গে জুটি বেঁধেছে।

উল্লেখ্য, ভোডাফোন আইডিয়ার (Vi) সাথে জোট বেঁধে, দেরাদুনের ক্যাডেটস ডিফেন্স অ্যাকাডেমির সহায়তায় Pariksha -র পক্ষ থেকে অগ্নিবীর টেস্ট সিরিজের মোট ৫টি পত্র (যথা – Agniveer Airforce X Group, Agniveer Airforce Y Group, Agniveer Airforce X & Y Group, Agniveer Navy MR এবং Agniveer Navy SSR) প্রস্তুত করা হয়েছে। আবার এহেন প্রতিটি পত্র বা সিরিজে থাকছে মোট ১৫টি করে টেস্ট যা অভ্যাসের দ্বারা একজন ‘অগ্নিবীর’ নিয়োগ পরীক্ষার জন্য ভালোভাবে তৈরি হতে পারবেন।

এমনিতে ট্রায়াল পর্বের আওতায় একজন ভিআই ইউজার পুরোপুরি বিনামূল্যে, অগ্নিবীর টেস্ট সিরিজ সহ পরীক্ষার কোর্স উপকরণ লাভ করবেন। তবে ট্রায়াল পর্ব সমাপ্ত হলে উপরোক্ত সুবিধা লাভের জন্য ইউজারদের মাসিক ২৪৯ টাকা খরচ করতে হবে। এর বিনিময়ে তারা অগ্নিবীর ছাড়াও অপরাপর সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন।