ঘর হয়ে উঠবে সিনেমা হল, ViewSonic লঞ্চ করল দু-দুটি প্রিমিয়াম প্রজেক্টের, দাম দেখে নিন

ভারতে লঞ্চ হল ViewSonic এর নতুন দুটি আলট্রা শর্ট থ্রো স্মার্ট লেজার প্রজেক্টর, যাদের নাম X2000B-4K এবং X2000L-4K। এগুলি সংস্থার দ্বিতীয় লেজার ফসফর টেকনোলজি যুক্ত প্রজেক্টর, যা ২০ হাজার ঘন্টা পর্যন্ত ল্যাম্প ফ্রি অপারেশন করতে পারবে। তাছাড়া প্রজেক্টেরগুলি স্টানিং ফোরকে এইচডিআর ইমেজ অফার করার পাশাপাশি এগুলিতে থাকছে থিয়েটারের মতো হার্মান কারডন স্পিকার, যা মনোরম অডিও কোয়ালিটি সরবরাহ করতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক স্লিক ডিজাইনের ViewSonic X2000B-4K এবং X2000L-4K প্রজেক্টর দুটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

ViewSonic X2000B-4K এবং X2000L-4K প্রজেক্টরের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে ভিউসনিক X2000B-4K এবং X2000L-4K আলট্রা শর্ট থ্রো স্মার্ট লেজার প্রজেক্টর দুটির দাম ধার্য করা হয়েছে ৩,৯৯০০০ টাকা। ব্ল্যাক এবং হোয়াইট, এই দুটি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন তাদের পছন্দের প্রজেক্টর।

ViewSonic X2000B-4K এবং X2000L-4K প্রজেক্টরের স্পেসিফিকেশন ও ফিচার

নতুন ViewSonic X2000B-4K এবং X2000L-4K আলট্রা শর্ট থ্রো স্মার্ট লেজার প্রজেক্টরগুলির প্রসঙ্গে বলতে গেলে, এগুলি স্লিক ডিজাইনের সাথে স্পেস সেভিংস স্মার্ট ডিভাইস হিসেবে এসেছে, যাদের আল্ট্রা শর্ট থ্রো রেশিও ০.২২। ফলে মাত্র ২৩ সেন্টিমিটার দূর থেকেই ১০০ ইঞ্চি স্ক্রিনে পিকচার প্রজেক্ট করতে পারবে। এছাড়া এগুলিতে রয়েছে ৬০ পয়েন্ট এডজাস্টমেন্ট ক্ষমতা। তাই ঘরের যে কোনো কোনে প্রজেক্টরগুলিকে বসালেও হাই কোয়ালিটির ইমেজ পাওয়া সম্ভব। এমনকি কার্ভড কিংবা স্পেরিয়াল সারফেসেও সঠিক ইমেজ পাওয়া যাবে এই প্রজেক্টের দুটির মাধ্যমে।

অন্যদিকে, নতুন দুটি প্রজেক্টরে থাকছে নেটিভ ফোরকে আল্ট্রা এইচডি সলিউশন এবং ডলবি ও ডিটিএস সাপোর্ট। সেই সঙ্গে থিয়েটার গ্রেড হার্মন কারডন স্পিকার থাকায় উন্নত মানের অডিও এবং ভিস্যুয়াল এক্সপেরিয়েন্স লাভ করা যাবে। শুধু তাই নয়, বড় স্ক্রিনেও প্রজেক্টরটি ক্রিস্টাল ক্লিয়ার এবং উন্নত মানের সাউন্ড কোয়ালিটির সাথে মনোরম পিকচার কোয়ালিটি অফার করবে।

এছাড়া ViewSonic X2000B-4K এবং X2000L-4K প্রজেক্টর দুটিতে স্ক্রিন মিরারিং সম্ভব। তাই সরাসরি মোবাইল ফোন থেকে যেকোনো কনটেন্ট এই প্রজেক্টরগুলির মাধ্যমে বড় স্ক্রিনে দেখা যাবে। তদুপরি ডিভাইসগুলির কানেক্টিভিটি অপশনে শামিল রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ এবং ইউএসবি সি টাইপ পোর্ট। এমনকি বিনোদনের অংশ হিসাবে গেমিংয়ের ক্ষেত্রেও প্রজেক্টরটি ব্যবহারযোগ্য। আবার ইউজার চাইলে ব্লুটুথের মাধ্যমে প্রজেক্টারগুলি তার সাউন্ডবার হিসাবে কাজ করবে এবং সে ক্ষেত্রে ব্লুটুথ হেডসেটের মাধ্যমে কাউকে বিরক্ত না করেই অডিও শোনা যাবে।