vivo iqoo phones ineligible for android 15 funtouch os 15 update

ভিভো ব্যবহার করেন? সংস্থার প্রচুর ফোন Android 15 আপডেট পাবে না, দেখুন লিস্ট

অ্যান্ড্রয়েড ১৫ বর্তমানে ডেভেলপমেন্টের একদম চূড়ান্ত পর্যায়ে বলা যায়। পাবলিক রিলিজের আগে ইতিমধ্যেই গুগল ডেভেলপার ও টেস্টারদের জন্য এই অপারেটিং সিস্টেমের আর্লি ভার্সন রিলিজ করেছে। যা এটির নতুন ফিচার্স ও এনহ্যান্সমেন্ট সম্পর্কে জানিয়েছে। অনুমান, সাম্প্রতিক সময়ে অ্যান্ড্রয়েড ১৫ সেরা ওএস আপগ্রেড হতে চলেছে।

তবে দুঃখের বিষয় হল, প্রচুর অ্যান্ড্রয়েড ফোন এই সিস্টেম আপডেট পাবে না। রিপোর্ট বলছে, ভিভো ও তার সাব-ব্র্যান্ড আইকোর অনেক ডিভাইস সেই তালিকায় রয়েছে। এক টেক নিউজ পোর্টালের সূত্রে ভিভো এবং আইকোর স্মার্টফোনের লিস্ট প্রকাশ্যে এসেছে। যেগুলি অ্যান্ড্রয়েড ১৫ পাচ্ছে না বলে দাবি করা হয়েছে।

অ্যান্ড্রয়েড ১৫ ভার্সনের জন্য উপযুক্ত নয় ভিভো ও আইকোর যে সব মডেল

ভিভো এক্স সিরিজ
ভিভো এক্স৮০ লাইট
ভিভো এক্স৭০
ভিভো এক্স৭০ প্রো
ভিভো এক্স৭০ প্রো+
অন্যান্য পুরনো এক্স সিরিজের মডেল

ভিভো ভি সিরিজ
ভিভো ভি২৫
ভিভো ভি২৫ই
ভিভো ভি২৫ প্রো
ভিভো ভি২৩ ৫জি
ভিভো ভি২৩ প্রো
ভিভো ভি২১এস
অন্যান্য পুরনো ভি সিরিজের মডেল

ভিভো টি সিরিজ
ভিভো টি১এক্স
ভিভো টি১এক্স ৪জি
ভিভো টি১এক্স ৫জি
ভিভো টি১ প্রো
ভিভো টি১

ভিভো ওয়াই সিরিজ

ভিভো ওয়াই২০০
ভিভো ওয়াই১০০
ভিভো ওয়াই১০০এ
ভিভো ওয়াই৭৮
ভিভো ওয়াই৭৮টি
ভিভো ওয়াই৫৬
ভিভো ওয়াই৫৫এস
ভিভো ওয়াই৩৬
ভিভো ওয়াই৩৬ ৫জি
ভিভো ওয়াই২৮
ভিভো ওয়াই২৭এস
ভিভো ওয়াই২৭
ভিভো ওয়াই২৭ ৫জি
ভিভো ওয়াই১৭এস
ভিভো ওয়াই০২টি
ভিভো ওয়াই০২এ
২০২৩ সালের আগে লঞ্চ হওয়া ভিভো ওয়াই সিরিজের সমস্ত ফোন

আইকো

আইকো ১০ প্রো
আইকো ৯ এসই
আইকো ৯ প্রো
আইকো ৯টি
আইকো জেড৬
আইকো জেড৬ ৪৪ওয়াট
আইকো জেড৬ প্রো
আইকো জেড৬ লাইট
আইকো নিও ৬
অন্যান্য পুরনো আইকো ফোন

ভিভো ও আইকোর এই ফোনগুলি অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর ফানটাচ ওএস ১৫ পাবে না বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, মনে রাখবেন যে এটি অফিশিয়াল লিস্ট নয়। আগের রোলআউটের উপর ভিত্তি করে কোম্পানির সফটওয়্যার আপডেট পলিসি বিশ্লেষণ করে এই তালিকা বানানো হয়েছে।