Vi 29: ইন্টারনেট ডেটা সুবিধা সহ ভোডাফোন আইডিয়া আনল ২৯ টাকার ও ৩৯ টাকার প্ল্যান

স্বল্প খরচের ডেটা ভাউচার খুঁজছেন? তবে আপনার জন্য দেশের ৩য় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা ভোডাফোন আইডিয়া বা Vi নতুন দুটি ডেটা ভাউচার নিয়ে হাজির, যেগুলি 4G ব্যবহারকারীদের তাৎক্ষণিক প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট উপযুক্ত হতে পারে। এই দুই ডেটা ভাউচারের মূল্য ২৯ টাকা ও ৩৯ টাকা। আসুন প্ল্যান দুটির বেনিফিট জেনে নেওয়া যাক।

Vodafone Idea বা Vi আনল ২৯ ও ৩৯ টাকার দুটি নতুন ডেটা ভাউচার প্যাক

অতি অল্প মেয়াদে ইউজারদের সাময়িক ডেটা চাহিদা মেটানোর জন্য Vi সদ্য ২৯ এবং ৩৯ টাকার দুটি নতুন রিচার্জ বিকল্প বাজারে এনেছে। গ্রাহকেরা এদের সাথে এককালীন হিসেবে জরুরি অবস্থায় প্রয়োজন পূরণের উপযুক্ত ডেটা পেয়ে যাবেন। এই নতুন দুই প্ল্যানের সঙ্গে আগত সুবিধার কথা নিচে উল্লেখ করা হল।

Vi -এর নতুন দুই ডেটা ভাউচারের সুবিধা

২৯ টাকার নতুন 4G ডেটা ভাউচার রিচার্জ করলে Vi গ্রাহকেরা সর্বমোট ২ জিবি (GB) ডেটা খরচের সুযোগ পাবেন। Vi -এর এই নতুন রিচার্জ প্ল্যান ২ দিনের ভ্যালিডিটি সহ এসেছে।

অন্যদিকে ৩৯ টাকার বিনিময়ে আগত নয়া Vi ডেটা ভাউচার মোট ৭ দিনের পরিষেবা মেয়াদ প্রদান করবে। এর সাথে ইউজারেরা পুরো ৩ জিবি ডেটা খরচের সুবিধা পাবেন।

তবে উল্লেখযোগ্য ব্যাপার হল, এখনই সব সার্কেলের ভিআই গ্রাহকেরা উপরোক্ত দুই প্ল্যানের সুবিধা গ্রহণ করতে পারবেন না। কারণ বর্তমানে ২৯ ও ৩৯ টাকার প্ল্যানদুটি ভোডাফোন আইডিয়া কেবলমাত্র তাদের গুজরাট সার্কেলের গ্রাহকদের জন্য সামনে এনেছে। তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই টেলকোর অন্যান্য সার্কেলেও প্ল্যানদ্বয়ের আবির্ভাব ঘটবে। তখন সব Vi গ্রাহকেরাই নির্দ্বিধভাবে এই প্ল্যানদুটির সুবিধা নিতে পারবেন বলে আমাদের ধারণা।

৯৮, ১৯৫ এবং ৩১৯ টাকা মূল্যে আরো তিন নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করলো Vi

প্রসঙ্গত জানিয়ে রাখি, উপরোক্ত দুই ডেটা ভাউচার ছাড়াও Vi সম্প্রতি আরও তিনটি নতুন প্রিপেইড প্ল্যান বাজারে এনেছে। এই প্ল্যানগুলির মূল্য যথাক্রমে ৯৮, ১৯৫ এবং ৩১৯ টাকা।

৯৮ টাকার নতুন প্ল্যান রিচার্জ করলে Vi গ্রাহকেরা ১৫ দিনের ভ্যালিডিটিতে মোট ২০০ এমবি ডেটা খরচের পাশাপাশি যে কোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা পাবেন।

আবার ১৯৫ টাকার প্ল্যান বেছে নিলে ৩১ দিনের ভ্যালিডিটিতে মোট ২ জিবি ডেটা এবং ৩০০ এসএমএস খরচের সাথেই পাওয়া যাবে অফুরন্ত ভয়েস কল করার সুযোগ।

এছাড়া ৩১৯ টাকার প্ল্যান রিচার্জ করলে Vi গ্রাহকেরা দৈনিক ২ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের সাথে অফুরন্ত ভয়েস কল করার সুবিধা পেয়ে যাবেন।

পরিশেষে বলা প্রয়োজন, Airtel -এর পথে হেঁটে Vodafone Idea সম্প্রতি তাদের বিভিন্ন পোস্টপেইড প্ল্যানের সাথে উপলব্ধ Amazon Prime সাবস্ক্রিপশনের মেয়াদ ৬ মাস কমিয়ে দিয়েছে। এর ফলে টেলকোর সাধারণ পোস্টপেইড প্ল্যান, ফ্যামিলি প্ল্যান, এমনকি RedX প্ল্যানের সাথে এবার থেকে সারা বছরের পরিবর্তে ৬ মাসের Amazon Prime সাবস্ক্রিপশন বিনামূল্যে মিলবে।

Soumojit Chatterjee

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

26 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

32 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

41 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

52 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago