শুরু হয়েছে Apple Days Sale, এখান থেকে সবচেয়ে সস্তায় কিনুন iPhone থেকে Apple Watch

আপনারা কী নতুন iPhone কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনাদের জন্য রয়েছে সুখবর। আসলে Vijay Sales নিয়ে এসেছে Apple Days Sale। যা আগামী ১৭ই জুন পর্যন্ত…

আপনারা কী নতুন iPhone কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনাদের জন্য রয়েছে সুখবর। আসলে Vijay Sales নিয়ে এসেছে Apple Days Sale। যা আগামী ১৭ই জুন পর্যন্ত চলবে। এই সেলে Apple দ্বারা লঞ্চ করা বিভিন্ন প্রোডাক্ট বাম্পার ডিসকাউন্ট ও আকর্ষণীয় অফারের সাথে বিক্রি হচ্ছে। তবে আজ আমরা বিশেষ ভাবে iPhone 15 Pro ও iPhone 15 Pro Max -এর সাথে উপলব্ধ ডিল সম্পর্কে আলোচনা করবো। প্রসঙ্গত আগ্রহীরা Vijay Sales -এর সমস্ত ১৪০টি অফলাইন রিটেইল আউটলেট সহ অনলাইন সাইট (vijaysales.com) এর মাধ্যমে অফার সহ Apple প্রোডাক্ট কিনতে পারবেন।

iPhone 15 Pro এর সাথে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় অফার

Apple iPhone 15 Pro ফোনের টপ-এন্ড ১ টেরাবাইট স্টোরেজ বিকল্পের আসল দাম ১,৮৪,৯০০ টাকা। তবে চলমান সেলে এটি ১,৬৩,৪৯০ টাকায় বিক্রি হচ্ছে। এক্ষেত্রে ICICI এবং SBI ব্যাঙ্কের কার্ডধারীরা অতিরিক্তভাবে আরো ফ্লাট ৩,০০০ টাকার ইনটেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। যার পর এই ভ্যারিয়েন্টটি নূন্যতম ১,৬০,৪৯০ টাকা খরচ করে কেনা সম্ভব। ক্রেতারা ১,২২৬ লয়ালটি পয়েন্টও পেয়ে যাবেন কেনাকাটা করলে।

iPhone 15 Pro মডেলের ৫১২ জিবি স্টোরেজ অপশনটি ১,৬৪,৯০০ টাকায় লঞ্চ হয়েছিল। এটি আগামী ১৭ই জুন অর্থাৎ সেলের শেষ দিন পর্যন্ত ১,৫৪,৯৯০ টাকায় কেনা যাবে। আবার ICICI এবং SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে আরো ৩,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ক্রেতারা। যার পর এই স্টোরেজ বিকল্পটি ১,৫১,৯৯০ টাকায় পকেটস্থ করা যাবে। ক্রেতারা ১,১৬২ লয়ালটি পয়েন্ট পেয়ে যাবেন।

iPhone 15 Pro ফোনের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন ১,৪৪,৯০০ টাকার পরিবর্তে ১,৩৫,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। এর সাথে ৩,০০০ টাকা অতিরিক্ত ছাড় মিলবে। এর জন্য ICICI অথবা SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে হবে। এই অফারের লাভ ওঠাতে পারলে ডিভাইসটি ১,৩২,৯৯০ টাকায় কেনা যাবে৷ এর সাথে ক্রেতারা ১,০২০ লয়ালটি পয়েন্ট অর্জন করতে পারবেন।

iPhone 15 Pro ফোনের ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলটি ১,৩৪,৯০০ টাকায় লঞ্চ হয়েছিল। কিন্তু এখন এটি ডিসকাউন্টের সাথে ১,২৬,৯৯০ টাকায় তালিকাভুক্ত। তবে ICICI এবং SBI ব্যাঙ্ক কার্ড অফারের লাভ ওঠাতে পারলে, আরো ৩,০০০ টাকা ছাড়ের সাথে এই ভ্যারিয়েন্টটি মাত্র ১,২৩,৯৯০ টাকায় কেনা যাবে। ক্রেতাদের এর সাথে ৯৫২ লয়ালিটি পয়েন্ট দেওয়া হবে।

iPhone 15 Pro Max কত দামে সেলে বিক্রি হচ্ছে

iPhone 15 Pro Max ফোনের উচ্চতর ১ টেরাবাইট ভ্যারিয়েন্টটি এতদিন ১,৯৯,৯০০ টাকায় বিক্রি হতো। কিন্তু এখন এটি ডিসকাউন্টের সাথে ১,৭৭,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। আবার ICICI এবং SBI কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে আরো ৩,০০০ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। যার পর এই ভ্যারিয়েন্টটি ১,৭৪,৯৯০ টাকায় কেনা যাবে৷ ক্রেতারা ১৩৩৫ লয়ালটি পয়েন্ট অর্জন করবেন।

১,৭৯,৯০০ টাকা বিক্রয় মূল্যের সাথে লঞ্চ হওয়া iPhone 15 Pro Max মডেলের ৫১২ জিবি স্টোরেজ বিকল্পটি এখন ১,৬৭,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। ICICI এবং SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডহোল্ডাররা অতিরিক্তভাবে আরো ৩,০০০ টাকা ডিসকাউন্ট হস্তগত করতে পারবেন। যার পর এর দাম কমে ১,৬৪,৯৯০ টাকা হয়ে যাবে। এছাড়াও ক্রেতারা ১২৬০ লয়ালটি পয়েন্ট পেয়ে যাবেন।

iPhone 15 Pro Max ফোনের ২৫৬ জিবি স্টোরেজের আসল দাম ১,৫৯,৯০০ টাকা। যা এখন ১,৪৮,৯৯০ টাকায় বিক্রি হয়েছে। ICICI এবং SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে আরো ৩,০০০ টাকার ছাড় মিলবে। যার পর এটি ১,৪৫,৯৯০ টাকায় কেনা সম্ভব৷ ক্রেতারা এর সাথে ১,১১৭ লয়ালটি পয়েন্ট পাবেন।

iPhone ছাড়াও Vijay Sales আয়োজিত ‘Apple Days Sale’ থেকে আপনারা – MacBooks, Apple Watch, এবং AirPod দুর্দান্ত ডিলের সাথে কিনতে পারবেন। আবার HomePod Mini এরও সাথে ডিসকাউন্ট পেয়ে যাবেন।

প্রসঙ্গত ইন-স্টোর বা অফলাইল মোডে যেসকল ক্রেতারা কেনাকাটা করবেন তারা ক্যাশিফাইয়ের তরফ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধা পেয়ে যাবেন৷