Vi: নেটওয়ার্ক ছাড়াও হবে কল, সারা বাংলা জুড়ে VoWi-Fi পরিষেবা চালু করল ভোডাফোন আইডিয়া

সময়ের সঙ্গে সঙ্গে Vodafone-Idea তাদের ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWi-Fi) কলিং পরিষেবাটিকে দেশের নতুন নতুন প্রান্তে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। এর আগে উত্তরপ্রদেশ, কলকাতা, মহারাষ্ট্র এবং…

সময়ের সঙ্গে সঙ্গে Vodafone-Idea তাদের ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWi-Fi) কলিং পরিষেবাটিকে দেশের নতুন নতুন প্রান্তে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। এর আগে উত্তরপ্রদেশ, কলকাতা, মহারাষ্ট্র এবং গোয়া, গুজরাট, উত্তরপ্রদেশ পূর্ব, দিল্লি, রাজস্থান এবং মুম্বইয়ে সংস্থার VoWi-Fi কলিং পরিষেবা ব্যবহার করা যেতো। তবে এবার থেকে কলকাতা সহ বাংলার অন্যান্য প্রান্তের Vi গ্রাহকেরাও VoWi-Fi কলিং পরিষেবা ব্যবহার করতে পারবেন বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

নতুন অঞ্চলে ভয়েস ওভার ওয়াই-ফাই কলিংয়ের পরিষেবা সম্প্রসারণের ফলে বাংলার সমস্ত অংশের ভিআই (Vi) গ্রাহকেরা তাদের ফোনে নেটওয়ার্ক না থাকলেও ওয়াই-ফাই এর সাহায্যে কল করতে পারবেন। অবশ্য শুধু নতুন অঞ্চলই নয়, বরং সদ্য বাজারে আসা কিছু নতুন স্মার্টফোনের জন্যও ভয়েস ওভার ওয়াই-ফাই কলিংয়ের সুবিধাটি উপলব্ধ করা হয়েছে বলে ভোডাফোন-আইডিয়া জানিয়েছে।

এবার থেকে যে সমস্ত নতুন স্মার্টফোনে VoWi-Fi কলিংয়ের সুবিধা মিলবে

এক্ষেত্রে প্রথমেই বলতে হয় কিছুদিন পূর্বে প্রকাশ্যে আসা Apple iPhone 13 সিরিজের কথা। এই সিরিজের সবক’টি ডিভাইসে এবার থেকে VoWi-Fi কলিং সুবিধা মিলবে। এছাড়া iPhone 6s, iPhone 6s Plus সহ অন্যান্য আইফোনেও এই পরিষেবা ব্যবহার করা যাবে।

Apple ছাড়াও OnePlus, Oppo, Samsung, Realme এবং Xiaomi কোম্পানির একাধিক নতুন ডিভাইসে ভোডাফোন-আইডিয়ার VoWi-Fi কলিং পরিষেবা ব্যবহার সম্ভব হবে বলে সংস্থা জানিয়েছে। যদিও পরিষেবা প্রদানকারীর পক্ষ থেকে দেওয়া তালিকায় Vivo এবং iQOO -এর নাম না থাকা জল্পনাকে বাড়িয়েছে।

উপরোক্ত যে কোন ব্র্যান্ডের স্মার্টফোন থাকলে সেই ডিভাইসে ভয়েস ওভার ওয়াই-ফাই কলিংয়ের সুবিধা মিলবে কিনা জানতে হলে আগ্রহীকে Vi -এর অফিসিয়াল ওয়েবসাইটের দ্বারস্থ হতে হবে। Vi -এর প্রতিটি প্রিপেইড ও পোস্টপেইড সদস্য আলোচ্য পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন। তাছাড়া আনলিমিটেড ভয়েস কলিং প্ল্যান রিচার্জ করা থাকলে এজন্য Vi উপভোক্তাকে কোনোরকম অতিরিক্ত শুল্ক দিতে হবেনা। অর্থাৎ তখন কেবলমাত্র শক্তিশালী Wi-Fi নেটওয়ার্কের উপস্থিতিতে বিনামূল্যে ভয়েস ওভার কলিং ফিচার ব্যবহার করা যাবে।

ডিভাইসে VoWi-Fi কলিং পরিষেবা Activate করতে হলে যা করবেন

১। প্রথমে একটি শক্তিশালী ওয়াই-ফাই নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করুন।

২। এরপর আপনার স্মার্টফোন VoWi-Fi কলিং পরিষেবা ব্যবহারের উপযুক্ত কিনা তা যাচাই করে নিন। তাছাড়া এজন্য আপনার কাছে 4G সিম কার্ড থাকা জরুরি।

৩। ‘Settings’ বিকল্পে গিয়ে Wi-Fi Calling সুইচ সক্রিয় করুন। এজন্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের যথাক্রমে Inside Settings ও Network Settings অপশনে প্রবেশ করতে হবে।

৪। অন্যদিকে আইওএস (iOS) প্ল্যাটফর্মের সদস্য হলে Settings > Phone > Wi-Fi Calling পথে গিয়ে সেটিংস সক্রিয় করতে হবে।

৫। আলোচ্য পরিষেবা ব্যবহারের জন্য আগ্রহীর ফোনে VoLTE এবং Wi-Fi Calling উভয় ফিচার সক্রিয় থাকতে হবে।