আগামীকাল শেষ হচ্ছে Amazon-এর ধামাকাদার Vivo Carnival; জেনে নিন অফার

গত ৭ই এপ্রিল থেকে Amazon-এ শুরু হওয়া ‘Vivo Carnival’ সেলের আজ তৃতীয় দিন, যার বিক্রি শেষ হবে আগামী কাল অর্থাৎ ১০ই এপ্রিল। দেখতে গেলে এই…

গত ৭ই এপ্রিল থেকে Amazon-এ শুরু হওয়া ‘Vivo Carnival’ সেলের আজ তৃতীয় দিন, যার বিক্রি শেষ হবে আগামী কাল অর্থাৎ ১০ই এপ্রিল। দেখতে গেলে এই সেলে কেনাকাটা করার জন্য হাতে সময় রয়েছে আর মাত্র এক দিন; তবে ‘শেষ থেকে শুরু’ করার জন্য এ সময় পর্যাপ্ত! আসলে Vivo Carnival-এর দরুন ই-কমার্স জায়ান্ট সংস্থাটি Vivo-র একাধিক স্মার্টফোনে আকর্ষণীয় ছাড় তো দিচ্ছেই, পাশাপাশি এটি গ্রাহকদের জন্য এক বছরের মেয়াদে নো কস্ট ইএমআই, প্রি-পেইড পেমেন্টে ৫,০০০ টাকা পর্যন্ত অফ এবং পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে ৪,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত দাম পাওয়ার সুবিধা দিচ্ছে। ফলে, যারা এই মুহূর্তে নতুন স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন তাদের জন্য এই সেলটি অত্যন্ত লাভদায়ক হতে পারে। চলুন, এক নজরে দেখে নিই ঠিক কী কী অফার রয়েছে এই Vivo Carnival-এ।

পাঠকদের জানিয়ে রাখি, এই সেলে মাত্র কয়েক মাসে আগে লঞ্চ হওয়া Vivo V20 SE ফোনটি ২৪,৯৯০ টাকার বদলে ১৯,৯৯০ টাকায় কিনতে পারবেন। আবার V20 সিরিজের অন্য দুটি মডেল অর্থাৎ V20 (2021) এবং V20 Pro 5G কেনা যাবে যথাক্রমে ২২,৯৯০ টাকা এবং ২৯,৯৯০ টাকায়। তাছাড়া এই ফোনগুলিতে অতিক্রম ২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালুও পাওয়া যাবে।

এক্ষেত্রে, সদ্য লঞ্চ হওয়া Vivo X60 সিরিজের ফোনগুলিতেও সেলের দরুন ৫,০০০ টাকার ছাড় দিচ্ছে Amazon, যেখানে এইচডিএফসি ব্যাংকের কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে মিলবে ৫,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এছাড়াও, Vivo Y20 সিরিজের ফোনগুলিতে ১,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যাবে; সিরিজটির দাম শুরু হচ্ছে ১১,৪৯০ টাকা থেকে। অন্যান্য অফারের কথা বললে Vivo Y31 এবং Vivo Y51A ফোনদুটি যথাক্রমে ১৬,৪৯০ টাকা এবং ১৭,৯৯০ টাকায় কেনা যাবে, তবে Y30 ফোনটি কেনা যাবে ১৩,৯৯০ টাকায়। আবার ৭,৯৯০ টাকা দিলেই মিলবে Vivo Y91i নামক এন্ট্রি-লেভেলের স্মার্টফোনটি। উপরন্তু, Vivo Y11, Y20i বা Y12s-এর মত ফোনগুলিতেও আকর্ষণীয় ছাড় থাকবে।

তবে শুধু ফোন নয়, Vivo-র সাথে হাত মিলিয়ে Amazon ব্র্যান্ডের ইয়ারফোনগুলিতেও ছাড় দিচ্ছে। ফলত, Vivo Color Wired ইয়ারফোনগুলি ২০০ টাকা অফে ৪৯৯ টাকায় এবং Vivo TWS NEO ইয়ারফোনটি ৫,৯৯০ টাকায় পাওয়া যাবে। জানিয়ে রাখি, আগ্রহীরা অ্যামাজন ইন্ডিয়ার অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট থেকে ‘ইলেকট্রনিক্স’ সেকশনটি খুললেই এই সেলটি অ্যাক্সেস করতে পারবেন। অতএব, দেরি করবেন না!

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন