ফুল স্ক্রিন ফ্রন্ট বডির ফোল্ডিং ফোন আনছে Vivo? সামনে এল পেটেন্ট

গত বছর থেকেই শোনা যাচ্ছে Vivo ফোল্ডেবল স্মার্টফোনের ওপর কাজ করছে৷ যদিও কোম্পানির তরফে নিশ্চিত করে এখনো কিছু বলা হয়নি। কিন্তু, আজ না হলেও কাল Vivo যে সত্যিই এরকম ডিভাইস লঞ্চ করবে বলে ভেবে রেখেছে তার বড়সড় প্রমাণ এখন সামনে এসেছে৷ ভিভো-র একটি পেটেন্ট সম্প্রতি CNIPA (China National Intellectual Property Administration) দ্বারা প্রকাশিত হয়েছে৷ এটি ফোল্ডেবল স্মার্টফোনের পেটেন্ট সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন৷ হ্যাঁ, ফোল্ডেবল স্মার্টফোন ঠিকই, কিন্তু ভিভো এমনই ডিভাইসের পেটেন্ট দায়ের করেছে যার ফুল ফ্রন্ট স্ক্রিন বডি রয়েছে৷ অর্থাৎ এর সামনের অংশে কোনো নচ বা চিন নেই৷

পেটেন্টে একটি ফোল্ডেবল ইলেকট্রনিক্স ডিভাইসের বর্ণনা করা হয়েছে৷ যার মধ্যে হাউজিং এবং ডিসপ্লে অর্ন্তভুক্ত রয়েছে৷ আবার স্ক্রিনটি হাউজিংয়ের ওপর মাউন্টেড৷ হাউজিংয়ের এক দিকটি নন-ডিসপ্লে এরিয়া,  মানে এখানে ফোল্ডেবল স্মার্টফোনটির ইন্টারনাল কম্পোনেন্টগুলি বসানো থাকবে৷

এছাড়াও, ভিভোর এই ফোল্ডেবল স্মার্টফোন ফুল ফ্রন্ট স্ক্রিন বডির অভিজ্ঞতা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে৷ যার অর্থ সামনে কোনো নচ বা চিন দৃশ্যমান হবে না৷ আবার ইনওয়ার্ড ফোল্ডিং (ভেতরের দিকে ভাঁজ হবে) মেকানিজম আরও ভাল পড়া, গেমিং, এবং দেখার অভিজ্ঞতা দেবে৷ তবে এতে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা থাকার বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না৷

সবশেষে বলতেই হয়, যেহেতু এটি শুধুমাত্র একটি পেটেন্ট৷ তাই ভিভো এই ধরনের ফোল্ডেবল ডিভাইসের ওপর সত্যিই কাজ করছে কী না তা কোনোভাবেই জানার উপায় নেই৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন